লক্ষ্মীপুরের রামগঞ্জে ব্যবসায়ীর স্ত্রী ও কলেজপড়ুয়া মেয়েকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। তারা ঘর থেকে ৩০ ভরি স্বর্ণালংকার লুট করেছে বলে জানিয়েছেন নিহতের এক আত্মীয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম শ্রীরামপুর গ্রামে হত্যাকাণ্ডের শিকার হন তারা। 

আরো পড়ুন:

খুলনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

খুলনায় যুবককে অপহরণ: ৩ জন গ্রেপ্তার 

নিহতরা হলেন- রামগঞ্জের সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের জুলেখা বেগম (৫৫) এবং তার মেয়ে রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী তানহা মীম (১৯)।

সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিলুল হক বলেন, “কে বা কারা, কী কারণে মা-মেয়েকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে ওসি ঘটনাস্থলে যান। পিবিআই ফরেনসিক টিমও ঘটনাস্থলে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।”

স্থানীয়রা জানান, মিজান সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী। বাড়ির পুরুষরা সবাই বাজারে ছিলেন। বাড়িতে মিজানের স্ত্রী ও মেয়ে ছিল। এই সুযোগে সন্ত্রাসীরা বাসায় ঢুকে মা ও মেয়েকে গলা কেটে হত্যা করে। তারা বাসায় থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। বাজার থেকে পরিবারের সদস্যরা রাত ১০টার দিকে বাড়িতে গিয়ে মরদেহ বাসার দ্বিতীয় তলার মেঝেতে পড়ে থাকতে দেখেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। 

নিহতদের আত্মীয় সেলিম মিয়া জানান, মা-মেয়েকে গলা কেটে হত্যা করে সন্ত্রাসীরা পালিয়ে গেছে। ঘটনাটি খুব ভয়াবহ। তারা ৩০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারী জানান, তিনি ঘটনাস্থলে আছেন। স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ঘাতকরা। 

ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য অভ য গ স বর ণ ল ক র র মগঞ জ ব যবস

এছাড়াও পড়ুন:

নির্ধারিত সময়েই নির্বাচন: শারমীন এস মুরশিদ

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনকে সরকারের চেয়ে বেশি প্রস্তুতি নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকেও শক্তিশালী ভূমিকা রাখতে হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রংপুর মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ‘নারী-শিশুর সুরক্ষায়, জনতার কাতারে সরকার’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা আরও জানান, দেশের প্রতিটি অঞ্চলে জুলাই যোদ্ধাসহ অন্যান্য কমিটিকে সঙ্গে নিয়ে একযোগে নারী ও শিশু নির্যাতন দমনে কাজ করা হবে।

এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/আমিরুল//

সম্পর্কিত নিবন্ধ