দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে টানা চার দিনের ছুটিতে ঢাকা থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষ। বুধবার দুপুর থেকেই ফুলবাড়িয়া বাস টার্মিনাল ও আশপাশের এলাকা যাত্রীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।

ঢাকায় বুধবার (১ অক্টোবর) সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এতে সকালে যাত্রীসংখ্যা কিছুটা কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কমে আসায় যাত্রীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৃষ্টির কারণে দুপুরের পর যাত্রী চাপ বেড়েছে।

আরো পড়ুন:

নজর কেড়েছে মুগ ডালে তৈরি প্রতিমা

নারী অধিকার প্রতিষ্ঠার থিমে সেজেছে মণ্ডপ

ফুলবাড়িয়া ও গুলিস্তানের বাসস্ট্যান্ডগুলোতে বিকেলের দিকে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। ফুলবাড়িয়া বাস টার্মিনালের টিকিট বিক্রেতারা জানাচ্ছেন, গতকাল মঙ্গলবার বিকেল থেকেই যাত্রী চাপ বেশ কিছুটা বেড়েছিল। বুধবার সকাল থেকে বৃষ্টির কারণে অনেক যাত্রী ঘর থেকে বের হতে পারেননি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর সংখ্যা বাড়বে বলে তারা আশাবাদী।

ফুলবাড়িয়া ও গুলিস্তানের আশপাশের এলাকায় বিআরটিসি, গোল্ডেন লাইন, টুঙ্গীপাড়া এক্সপ্রেস, ইমাদ পরিবহন, হানিফ, সাকুরা, ইকোনো, জোনাকি সার্ভিসসহ বিভিন্ন পরিবহনের কাউন্টারে যাত্রীদের ঘনঘন উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে যাত্রাবাড়ী এলাকায় যাত্রী সংখ্যা বেশি ছিল।

ফুলবাড়িয়া বাস টার্মিনালে দেখা গেছে, যাত্রী ভরে গেলে বাসগুলো নিরবিচ্ছিন্নভাবে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।

ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী সাকুরা পরিবহনের যাত্রী শহিদুল ইসলাম বলেন, “ঈদের সময়ের মতই যাত্রীর চাপ। সকালে বৃষ্টির কারণে অনেকেই ঘর থেকে বের হতে পারেননি, দুপুরের পর যাত্রী সংখ্যা অনেক বেড়েছে।”

ফুলবাড়িয়া বাস টার্মিনালের ইমাদ সার্ভিসের টিকিট কাউন্টারে দায়িত্ব পালনকারী মনিরুর আলম বলেন, “আমাদের গাড়িগুলো গোপালগঞ্জ, ফরিদপুর, খুলনা ও পিরোজপুর রুটে চলাচল করে। বৃষ্টির কারণে যাত্রী সংখ্যা কম ছিল, তবে আশা করছি বৃষ্টি থেমে গেলে চাপ বেড়ে যাবে।”

পরিবারসহ মাদারীপুর নিজের বাড়িতে যাওয়ার পথে হরলাল ঘোষ জানান, "ভোরে যাত্রা করার ইচ্ছা ছিল, কিন্তু বৃষ্টির কারণে বের হতে পারিনি। নারী ও শিশু থাকায় বৃষ্টি কমার পর বের হয়েছি। এখন গাড়ি পেয়ে কোনো সমস্যা হচ্ছে না।”

বুধবার (১ অক্টোবর) থেকে শুরু হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিনের ছুটি। ১ ও ২ অক্টোবর (বুধবার ও বৃহস্পতিবার) দুর্গাপূজার ছুটি এবং ৩ ও ৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি। তাই সরকারি অফিস আগামী রবিবার (৫ অক্টোবর) থেকে পুনরায় শুরু হবে। ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) ছিল ছুটির আগে শেষ কর্মদিবস ছিল।

ঢাকা/এএএম/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর বহন

এছাড়াও পড়ুন:

ধানমন্ডি ৩২ নম্বরের দিকে বুলডোজার যাচ্ছে শুনতে পেয়েছে পুলিশ

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের দিকে বুলডোজার নিয়ে যাওয়া হচ্ছে বলে শুনতে পেয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি অঞ্চলের এক কর্মকর্তা প্রথম আলোকে এ কথা বলেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার সিজানুল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা কোনোমতে কাউকে আইন হাতে তুলে নিতে দেব না।’

সম্পর্কিত নিবন্ধ