নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে আয়োজিত উদ্যোক্ত সম্মেলন অনুষ্ঠানে যোগ দিয়ে ছাত্রদল নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠান চলাকালে ছাত্রদল নেতাকর্মীদের তোপের মুখে অনুষ্ঠান থেকে বেরিয়ে যেতে বাধ্য হন তিনি। পরে ছাত্রদলের কর্মীরা পুরো সম্মেলনটিই বন্ধ করে দেয়।
এদিন তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) এর উদ্যোগে উদ্যোক্তা সম্মেলন ২০২৫ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতা মোহাম্মদ হাতেম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 
হাতেমের বক্তব্য শেষে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি আইবিডব্লিউএফ এর প্রেসিডেন্ট মুহাম্মদ শহীদুল ইসলাম। বক্তব্য চলাকালে অনুষ্ঠানের হল রুমে এসে তোলারাম কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দরা হাতেমকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তাকে বের করে দেয়। পরে শিক্ষার্থীরা একটি মিছিলও বের করেন ক্যাম্পাসে।

সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়ার নেতৃত্বে হাতেমের বিরুদ্ধে এ মিছিলে আরও উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আশিকুজ্জামান অনু, জ্যেষ্ঠ সহসভাপতি ইমাম হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, শিক্ষার্থী তুহিন আহমেদ, সজিব দাস, অলক কান্তি দাস প্রমুখ।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর’ উল্লেখ করে স্লোগান দিতে থাকেন। কিছুক্ষণ পর হাতেম অনুষ্ঠানস্থল থেকে উঠে চলে যান।

এদিকে মোহাম্মদ হাতেম এই ঘটনার জন্য লোকাল বা স্থানীয় স্বার্থান্বেষী কোনো মহলকে দায়ী করেন, যাদের স্বার্থ হাসিল হয়নি। তিনি বলেন, “ যে ছেলে করেছে সে আমার ব্যাপারে জানলে কোনোভাবেই করাতো না।’

এর আগে গত ৪ নভেম্বর শিক্ষার মানোন্নয়ন নিয়ে শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসনের এক অনুষ্ঠানেও তোপের মুখে পড়েন মোহাম্মদ হাতেম। ওইদিন হাতেমকে ‘গণঅভ্যুত্থানের শত্রু’ উল্লেখ করে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন। তাকে অনুষ্ঠানে অতিথি করা নিয়েও উষ্মা প্রকাশ করেন এনসিপির এই নেতা।

ওই অনুষ্ঠানে আল আমিন বলেন, “এখানে মঞ্চে ছাত্রদের নানা পরামর্শ দিতে দেখলাম এমন একজন ব্যক্তিকে যিনি জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার সভায় কীভাবে ছাত্রদের আন্দোলন দমন করতে হবে সেই অনুরোধ করেছিলেন। গণঅভ্যুত্থানের শত্রু এই ধরনের ব্যক্তি যারা ওসমান পরিবারের দালালি করেছেন তাদেরকে কেবল একটা পদের কারণে স্পেস দিতে পারি না।”

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব শোয়াইব আহমাদ খান।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ম হ ম মদ হ ত ম ত ল র ম কল জ ছ ত রদল র অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

শিল্প-শিক্ষা সংযোগ জোরদারে আইএসইউতে এসআইসিআইপি ক্যারিয়ার সেশন

টেক্সটাইল ও পোশাক শিল্পে পেশাদারিত্ব বিকাশ এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) অনুষ্ঠিত হলো কর্মজীবনের পরামর্শ কর্মসূচি।

রবিবার (৯ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ পরিচালক ও ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মজুমদার আরিফুর রহমান।

এটি ছিল বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তত্ত্বাবধানে, সরকারের অর্থ মন্ত্রণালয় এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে আয়োজিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)। কর্মসূচিটির লক্ষ্য ছিল টেক্সটাইল খাতে শিক্ষার্থীদের জন্য কর্মজীবনের পরিকল্পনা ও চাকরি পাওয়ার সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান।

মূল প্রবন্ধে বর্তমান শিল্প পরিস্থিতি এবং কর্মজীবনের বিকাশ বিষয় তুলে ধরেন পেপকো গ্লোবাল সোর্সিং ফুলি সান চায়না লিমিটেডের সিনিয়র মানবসম্পদ ব্যবস্থাপক (বাংলাদেশ ও ভারত) আসিফ হাসান রেহান। তিনি শিক্ষার্থীদের বিশ্বমানের যোগাযোগ দক্ষতা, প্রযুক্তি বিষয়ে পারদর্শিতা ও ব্যবসায়িক জ্ঞান অর্জনের গুরুত্বের ওপর গুরুত্ব দেন।

বক্তারা শিক্ষার্থীদের সতর্ক করে বলেন, “শুধু ডিগ্রি অর্জন যথেষ্ট নয়, দক্ষতা অর্জন ও আত্মবিশ্বাসী হওয়াও সমান গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের কর্মবাজারে নিজেকে প্রস্তুত রাখার জন্য নিয়মিত শেখার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়। এছাড়া, যারা দক্ষ তারা শুধু চাকরির দিকে মনোযোগ দিবে না,  উদ্যোক্তা হওয়ার চিন্তাও করতে হবে। শৃঙ্খলা, কঠোর পরিশ্রম এবং চাকরির বাজারে সংযোগের বিকল্প নেই।” 

আইএসইউ'র ট্রেজারার অধ্যাপক এইচ টি এম কাদের নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. আবুল কাসেম। পিনাক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএসইউ রেজিস্ট্রার মো:. ফাইজুল্লাহ কৌশিক, এসআইসিআইপি-বিজিএমইএ প্রধান সমন্বয়ক মুনির চৌধুরী, সমন্বয়ক মো. আশফাকুর রহমান রাজিবসহ প্রায় ১০০ প্রশিক্ষণার্থী।

এই ক্যারিয়ার সেশন শিক্ষার্থীদের জন্য শিল্প ও শিক্ষার সংযোগ জোরদার করতে, তাদের কর্মজীবনের প্রস্তুতি ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা মনে করছেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী
  • বাংলাদেশ থেকে ফ্যাশনেবল পোশাক আমদানি বাড়াতে চায় জাপান
  • আওয়ামী লীগ এখন বাংলাদেশে অপ্রাসঙ্গিক : হাসনাত আব্দুল্লাহ
  • এলডিসি উত্তরণ ৩ বছর পিছিয়ে দেওয়ার অনুরোধ ব্যবসায়ীদের
  • শ্রম অধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করবে আরএসসি, সায় দিচ্ছে না বিজিএমইএ
  • রাজনীতিতে নতুনভাবে জবরদস্তির প্রবণতা দেখা যাচ্ছে: সাইফুল
  • শিল্প-শিক্ষা সংযোগ জোরদারে আইএসইউতে এসআইসিআইপি ক্যারিয়ার সেশন
  • তফসিলের আগে গণভোট করার কোন বাস্তবতা নাই: নুর