অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফ্রি অনলাইন কোর্স, ঘরে বসেই শিখুন নতুন দক্ষতা
Published: 5th, October 2025 GMT
যে শিক্ষাপ্রতিষ্ঠানের মান ও সুনাম যত বেশি, সেই প্রতিষ্ঠানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ তত বেশি। তবে ইচ্ছা থাকলেও কাঙ্ক্ষিত সময়ে প্রত্যাশিত ডিগ্রি সেই উচ্চশিক্ষার প্রতিষ্ঠান থেকে অর্জন করতে পারেন না অধিকাংশ আগ্রহী শিক্ষার্থী। এ ক্ষেত্রে সমাধান হতে পারে অনলাইনে পড়াশোনা। অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড, স্ট্যানফোর্ডের মতো সেরা বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে কোর্স করার সুযোগ মেলে এ সুযোগ পাল্টে দিতে পারে আগ্রহী শিক্ষার্থী–পেশাজীবীর জীবনের গল্প। অনলাইনভিত্তিক এসব কোর্স কর্মজীবীদের জন্য সময়োপযোগীও বটে।
এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দিচ্ছে সেই সুযোগ। অনলাইনে ছাত্রছাত্রীদের শিক্ষা সেবা দিচ্ছে বিশ্বের অন্যতম সেরা এই উচ্চশিক্ষার প্রতিষ্ঠানটি। যাঁরা ঘরে বসেই নিজের দক্ষতা বাড়াতে ও নতুন বিষয়ে শেখার সুযোগ খুঁজছেন, তাঁদের জন্য দারুণ সুযোগ এনে দিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব অক্সফোর্ড। ২০২৫ সালে বিশ্ববিদ্যালয়টি ২০টির বেশি ফ্রি অনলাইন কোর্স চালু করেছে, যেখানে বিশ্বের যেকোনো প্রান্তের শিক্ষার্থী অংশ নিতে পারবেন। বিশ্বের যেকোনো দেশ থেকেই আবেদন করা যাবে, সার্টিফিকেটও পাওয়া যাবে অল্প খরচে।
ঘরে বসেই শেখা, নেই অর্থের চিন্তা
অক্সফোর্ডের এই অনলাইন কোর্সগুলো edX প্ল্যাটফর্মের মাধ্যমে পাওয়া যাবে। শেখানো হবে বিশ্বের শীর্ষ শিক্ষক ও বিশেষজ্ঞদের কাছ থেকে। অংশগ্রহণকারীরা ঘরে বসেই কোর্স সম্পন্ন করতে পারবেন—অর্থাৎ বিদেশে না গিয়েও অক্সফোর্ডের শিক্ষা এখন হাতের নাগালে।
এই কোর্সগুলো নিজের সময়ে শেখা সম্ভব। বেশির ভাগ কোর্সের কোনো পূর্ব শিক্ষাগত যোগ্যতা বা শর্ত নেই। এমনকি শিক্ষার্থীরা চাইলে বিনা খরচে অংশ নিতে পারবেন। সার্টিফিকেট পেতে চাইলে কেবল একটি সামান্য ফি দিতে হবে।
অক্সফোর্ডের অনলাইন কোর্সগুলোতে আবেদনে কোনো বয়সসীমা নেই। সার্টিফিকেট চাইলে নির্ধারিত ফি দিতে হবে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ বব দ য ল ব শ বব দ য
এছাড়াও পড়ুন:
ইউক্রেনের যাত্রীবাহী দুই ট্রেনে রাশিয়ার হামলায় একজন নিহত, আহত ৩০
ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সুমি এলাকার একটি স্টেশনে যাত্রীবাহী দুটি ট্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। এতে একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।
কয়েক বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে প্রায়ই ইউক্রেনের রেল স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু বানিয়ে আসছে রাশিয়া।
সুমির শোসস্তকা রেলস্টেশনে গতকাল শনিবারের হামলায় ৩০ জন আহত হওয়ার কথা নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি এ হামলাকে ‘বর্বর’ বলে মন্তব্য করেছেন।
জেলেনস্কি বলেন, বেসামরিক মানুষের ওপর যে হামলা হচ্ছে, এটা রুশদের অজানা নয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট গতকাল যখন এমন প্রতিক্রিয়া জানান, তখনো ট্রেনে রুশ হামলার ঘটনায় কেউ মারা যাননি। এর কয়েক ঘণ্টা পর ৭১ বছর বয়সী এক পুরুষ মারা যান বলে জানান স্থানীয় প্রসিকিউটররা। হামলায় ক্ষতিগ্রস্ত একটি বগির ভেতরে তাঁর মরদেহ পাওয়া যায়।
ঘটনাস্থল ইউক্রেন–রাশিয়া সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার বা ৩০ মাইল ভেতরে।
আরও পড়ুনইউক্রেন নিয়ে ট্রাম্পের সুর বদল, পাল্টা জবাব মস্কোর২৪ সেপ্টেম্বর ২০২৫সুমির ভারপ্রাপ্ত মেয়র আরতেম কোবজার টেলিগ্রাম অ্যাপে লেখেন, আহত ব্যক্তিরা ট্রেনের যাত্রী ছিলেন। এ ঘটনায় উদ্ধারকাজ চলছে।
আঞ্চলিক গভর্নর ওলেহ হারিহোরোভ ক্ষতিগ্রস্ত একটি যাত্রীবাহী বগির ছবি পোস্ট করেছেন।
আরও পড়ুনইউক্রেনে এক রাতে ৫৯৫ ড্রোন ও ৪৮ ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার২৮ সেপ্টেম্বর ২০২৫