বন্দরে দোয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে গিয়ে র্দূঘটনা ঘটেছে।  এ ঘটনায়  কোন প্রানহানীর  খবর পাওয়া না গেলেও কমপক্ষে ৮/১০ জন নারী/ পুরুষ গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে । স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে।

তবে এ ঘটনায়   আহতদের নাম পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের জাঙ্গাল মালিবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে। র্দূঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ  ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট  দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান অব্যহত রেখেছে ।

প্রত্যেক্ষদৃশিরা জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সোনারগাঁও থেকে ঢাকাগামী দোয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস যাত্রী নিয়ে বেপরোয়া ভাবে চালিয়ে যাওয়ার সময় বন্দর থানার জাঙ্গালস্থ মালিবাগ এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে খাদে পরে যায়। এতে করে বেশ কয়েকজন নারী/ পুরুষ যাত্রী গুরুতর আহত হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি ওয়াহিদ র্মোশেদ জানিয়েছে, র্দূঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ  দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার অভিযান অব্যহত রেখেছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত তথ্য  পরে জানানো হবে।  
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ন র য়ণগঞ জ উদ ধ র খবর প

এছাড়াও পড়ুন:

ব্যানার টানানো নিয়ে তিতুমীর কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত তিন

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত তিন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের একজন কলেজের গণমাধ্যমকর্মী। পুলিশ এসব খবর জানিয়েছে। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, তিতুমীর কলেজ শাখা ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ব্যানার টানাচ্ছিলেন। কলেজের প্রধান ফটকে ব্যানার টানানোর সময় ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের বাধা দেন। এতে করে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে গড়ায়। সংঘর্ষের ভিডিও ধারণ করতে থাকা কলেজের গণমাধ্যমকর্মীরাও হামলার শিকার হন।

সংঘর্ষের বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার প্রথম আলোকে বলেন, ব্যানার টানানোকে কেন্দ্র করে তিতুমীর কলেজ ছাত্রদল ও ছাত্রশিবির এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পরিস্থিতি মোকাবিলায় সেখানে রাতেও পুলিশ মোতায়েন থাকবে।

সম্পর্কিত নিবন্ধ

  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১
  • ব্যানার টানানো নিয়ে তিতুমীর কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত তিন