হলান্ডের জোড়া গোল তবু মোনাকোয় আটকে গেল সিটি, আর্সেনালের জয়
Published: 2nd, October 2025 GMT
পিএসজির জয়ের দিনে শেষ হাসি হাসতে পারেনি সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল খেয়ে মোনাকোর সঙ্গে ২–২ গোলে ড্র করেছে পেপ গার্দিওলার দল। তবে এদিন দুই ইংলিশ ক্লাব আর্সেনাল ও নিউক্যাসল। জয় পেয়েছে নাপোলি ও বরুসিয়া ডর্টমুন্ডও।
হলান্ডের জোড়া গোল তবু..মোনাকোর মাঠে দুবার ম্যানচেস্টার সিটিকে এগিয়ে দিয়েছিলেন আর্লিং হলান্ড। প্রথমবার ১৪ মিনিটে, দ্বিতীয়বার ৪৪ মিনিটে। তবে প্রথমবার সিটি এগিয়ে থাকতে পেরেছিল মাত্র ৪ মিনিট। লিগ আঁ ক্লাব মোনাকো সমতায় ফেরে জর্ডান তেজের গোল। প্রথমার্ধে পিছিয়ে পড়া মোনাকো দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের সুযোগ পায়। তবে মাগনেস আকলিয়ুচের শট কর্নারের বিনিময়ে বাঁচিয়ে দেন জিয়ানলুইজি দোন্নারুম্মা। ম্যাচের শেষ মুহূর্তে নিকো গঞ্জালেজ এরিক ডায়ারের মাথায় পা লাগালে ভিএআর দেখে পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ইংলিশ তারকা।
আর্সেনালের দুইয়ে দুইঘরের মাঠে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসকে ২–০ গোলে হারিয়েছে টানা দ্বিতীয় জয় পেয়েছেন আর্সেনাল। প্রথম ম্যাচে বদলি নেমে গোল পাওয়া গ্যাব্রিয়েল মার্তিনেল্লি আজ গানারদের ১২ মিনিটেই গোল এনে দেন। শুরু থেকেই চাপিয়ে খেলতে থাকা আর্সেনাল দ্বিতীয় গোলটি পেয়েছে যোগ করা সময়ে। বদলটি নেমে আর্সেনালের জয় নিশ্চিত করা গোলটি করেছেন বুকায়ো সাকা।
হইলুন্দ–ডি ব্রুইনায় নাপোলির জয়নাপোলির দ্বিতীয় গোলের পর রাসমুস হইলুন্দকে আলিঙ্গনে বাঁধলেন কেভিন ডি ব্রুইনা (বাঁয়ে).উৎস: Prothomalo
কীওয়ার্ড: আর স ন ল
এছাড়াও পড়ুন:
বাংলাদেশে প্রথমবারের মতো স্টেডিয়াম আলট্রা-রান
বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে স্টেডিয়ামভিত্তিক আলট্রা-রান প্রতিযোগিতা, আয়োজন করতে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন কোস্টাল আলট্রা বাংলাদেশ। ‘ঢাকা স্টেডিয়াম রান ২০২৫’ নামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে।
কোস্টাল আলট্রা বাংলাদেশ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ইভেন্ট আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। কোস্টাল আলট্রা বাংলাদেশ এ বছর ফেব্রুয়ারিতে কক্সবাজার মেরিন ড্রাইভে দেশের ইতিহাসে দীর্ঘতম দূরত্বের আলট্রা-ম্যারাথন আয়োজন করেছিল। সেই প্রতিযোগিতায় ৫০ কিলোমিটার থেকে শুরু করে ২০০ কিলোমিটার—চার ক্যাটাগরিতে দেশি–বিদেশি প্রায় ৪০০ দৌড়বিদ অংশ নেন।
আলট্রা-রান মূলত ম্যারাথনের প্রচলিত ৪২.১৯৫ কিলোমিটারের চেয়ে বেশি দূরত্বের দৌড়। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের নানা দেশে এ ধরনের দৌড়ের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। তবে স্টেডিয়াম আলট্রা-রান একটু আলাদা, এখানে নির্দিষ্ট দূরত্ব নয়; বরং নির্দিষ্ট সময় ধরে দৌড়াতে হয়। নির্দিষ্ট সময়ে কে কত দূর দৌড়াতে পারেন, সেই হিসাবেই নির্ধারিত হন বিজয়ী।
আয়োজকেরা জানিয়েছেন, ‘ঢাকা স্টেডিয়াম রান ২০২৫’–এ থাকছে সময়ভিত্তিক চার ক্যাটাগরি ৩৬ ঘণ্টা, ২৪ ঘণ্টা, ১২ ঘণ্টা ও ৬ ঘণ্টা। আন্তর্জাতিক মান পূরণ সাপেক্ষে দেশি–বিদেশি প্রায় ৪০০ দৌড়বিদ এ প্রতিযোগিতায় অংশ নেবেন বলে জানানো হয়েছে। দৌড়বিদদের সহায়তায় কাজ করবেন প্রায় ২০০ স্বেচ্ছাসেবক।
ইভেন্টে অংশগ্রহণের জন্য আবেদন গ্রহণ শুরু হবে ১৬ নভেম্বর রাত ৮টা থেকে। বাছাইপ্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত দৌড়বিদেরাই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। আবেদন করা যাবে সংগঠনটির ওয়েবসাইটে: coastalultra.com