বিল এলাকায় কারেন্ট জাল পেতে ধরা হচ্ছিল বক, অভিযানের পর ৬০টি অবমুক্ত
Published: 27th, September 2025 GMT
কক্সবাজারের উখিয়া উপজেলার একটি বিলে অবৈধ কারেন্ট জাল পেতে বক ধরছিলেন একদল শিকারি। পরে তাঁদের কাছ থেকে ৬০টি সাদা বক উদ্ধার করে অবমুক্ত করেছে বন বিভাগ।
গতকাল শুক্রবার দুপুরে উখিয়া বন বিভাগের রেঞ্জের অধীনে সদর বনবিটের রাজাপালং ইউনিয়নের মাসকারিয়া বিল এলাকা থেকে এসব বক উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবদুল মন্নান। তিনি বলেন, গতকাল দুপুরে মাসকারিয়া বিল এলাকার ধানখেতে কারেন্ট জালের ফাঁদ পেতে রাখেন শিকারিরা। সেখানে আটকা পড়ে অন্তত ৬০টি সাদা বক। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। টের পেয়ে শিকারিরা পালিয়ে গেলেও বকগুলো উদ্ধার করা হয়। সন্ধ্যার আগে আগে প্রাকৃতিক পরিবেশে বকগুলো অবমুক্ত করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেছেন, শীতের আবহ শুরু হওয়ায় শিকারিরা প্রায় প্রতিদিনই ফাঁদ পেতে এসব বক ধরেন। সেগুলোর প্রতিটি বাজারে ৫০-৬০ টাকা হারে বিক্রি হয়।
উখিয়া বন বিভাগের ওই কর্মকর্তা জানান, বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি এক বছরের জেল কিংবা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডই হতে পারে। একই অপরাধ আবার করলে শাস্তি ও জরিমানা দ্বিগুণের বিধানও আছে। কোনো ব্যক্তি অতিথি পাখির মাংস ও দেহের অংশ সংগ্রহ বা দখলে রাখলে অথবা বেচাকেনা করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও সর্বোচ্চ ৩০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: বন ব ভ গ
এছাড়াও পড়ুন:
হৃদয় থেকে বলছি, শেখ হাসিনা খালাস পেলে খুশি হব: রাষ্ট্রনিযুক্ত আইনজীবী
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় নিজের মক্কেলের খালাস পাওয়ার আশা প্রকাশ করেছেন ট্রাইব্যুনালে রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন।
সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন:
রায় শুনতে ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধারা
জামিনের পর মামলা নিয়ে মেহজাবীনের বিবৃতি
আইনজীবী আমির বলেন, “আমি তো সবসময় আশা করি আমার মক্কেল [শেখ হাসিনা] খালাস পাবে। এটা আমার আশা, এটা আমার প্রত্যাশা। এটাই স্বাভাবিক কথা, আমার তো প্রত্যাশা থাকতেই হবে। এটা হৃদয় থেকেই বলছি। আমি একজনের জন্য এত এত মাস ধরে মামলা করেছি, তা সে যদি খালাস পায় তা আমার চাইতে বেশি খুশি আর কে হবে।”
শেখ হাসিনার সঙ্গে কোনো যোগাযোগের চেষ্টা করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, '“আমি চেষ্টা করি নাই। চেষ্টা করার কোনো বিধানও নাই। ওনারাও আমার সঙ্গে কোনো চেষ্টা করে নাই এবং কোনো রকমের কোনো সহায়তাও করে নাই।”
তবে মামলার বিচার প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “আমার দেখামতে [বিচারে] তেমন কিছু দেখছি না। ভালোভাবে বিচার হয়েছে বলেই আমি মনে করি।”
মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করবেন বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা প্রথম মামলা হিসেবে এর রায় হতে যাচ্ছে আজ।
ঢাকা/রায়হান/ইভা