বন্দরে দোয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে গিয়ে র্দূঘটনা ঘটেছে।  এ ঘটনায়  কোন প্রানহানীর  খবর পাওয়া না গেলেও কমপক্ষে ৮/১০ জন নারী/ পুরুষ গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে । স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে।

তবে এ ঘটনায়   আহতদের নাম পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের জাঙ্গাল মালিবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে। র্দূঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ  ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট  দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান অব্যহত রেখেছে ।

প্রত্যেক্ষদৃশিরা জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সোনারগাঁও থেকে ঢাকাগামী দোয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস যাত্রী নিয়ে বেপরোয়া ভাবে চালিয়ে যাওয়ার সময় বন্দর থানার জাঙ্গালস্থ মালিবাগ এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে খাদে পরে যায়। এতে করে বেশ কয়েকজন নারী/ পুরুষ যাত্রী গুরুতর আহত হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি ওয়াহিদ র্মোশেদ জানিয়েছে, র্দূঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ  দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার অভিযান অব্যহত রেখেছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত তথ্য  পরে জানানো হবে।  
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ন র য়ণগঞ জ উদ ধ র খবর প

এছাড়াও পড়ুন:

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত, আহত ১০

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা আড়াইটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাড়কের বাংড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

বাসের ধাক্কায় জাবি শিক্ষার্থী আহত, ৫০ হাজার টাকা জরিমানা

ঝালকাঠিতে বাসচাপায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

নিহতরা হলেন, কালিহাতীর কোনাবাড়ী এলাকার জহের আলী (৪৫) ও বানিয়াফৈর এলাকার মুক্তার আলী (৪২)।

এছাড়া আহতদের মধ্যে বানিফৈর এলাকার করিমের ছেলে উজ্জল (৩০), ফজল (৫০), জয়নাল আবেদীনের ছেলে মফিজ (৪৫), মৃত খলিলের ছেলে সোলাইমান (২২) অন্যতম। বাকি আহতদের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিক কালাম মিয়া জানান, নির্মাণ শ্রমিকরা ঘুনি সালেঙ্গা এলাকায় ঢালাইয়ের কাজ শেষে পিকআপ ভ্যানযোগে এলেঙ্গার দিকে যাচ্ছিলেন। অপরদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা শ্রমিকরা সড়কে পড়ে যান। পিকআপের ডানপাশের শ্রমিকরা বেশি আঘান পান। 

দুর্ঘটনার পর স্থানীয়রা অন্তত ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এর মধ্যে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এছাড়াও দুইজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এএস আলমগীর হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা/কাওছার/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • ভারতে ভূমিধসে বাস চাপায় ১৮ জনের মৃত্যু
  • যাত্রী বহনে রাজি না হওয়ায় বাবা-ছেলেকে কুপিয়ে জখম
  • মেঘনা নদীতে পুলিশ-নৌ চাঁদাবাজ গোলাগুলি : তিন পুলিশসহ আহত ৫ 
  • মেঘনা নদীতে পুলিশের সাথে নৌ চাঁদাবাজদের গোলাগুলি, সংঘর্ষ : তিন পুলিশসহ আহত ৫ 
  • টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত, আহত ১০