রাত ১২টা বাজতেই দেশের ফুটবলের ফ্যান পেজগুলোতে শুভেচ্ছা–বৃষ্টি। বাংলাদেশ দলের ফুটবলাররা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মুহূর্তে তোলা ছবি দিয়ে জানাচ্ছেন শুভকামনা। সতীর্থ আর সমর্থকদের এই শুভেচ্ছা ও শুভকামনা হামজা চৌধুরীর জন্মদিনের জন্য। আজ ১ অক্টোবর হামজার ২৮তম জন্মদিন। বাংলাদেশের লাল–সবুজ জার্সি গায়ে চড়ানোর পর এবারই প্রথম।
লেস্টার সিটিতে খেলা এই ফুটবলারকে ঘিরে দেশের ফুটবলাঙ্গনে যখন শুভেচ্ছা–শুভকামনার ঢেউ, তখন ইংল্যান্ডে থাকা হামজার দিনটি কাটছে কেমন আবহে? জানতে চাইলে হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী ইংল্যান্ড থেকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আসলে আমরা তো জন্মদিন ওভাবে পালন করি না। উইশ করা হয় আর উপহার দেওয়া হয়। ওই রকম জাঁকজমকভাবে কিছু করছি না।’
১৯৯৭ সালের ১ অক্টোবর ইংল্যান্ডের লাফবরোতে জন্ম হামজার। আনুষ্ঠানিকভাবে ফুটবল শেখার শুরু সাত বছর বয়সে লেস্টার সিটির একাডেমিতে যোগ দেওয়ার মাধ্যমে। অল্প সময়েই ডিফেন্সিভ মিডফিল্ডে নিজের অবস্থান তৈরি করে নেন।
শক্তিশালী ট্যাকল, প্রতিপক্ষের আক্রমণ ভাঙার দক্ষতা এবং পরিশ্রম করার মানসিকতা তাঁকে বয়সভিত্তিক ফুটবলে দ্রুত এগিয়ে দেয়। লেস্টারের কোচরা হামজাকে ‘টাফ মিডফিল্ডার’ হিসেবে দেখতেন, যে কিনা প্রতিপক্ষের খেলা নষ্ট করতে দক্ষ।
হামজা চৌধুরী এখন লেস্টার সিটির হয়ে খেলছেন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ টবল
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।