বন্দরে মহিলা আওয়ামী লীগের সভাপতি শান্তাসহ গ্রেপ্তার ৩
Published: 28th, September 2025 GMT
বন্দরে অপরেশন ডেভিল হান্ট অভিযানে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অপরাধে বন্দর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আ'লীগের সভানেত্রীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- ফরাজিকান্দা এলাকার শাহাদাত হোসেনের স্ত্রী বন্দর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বন্দর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি এবং উপজেলা আওয়ামীলীগের সদস্য সালিমা হোসেন শান্তা (৫০) একই এলাকার আব্দুল কাদিরের ছেলে যুবলীগ কর্মী আব্দুল মোত্তাধীর অনিক (৩৬) ও বন্দর রেলী বাগন এলাকার আনোয়ার মিয়ার ছেলে যুবলীগ কর্মী মুন্না(৪০) ।
রোববার (২৮সেপ্টেম্বর) দুপুরে বৈষম্য বিরোধী ১৪ (৮) ২৪ ও ১১(৯) ২৫ নং পৃথক মামলায় এদেরকে আদালতে প্রেরন করা হয়।এর আগে গত শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার পৃথক স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা।
থানার তথ্য সূত্রে জানা গেছে, গত ২০২৪ ইং সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে বন্দর শাহীমসজিদ চরমুনাই সমর্থক এক কর্মীর গ্যারেজে আ'লীগ ও যুবলীগ নেতারা সন্ত্রাসী হামলা চালানোর ঘটনার মামলায় বন্দর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও মহিলা আ'লীগের সভানেত্রী সালিমা হোসেন শান্তার সম্পৃক্ততা থাকার অপরাধে তাকে গত শনিবার রাতে তার ফরাজিকান্দা নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে গত ২০২৪ সালে আগষ্টের প্রথমদিকে বন্দর খেয়াঘাটে আন্দোলনরত ছাত্রদের উপর আ'লীগ ও যুবলীগ নেতারা সন্ত্রাসী হামলা চালায়।
বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলা জড়িত থাকার অপরাধে বন্দর উপজেলা এলাকার যুবলীগ কর্মী অনিক ও মুন্নার সম্পৃক্ততা থাকার অপরাধে রেলীবাগান ও ফরাজিকান্দা এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আওয় ম ল গ থ ক র অপর ধ সন ত র স এল ক র য বল গ
এছাড়াও পড়ুন:
বুয়েটে স্নাতক শ্রেণির বিভিন্ন লেভেল বা টার্মের সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ সেশনের স্নাতক শ্রেণির বিভিন্ন সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার নিচের সময় অনুসারে ঘোষণা করা হয়েছে। উপাচার্যের নির্দেশে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক এন এম গোলাম জাকারিয়া এ প্রজ্ঞাপন জারি করেছেন।
প্রকৌশল অনুষদগুলোর সব বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য—
প্রকৌশল অনুষদগুলো:
২০২৪-২৫ সেশনের লেভেল-১/টার্ম-২,
লেভেল-২/টার্ম-১।
২০২৩-২৪ সেশনের লেভেল-২/টার্ম-২,
লেভেল-৩/টার্ম-২,
লেভেল-৪/টার্ম-২।
স্থাপত্য বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য—
স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ:
২০২৪-২৫ সেশনের লেভেল-১/টার্ম-২,
লেভেল-২/টার্ম-১।
২০২৩-২৪ সেশনের লেভেল-২/টার্ম-২,
লেভেল-৩/টার্ম-২,
লেভেল-৪/টার্ম-২,
লেভেল-৫/টার্ম-২।
কোর্স রেজিস্ট্রেশন: ২৯ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৫,
বিলম্ব ফিসহ কোর্স রেজিস্ট্রেশন: ১৩ থেকে ১৮ ডিসেম্বর ২০২৫,
কোর্স অ্যাডজাস্টমেন্ট (Add or Drop): ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬।
১. ক্লাস : ২৯-১১-২০২৫ থেকে ১৯-১২-২০২৫: ৩ সপ্তাহ,
২. শিক্ষকের শীতকালীন অবকাশ: ২০-১২-২০২৫ থেকে ২-০১-২০২৬: ২ সপ্তাহ
৩. ক্লাস: ৩-০১-২০২৬ থেকে ১৩-০৩-২০২৬: ১০ সপ্তাহ,
৪. ঈদুল ফিতর ও পরীক্ষা প্রস্তুতির ছুটি : ১৪-০৩-২০২৬ থেকে ১০-০৪-২০২৬: ৪ সপ্তাহ,
৪. পরীক্ষা: ১১-০৪-২০২৬ থেকে ৭-০৫-২০২৬: ৩ সপ্তাহ ৬ দিন,
৫. পরবর্তী টার্মের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ : ৬ জুন ২০২৬।
#বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.buet.ac.bd
আরও পড়ুনকেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে অনলাইন কোর্স, নেই বয়সের সীমা৩০ সেপ্টেম্বর ২০২৫