রাবারগাছে ঝুলছিল তরুণের লাশ, শরীরে আঘাতের চিহ্ন
Published: 1st, October 2025 GMT
কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকায় রাবারবাগানের ভেতর থেকে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গলায় রশি প্যাঁচানো অবস্থায় লাশটি গাছের সঙ্গে ঝুলছিল। আজ বুধবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
ওই তরুণের নাম রাজু শর্মা (২৪)। তিনি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রণজিত শর্মার ছেলে। জোয়ারিয়ানালা বাজারের একটি সেলুনের কর্মচারী ছিলেন তিনি। তাঁর লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সকাল সাড়ে নয়টার দিকে একটি গাছের সঙ্গে রাজু শর্মার লাশ ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর বিষয়টি থানায় জানানো হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যরা থানায় গিয়ে লাশটি শনাক্ত করেন।
গত রোববার থেকে রাজুর খোঁজ মিলছিল না জানিয়ে তাঁর বাবা রণজিৎ শর্মা অভিযোগ করেন, রাজুকে পরিকল্পিতভাবে খুন করার পর গলায় রশি বেঁধে রাবারগাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। এক প্রতিবেশীর সঙ্গে রাজুর টাকাপয়সা নিয়ে বিরোধ ছিল।
রাজুর বড় ভাই ছোটন শর্মা বলেন, এক প্রতিবেশী নারী ও তাঁর পরিবারের সদস্যরা কয়েক দিন ধরে রাজু শর্মাকে খোঁজাখুঁজি করে আসছেন। ওই নারীর পরিবারের দাবি, রাজু তাঁদের ৫২ হাজার টাকা নিয়ে এক ব্যক্তিকে হস্তান্তরের কথা থাকলেও দেননি। টাকা ফেরত না দিলে রাজুকে গুম করার হুমকি দেওয়া হয়।
ছোটন শর্মা আরও বলেন, রোববার বিকেল পাঁচটার পর রাজুর মুঠোফোন সংযোগ বন্ধ পাওয়া যায়। তাঁরা ধারণা করেছিলেন, পূজা উপলক্ষে বন্ধুদের সঙ্গে রাজু হয়তো বেড়াতে গেছেন। এর মধ্যেই রাজুর লাশ পাওয়া গেল। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন ছোটন শর্মা।
জানতে চাইলে রামু থানার পরিদর্শক (তদন্ত) মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: তর ণ র
এছাড়াও পড়ুন:
কৃষিবিদ সিডের ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি কৃষিবিদ সিড লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ০.১০ পয়সা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডাররা।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
আরো পড়ুন:
মনোস্পুলের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৪.৩৮ শতাংশ
এনার্জিপ্যাকের লভ্যাংশ ঘোষণা
সোমবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে।
এর আগে রবিবার (১৬ সেপ্টেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ৩০ ডিসেম্বর বিকেল ৪টায় হাইব্রিড প্ল্যাটফর্মে। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৬৭ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৪৫ টাকা।
এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।
ঢাকা/এনটি/ফিরোজ