মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর দখল করতে পারে না। তিনি এটি ঘটতে দেবেন না। 

শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগে বৃহস্পতিবার সাংবাদিকদের ট্রাম্প এ কথা বলেছেন।

মার্কিন প্রেসিডেন্টের এই বিবৃতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার অতি-জাতীয়তাবাদী সরকারের সদস্যদের দাবিকে দৃঢ়ভাবে বিরোধিতা করে, যারা ফিলিস্তিনি ভূখণ্ড দখলের জন্য চাপ দিচ্ছে।

ট্রাম্প বলেছেন, “আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না। না। আমি অনুমতি দেব না। এটা ঘটবে না।”

নেতানিয়াহুর সাথে ইসরায়েলি দখলদারিত্বের প্রচেষ্টা রোধ করার পরিকল্পনা নিয়ে তিনি আলোচনা করেছেন কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, “হ্যাঁ, কিন্তু আমি তা অনুমোদন করব না। আমি তার সাথে কথা বলি বা না বলি, আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দিচ্ছি না। যথেষ্ট হয়েছে। এখনই থামার সময়, ঠিক আছে?”

অধিকৃত পশ্চিম তীরের সম্ভাব্য অধিগ্রহণ রোধে ট্রাম্প কী পদক্ষেপ নেবেন তার বিস্তারিত তিনি জানাননি।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ