লিভারপুলের নাটকীয় হার

৮৭ মিনিটে ফেদেরিকো কিয়েসার গোল। ৭৮ মিনিট পিছিয়ে থাকার পর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে সমতা ফেরাল লিভারপুল। মনে হচ্ছিল এ মৌসুমের শুরু থেকেই যে চিত্রনাট্য মেনে চলেছে লিভারপুল, আজ সেলহার্স্ট পার্কেও তেমন কিছুই হতে যাচ্ছে! কিন্তু হলো উল্টোটাই। যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে গোল করে জিতে গেল প্যালেসই। টানা পাঁচ ম্যাচ জিতে প্রিমিয়ার লিগ শুরু করা বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল হারল ষষ্ঠ ম্যাচে এসে। আর্নে স্লটের দল হারল সেই প্যালেসের কাছে, যাদের কাছে কমিউনিটি শিল্ডে টাইব্রেকারে হেরেই মৌসুমটা শুরু করেছিল লিভারপুল।

সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের রেকর্ড টানা ১৮ ম্যাচে অপরাজিত প্যালেসকে ৯ মিনিটে এগিয়ে দেন ইসমাইলা সার। কিয়েসার গোলে লিভারপুল সমতায় ফেরে ৮৭ মিনিটে। এরপর যোগ করা সময়ের সপ্তম মিনিটে এডি এনকেটিয়ার গোলে জয় তুলে নেয় প্যালেস। গোলটি অবশ্য ভিএআর অফসাইড চেক করার পরই নিশ্চিত হয়েছে। এর একটু পরেই শেষ বাঁশি।

সিটির বড় জয়বার্নলির বিপক্ষে জোড়া গোল করেছেন সিটির আর্লিং হলান্ড.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ