উত্তরাঞ্চলের তিন জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ অঞ্চলের বাসমালিক পক্ষ হঠাৎ বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়। ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও বাস চলাচল স্বাভাবিক না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। জরুরি প্রয়োজনে বের হওয়া যাত্রীরা বাধ্য হয়ে বিভিন্ন যানবাহনে ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন। এতে তাঁদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে এবং সময়ও লাগছে বেশি।

আজ শুক্রবার সকালে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া পবার দামকুড়ার কামাল হোসেন বাস বন্ধ পেয়ে বিপাকে পড়েন। পরে তিনি প্রথমে বানেশ্বর, সেখান থেকে নাটোর, এরপর সিরাজগঞ্জ হয়ে ঢাকায় পৌঁছান। মুঠোফোনে প্রথম আলোকে তিনি বলেন, ‘সকালে বাসস্ট্যান্ডে এসে দেখি সব বন্ধ। পরে বাঘা থেকে একটি লোকাল বাসে করে পুঠিয়ার বানেশ্বর নামি। সেখান থেকে সিএনজি নিয়ে নাটোরে, এরপর একটি লোকাল বাসে সিরাজগঞ্জ যাই। এরপর রংপুর থেকে আসা একটি বাসে করে ঢাকায় পৌঁছাই।’
কামাল জানান, সাধারণত তাঁর ৭০০ টাকা ভাড়া লাগলেও আজ লেগেছে ১ হাজার ২০০ টাকা। সারা দিন অনেক ভোগান্তি গেছে, সময়ও লেগেছে অনেক বেশি।

কামালের মতো আরও অনেক যাত্রী এই বাস ধর্মঘটের কারণে ভোগান্তির শিকার হচ্ছেন। শুক্রবার বিকেলে রায়হান হোসেন নামের এক ব্যক্তির সঙ্গে কথা হয়। তাঁরও আজ ঢাকায় যাওয়া জরুরি। বাস বন্ধ জেনেও তিনি বাসস্ট্যান্ডে এসেছিলেন। রায়হান বলেন, ‘শুনেছিলাম, বিকেলের মধ্যে বাস চালু হবে, কিন্তু এসে দেখি চালু হচ্ছে না। এখন একটা প্রাইভেট গাড়ি খুঁজছি, কয়েকজন মিলে ভাড়া করে যাব।’

বাসমালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে একতা ট্রান্সপোর্ট ও কয়েকটি লোকাল বাস ছাড়া অন্য সব দূরপাল্লার পরিবহন বন্ধ রয়েছে। এর আগে ৭ সেপ্টেম্বর বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা তিন জেলা থেকে দূরপাল্লার বাস চালানো বন্ধ করে দিয়েছিলেন। দুই দিন পর মালিকপক্ষের আশ্বাসে তাঁরা বাস চলাচল শুরু করলেও আশানুরূপ বেতন-ভাতা বৃদ্ধি না হওয়ায় ২২ সেপ্টেম্বর সকাল থেকে আবারও কর্মবিরতি শুরু করেন। ২৩ সেপ্টেম্বর বিকেল পর্যন্ত একতা ছাড়া বাকি সব বাস বন্ধ ছিল। এবার অবশ্য মালিকদের পক্ষ থেকে বাস চলাচল বন্ধ করা হয়েছে, যা ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারসহ দূরপাল্লার যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলেছে।

জরুরি প্রয়োজনে বের হওয়া যাত্রীরা বিভিন্ন যানবাহনে ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন। শুক্রবার সকালে  রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব স বন ধ

এছাড়াও পড়ুন:

বন্ধুকে আসামি করে মামলা করলেন নিহতের বোন

রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক। তিন দিন আগে বন্ধু জরেজ মিয়ার সঙ্গে ঢাকা আসেন তিনি। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর জাতীয় ঈদগাহের সামনে দুটি নীল রঙের ড্রাম থেকে আশরাফুলের ২৬ টুকরা মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় নিহত আশরাফুলের বন্ধু মো. জরেজকে প্রধান আসামি করে হত্যা মামলা করেছে নিহতের পরিবার।

শুক্রবার (১৪ নভেম্বর) নিহতের ছোট বোন মোছা. আনজিরা বেগম শাহবাগ থানায় বাদী হয়ে মামলাটি করেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর মামলার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি জানান, নিহত আশরাফুলের বন্ধু জরেজকে প্রধান আসামি করে এজাহার দায়ের করেছেন আনজিরা বেগম। হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত চলছে এবং আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এজাহারে আনজিরা বেগম লিখেছেন, তার বড় ভাই আশরাফুল হক দিনাজপুরের হিলি বন্দর থেকে সারা দেশে পেঁয়াজ, রসুন, মরিচ, আলুসহ কাঁচামাল সরবরাহ করতেন।

গত মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে আসামি জরেজকে নিয়ে ঢাকায় আসেন তিনি। এরপর থেকে আশরাফুলের ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। স্বজনদের সন্দেহ, আসামি জরেজ তার সহযোগী অজ্ঞাতনামা আসামিদের সহযোগিতায় গত ১১ নভেম্বর রাত থেকে ১৩ নভেম্বর রাতের মধ্যে যে কোনো সময় পূর্ব পরিকল্পিতভাবে আশরাফুলকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। হত্যার পর মরদেহ মোট ২৬টি খণ্ডে খণ্ডিত করে গুম করার উদ্দেশ্যে দুটি নীল রঙের ড্রামের ভেতর ভরে রেখে অজ্ঞাতস্থানে পালিয়ে যায় অভিযুক্তরা।

নিহত জাকিরের বোনের স্বামী জাকির হোসেন বলেন, “১১ নভেম্বর রাতে একসঙ্গে রংপুর থেকে ঢাকায় আসেন আশরাফুল ও জরেজ। এরপর থেকে জরেজকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আশরাফুল ও জরেজ বন্ধু। তারা একসঙ্গে ব্যবসা করতেন।”

জরেজের কাছে নিহত আশরাফুল টাকা পেতেন কি-না জানতে চাইলে জাকির বলেন, “টাকা-পয়সার বিষয়টি এখনো জানি না। আমরা হত্যাকাণ্ডের বিচার চাই।”

গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পুলিশ এসে ড্রাম দুটি খুলে অজ্ঞাতপরিচয় এক পুরুষের খণ্ডিত মরদেহ দেখতে পায়। তখন মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে দুটি নীল রঙের ড্রাম থেকে মরদেহ বের করা হয়। ড্রামের মধ্যে চাল ছিল এবং কালো পলিথিন দিয়ে মোড়ানো ছিল মরদেহের খণ্ডিত অংশগুলো।

ঢাকা/এমআর/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • রেলের ৭ লাখ টাকার যন্ত্র ২৭ হাজারে বানালেন তিনি
  • রাতে এক ঘণ্টার ব্যবধানে সাভার-ধামরাইয়ে দুই বাসে আগুন
  • জনস্বাস্থ্য নিয়ে গবেষণাই তাঁর নেশা 
  • ইডেনে স্পিন বিষ, ১৫ উইকেটের দিনে উড়ছে ভারত
  • বিচারকের ছেলে হত্যা মামলার আসামি লিমন পাঁচ দিনের রিমান্ডে
  • বিচারকের ছেলে হত্যা: লিমন ৫ দিনের রিমান্ডে
  • ‘তোকে গুলি করে মারব না, ব্লেড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারব’
  • ৪১ বছর ধরে হেঁটে হেঁটে পত্রিকা বিলি করেন গাইবান্ধার রহিম
  • বন্ধুকে আসামি করে মামলা করলেন নিহতের বোন
  • তথ্যচিত্রের জন্য দুঃখপ্রকাশ করলেও ট্রাম্পকে ক্ষতিপূরণ দিতে পাঁচ কারণে নারাজ বিবিসি