অগ্নিকাণ্ডে জামায়াতের অফিসসহ ১০ দোকান ভস্ম
Published: 4th, October 2025 GMT
বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের সেনেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে জামায়াতে ইসলামীর ইউনয়নের অস্থায়ী কার্যালয়সহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আরো পড়ুন:
শর্টসার্কিটের আগুনে পুড়ে গেছে দোকান, দিশেহারা বাবু
চাঁদপুরে পুড়িয়ে দেওয়া সেই নারীর মৃত্যু, অভিযুক্তের বাড়িতে আগুন
সেনেরহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম খান জানিয়েছেন, ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাজারে অবস্থিত জামায়াতে ইসলামীর শোলক ইউনিয়ন শাখার অস্থায়ী কার্যালয়, কাওছার সিকদারের খাবার ও চায়ের দোকান, আব্দুল হাকিম বেপারীর ফার্মেসী, জহিরুল ইসলাম খানের ইলেকট্রনিক্সের দোকান পুড়ে যায়।
এছাড়া মাহফুজুর রহমান খানের কাপড় ও জুতার দোকান, রুবেল হাওলাদারের ইলেকট্রনিক্সের দোকান, নুরুল হক হাওলাদারের পান সুপারির দোকান, হানিফ বেপারীর হার্ডওয়ারের দোকানসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
উজিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ আব্দুর রশিদ বলেন, “খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।”
তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে।”
ঢাকা/পলাশ/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আগ ন ইসল ম
এছাড়াও পড়ুন:
৫২ সিনেমা আয় করেছে ১ লাখ ৮০ হাজার কোটি টাকা...
তাঁকে এখন বক্স অফিসের রানী বলাই যায়। কারণ, তাঁর অভিনীত সিনেমাগুলো বক্স অফিসে যা আয় করেছে তার ধারেকাছে নেই অন্য কোনো তারকা। চলতি বছর ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’ দিয়ে নিজের ক্যারিয়ারকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেছেন। এই অভিনেত্রী আর কেউ নন, স্কারলেট জোহানসন। আজ ২২ নভেম্বর, অভিনেত্রীর জন্মদিন। এ উপলক্ষে জেনে নেওয়া যাক তাঁর বক্স অফিসের রানী হয়ে ওঠার গল্প।
শুরুর গল্প
১৯৮৪ সালের ২২ নভেম্বর নিউইয়র্কের ম্যানহাটানে জন্ম স্কারলেট জোহানসনের। ছোটবেলায় তাঁর আগ্রহ ছিল নাচে, বিভিন্ন জায়গায় নাচের তালিম নিয়েছেন। এরপর শিশুশিল্পী হিসেবে কাজ করা শুরু করেন টেলিভিশনের বিভিন্ন প্রকল্পে। মাত্র ৯ বছর বয়সে ‘লেট নাইট উইথ কোনান ওব্রায়ান’–এর একটি পর্বে দেখা যায় তাঁকে। এটিই ছিল তাঁর প্রথম উপার্জন। এর পরের বছরগুলোতে শিশুশিল্পী হিসেবে নিয়মিত কাজ করতে থাকেন। বড় হওয়ার পর ২০০৩ সালে দুই সিনেমা—‘লস্ট ইন ট্রান্সলেশন’ ও ‘গার্ল উইথ আ পাল এয়াররিং’–এ দেখা যায় গুরুত্বপূর্ণ চরিত্রে। সেই শুরু, এরপর গত ২২ বছরে তাঁকে দেখা গেছে ভিন্নধর্মী বিভিন্ন প্রকল্পে। দর্শক থেকে সমালোচক—সবার কাছেই স্কারলেট জোহানসন হয়ে উঠেছেন সমীহ–জাগানিয়া এক নাম।