Samakal:
2025-11-10@11:20:35 GMT

জানুয়ারিতে সড়কে নিহত ৬০৮ জন

Published: 5th, February 2025 GMT

জানুয়ারিতে সড়কে নিহত ৬০৮ জন

জানুয়ারি মাসে ৬২১ সড়ক দুর্ঘটনায় ৬০৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৭২ জন নারী ও শিশু ৮৪ জন। এ ছাড়া গত মাসে ২৭১টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৬৪ জন; যা মোট নিহতের ৪৩ দশমিক ৪২ শতাংশ। দুর্ঘটনায় পথচারী নিহত হয়েছেন ১৪৩ জন।

মঙ্গলবার প্রকাশিত রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, গত জানুয়ারি মাসে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় গড়ে নিহত হয়েছেন ১৯ দশমিক ৬১ জন। ঘন কুয়াশায় দুর্ঘটনা বেড়েছে। অধিকাংশ দুর্ঘটনার কারণ অতিরিক্ত গতির ফলে যানবাহনের নিয়ন্ত্রণ হারানো। তা নিয়ন্ত্রণে প্রযুক্তির মাধ্যমে নজরদারি ও চালকদের প্রশিক্ষণ প্রয়োজন।

জাতীয় দৈনিক, অনলাইন পোর্টাল এবং টিভি চ্যানেলের তথ্যের ভিত্তিতে তৈরি এ প্রতিবেদনে জানানো হয়েছে, গত মাসে ৪টি নৌ-দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। রেলপথে ২২ দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৬ জন।

পরিসংখ্যান অনুযায়ী, মোট নিহতের মধ্যে বাসের যাত্রী ২৮ জন, ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রাক্টর-ট্রলি আরোহী ৩৪ জন; ইজিবাইক, সিএনজি অটোরিকশা, অটোভ্যান, লেগুনার মতো তিন চাকার যানবাহনের যাত্রী ও চালক ৯০ জন ছিলেন।

ত্রুটিপূর্ণ যানবাহন; বেপরোয়া গতি; চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা; মহাসড়কে ধীর স্বল্পগতির যানবাহন, বেপরোয়া মোটরসাইকেল চালানো, চাঁদাবাজিসহ দুর্ঘটনার ১০ কারণ টিহ্নিত করা হয়েছে প্রতিবেদনে। দুর্ঘটনা রোধে এসব অনিয়ম রোধসহ ১০ দফা সুপারিশ করা হয়েছে।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন দ র ঘটন য়

এছাড়াও পড়ুন:

শরীয়তপুরে চিকন্দী আইনজীবী সমিতি ভবনে বোমা হামলা, প্রতিবাদে মানববন্ধন

শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী আইনজীবী সমিতি ভবন ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রুবায়েত আনোয়ার মনির মোল্লার চেম্বারে সামনে হাত বোমা হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (১০ নভেম্বর) রাত ২টার দিকে চিকন্দী আইনজীবী সমিতি ভবনের সামনে দুর্বৃত্তরা হামলা চালিয়ে একাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরো পড়ুন:

ববি শিক্ষকের বিরুদ্ধে ‘ভিত্তিহীন’ সংবাদ প্রচারের অভিযোগ শিক্ষার্থীদের

নান্দাইলের ইউএনও’র দুর্নীতি তদন্তের দাবিতে মানববন্ধন

পরে দুপুর সাড়ে ১২টার দিকে ওই ভবনের চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন চিকন্দী আইনজীবী সমিতির সদস্যরা।

এ সময় বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আগামী ১৩ নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশে যে আতঙ্ক ও অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, তারই অংশ হিসেবে শরীয়তপুরে চিকন্দি আইনজীবী সমিতির সামনে একাধিক হাতবোমা হামলার ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। এই ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

চিকন্দী আইনজীবী সমিতির সদস্য রুবায়েত আনোয়ার মনির মোল্লা বলেন, “নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে সারাদেশে যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে, শরীয়তপুরে এই বোমা হামলা তারই জঘন্য উদাহরণ। আইনজীবীদের নিরাপত্তা নিয়ে এমন পরিস্থিতি আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। প্রশাসনের দায়িত্ব ছিল নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু সেখানে ঘটেছে চরম ব্যর্থতা।”

তিনি বলেন, “আমাদের দাবি, দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে কেউ আর এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সাহস না পায়।”

এ বিষয়ে জানতে চাইলে জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, “গতকাল রাতে দুর্বৃত্তরা চিকন্দী পাড়ার এক আইনজীবীর চেম্বারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। বিষয়টি জানার পর চিকন্দী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায় এবং আলামত জব্দ করে। এই ঘটনায় যারা সংশ্লিষ্ট, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

তিনি বলেন, “আমরা খুব দ্রুতই আসামিদের আইনের আওতায় আনতে সক্ষম হব এবং তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”

ঢাকা/আকাশ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ