শেষ ওভারের রোমাঞ্চে খুলনার ৩ রানের জয়
Published: 1st, October 2025 GMT
জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে আজ বুধবার (০১ অক্টোবর) মাত্র ৩ রানের রুদ্ধশ্বাস জয়ে রংপুরকে হারাল খুলনা বিভাগ। রোমাঞ্চে ভরপুর এই ম্যাচে শেষ ওভার পর্যন্ত দোলাচলে থেকেও শেষ হাসি হাসল খুলনা। দলের জয়ের নায়ক জিয়াউর রহমান পান ম্যাচসেরার পুরস্কার।
প্রথমে ব্যাট করতে নেমে ধীরগতির শুরু করে খুলনা। ওপেনার এনামুল হক বিজয় ও ইমরানউজ্জামান মিলে ৪৩ রানের উদ্বোধনী জুটি গড়েন। তবে ইমরান ২৫ বলে ১৭ রানের ইনিংস খেলেই বিদায় নেন। আফিফ হোসেনও দ্রুত আউট হয়ে ফেরেন মাত্র ৫ রানে। ওপেনার বিজয় ৩৪ বলে ৩৫ রান করলেও ইনিংস বড় করতে পারেননি।
আরো পড়ুন:
অনায়াস জয়ে রাজশাহীকে হারাল চট্টগ্রাম
আলাউদ্দিনের ফাইফার, অনিকের ছোট্ট ক্যামিও
মাঝে অধিনায়ক মোহাম্মদ মিথুনের ব্যাট থেকে আসে ১৭ বলে ২৫ রান। তবে আসল মোড় ঘুরে যায় শেষ দিকে। নাহিদুল ইসলাম অপরাজিত থাকেন ১৮ বলে ২০ রান করে। আর অভিজ্ঞ জিয়াউর রহমান খেলেন চোখধাঁধানো ইনিংস। ২২৫ স্ট্রাইক রেটে মাত্র ১৬ বলে চারটি ছক্কা হাঁকিয়ে ৩৬ রানের ঝড়ো ক্যামিওতে তিনি দলের সংগ্রহ দাঁড় করান ২০ ওভারে ৪ উইকেটে ১৪৯ এ।
বল হাতে রংপুরের মো.
জবাবে রান তাড়ায় নেমে রংপুরের শুরুটা মন্দ হয়নি। ওপেনার তানবীর হায়দার অবিচল থেকে ৪৭ বলে খেলেন অপরাজিত ৬০ রানের ইনিংস। তবে মাঝের সারিতে ধস নামায় ম্যাচ হাতছাড়া হয় তাদের। অনিক সরকার ২৩ বলে ২৮ রান করে জিয়ার শিকার হলে ম্যাচের মোড় ঘুরে যায়। অধিনায়ক আকবর আলী ২০ বলে ১৯ আর নাঈম ইসলাম ৭ বলে ১১ রান করলেও জয়ের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয় দল।
শেষ ওভারে রংপুরের দরকার ছিল ১৩ রান। কিন্তু খুলনার বোলারদের শৃঙ্খলিত বোলিংয়ে তারা তুলতে পারে মাত্র ৯ রান। ফলে ১৪৬ রানে থেমে যায় তাদের ইনিংস, খুলনা পায় শ্বাসরুদ্ধকর ৩ রানের জয়।
বল হাতে খুলনার রবিউল হক ৩ ওভারে ৩২ রান দিয়ে ৩টি উইকেট নেন। ব্যাট হাতে অপরাজিত ৩৬ ও বল হাতে ৩ ওভারে ১৯ রানে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হন খুলনার জিয়াউর রহমান।
এই জয়ে ৪ ম্যাচের ২টিতে জিতে, ১টিতে হেরে ও ১টিতে পয়েন্ট ভাগাভাগি করে ৫ পয়েন্ট নিয়ে খুলনা আছে টেবিলের তৃতীয় স্থানে। সমান ম্যাচ থেকে ৭ পয়েন্ট করে নিয়ে ঢাকা বিভাগ শীর্ষে ও চট্টগ্রাম বিভাগ আছে দ্বিতীয় স্থানে।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ন কর উইক ট
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।