Samakal:
2025-10-03@04:01:04 GMT

জানুয়ারিতে সড়কে নিহত ৬০৮ জন

Published: 5th, February 2025 GMT

জানুয়ারিতে সড়কে নিহত ৬০৮ জন

জানুয়ারি মাসে ৬২১ সড়ক দুর্ঘটনায় ৬০৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৭২ জন নারী ও শিশু ৮৪ জন। এ ছাড়া গত মাসে ২৭১টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৬৪ জন; যা মোট নিহতের ৪৩ দশমিক ৪২ শতাংশ। দুর্ঘটনায় পথচারী নিহত হয়েছেন ১৪৩ জন।

মঙ্গলবার প্রকাশিত রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, গত জানুয়ারি মাসে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় গড়ে নিহত হয়েছেন ১৯ দশমিক ৬১ জন। ঘন কুয়াশায় দুর্ঘটনা বেড়েছে। অধিকাংশ দুর্ঘটনার কারণ অতিরিক্ত গতির ফলে যানবাহনের নিয়ন্ত্রণ হারানো। তা নিয়ন্ত্রণে প্রযুক্তির মাধ্যমে নজরদারি ও চালকদের প্রশিক্ষণ প্রয়োজন।

জাতীয় দৈনিক, অনলাইন পোর্টাল এবং টিভি চ্যানেলের তথ্যের ভিত্তিতে তৈরি এ প্রতিবেদনে জানানো হয়েছে, গত মাসে ৪টি নৌ-দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। রেলপথে ২২ দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৬ জন।

পরিসংখ্যান অনুযায়ী, মোট নিহতের মধ্যে বাসের যাত্রী ২৮ জন, ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রাক্টর-ট্রলি আরোহী ৩৪ জন; ইজিবাইক, সিএনজি অটোরিকশা, অটোভ্যান, লেগুনার মতো তিন চাকার যানবাহনের যাত্রী ও চালক ৯০ জন ছিলেন।

ত্রুটিপূর্ণ যানবাহন; বেপরোয়া গতি; চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা; মহাসড়কে ধীর স্বল্পগতির যানবাহন, বেপরোয়া মোটরসাইকেল চালানো, চাঁদাবাজিসহ দুর্ঘটনার ১০ কারণ টিহ্নিত করা হয়েছে প্রতিবেদনে। দুর্ঘটনা রোধে এসব অনিয়ম রোধসহ ১০ দফা সুপারিশ করা হয়েছে।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন দ র ঘটন য়

এছাড়াও পড়ুন:

এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি

উপকরণ

ময়দা: ২ চামচ

আটা: দেড় চামচ

চিনি: ১ চা-চামচ

ঘি: ১ চা-চামচ

তেল: ১ চা-চামচ।

প্রণালি

সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।

আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ