Prothomalo:
2025-11-10@04:48:10 GMT

ডিভাইন কমেডি

Published: 5th, October 2025 GMT

ভেবেছি, জীবন হবে সুন্দরের ডিভাইন কমেডি
ইনফের্নো হয়ে পারাদিসো...থাকব অনন্তকাল, হারানো প্রেমের কাছাকাছি!
তারপর এখন আবার, আটকে পড়েছে এসে ইনফের্নোয় অগ্নিধারাস্রোত,
বেয়াত্রিচে ডাকে—এসো প্রেম: বেন মিয়ো সোনা...
আমি তার ডাকের ওপারে রয়ে যাই, স্তব্ধাহত
পারি না বলতে তাই, হে আমার লেডি: লা মিয়া দোনা।

ভাবি মনে মনে, অদৃষ্ট রচেছে এই আত্মবোধ
মুক্তিবেগ রয়ে যায় দূরাহত, আগুন হতেছে শুধু ছাই।
জীবনের কিছু ছায়া আর কিছু বাস্তবতা রচনা করেছে এই অগ্নি ক্যাসকেড
মৃত্যুতে মরে না কেউ যদি সে না পরে এই অগ্নির বেশ।
আমাদের জীবন যেন মুত্যুর ডিভাইন কমেডি
অগ্নিদগ্ধে জ্বলে ইনফের্নো, হাসে শুধু স্যুররিয়াল হাসি!

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে প্রতিপক্ষের গুলিতে আরিফ মির (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন নিহতের চাচাতো ভাই ইমরান। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে। 

আরো পড়ুন:

কাটা গলা নিয়ে রিকশাচালিয়ে ৩ কিলোমিটার, হাসপাতালে মৃত্যু

বগুড়ায় অটোরিকশা চালক হত্যায় জ‌ড়িত ২ জন গ্রেপ্তার

নিহতের স্ত্রী পারুল বেগম ও এলাকাবাসী জানান, এলাকায় আধিপত্য নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি ওহিদ মোল্লার অনুসারী শাহ কামাল গ্রুপের সঙ্গে ইউনিয়ন বিএনপি সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেনের অনুসারী নিহত আরিফ গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ সকালে আরিফ ও ইমরান বাড়ির সামনে গেলে শাহ কামালের নেতৃত্বে একদল ব্যক্তি তাদের ওপর হামলা চালায় ও গুলিবর্ষণ করে। গুলিবিদ্ধ অবস্থায় আরিফ ও ইমরানকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। 

জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। যে ঘটনাটি ঘটেছে তা তাদের নিজেদের বিষয়। এর দায়ভার বিএনপি নেবে না।”

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন জানান, দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনেন স্থানীয়রা। তাদের মধ্যে আরিফ হাসপাতালে আনার আগেই মারা যান। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ