চট্টগ্রাম গিয়ে কেন এত খুশি আফঈদা-সাগরিকাদের কোচ
Published: 30th, September 2025 GMT
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় বসছে নারী এশিয়ান কাপ। সেই টুর্নামেন্টকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে চলছে বাংলাদেশ নারী ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প। একই জায়গায় অনূর্ধ্ব–২০ দলও অনুশীলন করছে। দুই দলের ২৯ ফুটবলার গত শনিবারই চট্টগ্রামে পৌঁছেছেন।
শান্ত পরিবেশ আর উন্নত সুযোগ–সুবিধা দেখে দারুণ খুশি দলের ইংলিশ কোচ পিটার বাটলার। এত দিন পর এমন নিরিবিলি জায়গায় ক্যাম্পের সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। ধন্যবাদ দিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকেও।
আজ প্রথম আলোকে বাটলার বলেন, ‘এখানকার সুযোগ–সুবিধা অনেক ভালো। আমি খুব খুশি, ক্যাম্পের জন্য এমন শান্তিপূর্ণ পরিবেশ পেলাম। এখানে ক্যাম্পের ব্যবস্থা করে দেওয়ার জন্য বাফুফে সভাপতিকে ধন্যবাদ।’
এখানে মৌলিক সুবিধাগুলো আছে। আমাদের সবচেয়ে দরকার ছিল একটি ভালো খেলার মাঠ। সেটা এখানে পাচ্ছি। তাই খেলোয়াড়েরাও খুশি।পিটার বাটলার, কোচ, বাংলাদেশ নারী ফুটবল দলআনোয়ারার কোরিয়ান ইপিজেডে ফুটবলারদের জন্য থাকা–খাওয়ার পাশাপাশি মাঠ, সুইমিং পুল আর জিমনেসিয়ামের সুবিধাও আছে। বাটলার বললেন, ‘এখানে মৌলিক সুবিধাগুলো আছে। আমাদের সবচেয়ে দরকার ছিল একটি ভালো খেলার মাঠ। সেটা এখানে পাচ্ছি। তাই খেলোয়াড়েরাও খুশি।’
চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডের এই মাঠেই অনুশীলন করবে বাংলাদেশ নারী ফুটবল দল.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ টবল
এছাড়াও পড়ুন:
চট্টগ্রাম গিয়ে কেন এত খুশি আফঈদা-সাগরিকাদের কোচ
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় বসছে নারী এশিয়ান কাপ। সেই টুর্নামেন্টকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে চলছে বাংলাদেশ নারী ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প। একই জায়গায় অনূর্ধ্ব–২০ দলও অনুশীলন করছে। দুই দলের ২৯ ফুটবলার গত শনিবারই চট্টগ্রামে পৌঁছেছেন।
শান্ত পরিবেশ আর উন্নত সুযোগ–সুবিধা দেখে দারুণ খুশি দলের ইংলিশ কোচ পিটার বাটলার। এত দিন পর এমন নিরিবিলি জায়গায় ক্যাম্পের সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। ধন্যবাদ দিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকেও।
আজ প্রথম আলোকে বাটলার বলেন, ‘এখানকার সুযোগ–সুবিধা অনেক ভালো। আমি খুব খুশি, ক্যাম্পের জন্য এমন শান্তিপূর্ণ পরিবেশ পেলাম। এখানে ক্যাম্পের ব্যবস্থা করে দেওয়ার জন্য বাফুফে সভাপতিকে ধন্যবাদ।’
এখানে মৌলিক সুবিধাগুলো আছে। আমাদের সবচেয়ে দরকার ছিল একটি ভালো খেলার মাঠ। সেটা এখানে পাচ্ছি। তাই খেলোয়াড়েরাও খুশি।পিটার বাটলার, কোচ, বাংলাদেশ নারী ফুটবল দলআনোয়ারার কোরিয়ান ইপিজেডে ফুটবলারদের জন্য থাকা–খাওয়ার পাশাপাশি মাঠ, সুইমিং পুল আর জিমনেসিয়ামের সুবিধাও আছে। বাটলার বললেন, ‘এখানে মৌলিক সুবিধাগুলো আছে। আমাদের সবচেয়ে দরকার ছিল একটি ভালো খেলার মাঠ। সেটা এখানে পাচ্ছি। তাই খেলোয়াড়েরাও খুশি।’
চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডের এই মাঠেই অনুশীলন করবে বাংলাদেশ নারী ফুটবল দল