ফুটবল ম্যাচ ঘিরে উন্মাদনা, দর্শক ছিল গ্যালারি থেকে গাছের ডাল পর্যন্ত
Published: 27th, September 2025 GMT
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ঘিরে দেখা গেল ফুটবল উন্মাদনা। গতকাল শুক্রবার বিকেলে হওয়া এই ম্যাচে জেলা স্টেডিয়ামের গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ।
গ্যালারির গ্রিলের সামনে গাদাগাদি করে দাঁড়িয়েছিল অসংখ্য দর্শক। স্টেডিয়ামের পশ্চিম দিকের নিমগাছের ডালে বসে খেলা দেখেছে শিশু-কিশোর ও তরুণেরা। খেলার দ্বিতীয়ার্ধে উচ্ছ্বাসে মেতে থাকা দর্শকেরা গ্যালারি ও গাছ থেকে নেমে উঁচু গ্রিল টপকে মাঠে ঢুকে পড়ে। পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার কর্মীরা তাঁদের ঠেকাতে ব্যর্থ হন। পরে অনেকেই মাঠের সাইডলাইনে বসে, দাঁড়িয়ে খেলা উপভোগ করে।
খেলা দেখতে আসা এক মাদ্রাসাশিক্ষক প্রথম আলোকে বলেন, ‘আমিও গ্রিল টপকে ঢুকেছি। এমন উত্তেজনাপূর্ণ ফুটবল খেলা দেখার আনন্দ আমাকে গ্রিল টপকাতে বাধ্য করেছে।’
ফাইনাল খেলা দেখতে আসা দর্শকদের উপচে পড়া ভিড়। গ্যালারিতে জায়গা না পেয়ে হাজারো দর্শক মাঠের সাইড লাইনের পাশে চলে আসে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ টবল
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ