অভিনেতা চঞ্চল চৌধুরীর ছেলে শুদ্ধ স্কুল থেকে দেশের বাইরে শিক্ষাসফরে গিয়েছিল। এই প্রথম মা-বাবাকে ছেড়ে বিদেশে গিয়েছে সে। দেশে ফেরার পর তাই আবেগপ্রবণ হয়ে পড়েছেন চঞ্চল চৌধুরী। স্ত্রী ও সন্তানের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন মনের কথা।

নিজের পোস্টে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘আমাদের ছোট্ট ছেলে শুদ্ধ স্কুল থেকে শিক্ষাসফরে দেশের বাইরে গিয়েছিল। জন্মের পর থেকে এই প্রথম বাবা–মাকে ছেড়ে একা একা বিদেশ–বিভুঁইয়ে কাটিয়ে আসা ১০টা দিন আমাদের কাছে ১০ বছরের মতো লাগছিল।

চঞ্চল চৌধুরী। কবির হোসেন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

৫২ সিনেমা আয় করেছে ১ লাখ ৮০ হাজার কোটি টাকা...

তাঁকে এখন বক্স অফিসের রানী বলাই যায়। কারণ, তাঁর অভিনীত সিনেমাগুলো বক্স অফিসে যা আয় করেছে তার ধারেকাছে নেই অন্য কোনো তারকা। চলতি বছর ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’ দিয়ে নিজের ক্যারিয়ারকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেছেন। এই অভিনেত্রী আর কেউ নন, স্কারলেট জোহানসন। আজ ২২ নভেম্বর, অভিনেত্রীর জন্মদিন। এ উপলক্ষে জেনে নেওয়া যাক তাঁর বক্স অফিসের রানী হয়ে ওঠার গল্প।

শুরুর গল্প
১৯৮৪ সালের ২২ নভেম্বর নিউইয়র্কের ম্যানহাটানে জন্ম স্কারলেট জোহানসনের। ছোটবেলায় তাঁর আগ্রহ ছিল নাচে, বিভিন্ন জায়গায় নাচের তালিম নিয়েছেন। এরপর শিশুশিল্পী হিসেবে কাজ করা শুরু করেন টেলিভিশনের বিভিন্ন প্রকল্পে। মাত্র ৯ বছর বয়সে ‘লেট নাইট উইথ কোনান ওব্রায়ান’–এর একটি পর্বে দেখা যায় তাঁকে। এটিই ছিল তাঁর প্রথম উপার্জন। এর পরের বছরগুলোতে শিশুশিল্পী হিসেবে নিয়মিত কাজ করতে থাকেন। বড় হওয়ার পর ২০০৩ সালে দুই সিনেমা—‘লস্ট ইন ট্রান্সলেশন’ ও ‘গার্ল উইথ আ পাল এয়াররিং’–এ দেখা যায় গুরুত্বপূর্ণ চরিত্রে। সেই শুরু, এরপর গত ২২ বছরে তাঁকে দেখা গেছে ভিন্নধর্মী বিভিন্ন প্রকল্পে। দর্শক থেকে সমালোচক—সবার কাছেই স্কারলেট জোহানসন হয়ে উঠেছেন সমীহ–জাগানিয়া এক নাম।

স্কারলেট জোহানসন

সম্পর্কিত নিবন্ধ