তিন ভাঁজের স্মার্টফোন চীনের বাইরে বিক্রি শুরু করল হুয়াওয়ে, দাম কত
Published: 21st, February 2025 GMT
গত বছরের সেপ্টেম্বর মাসে চীনের বাজারে তিন ভাঁজের স্মার্টফোন ‘মেট এক্সটি’ উন্মুক্ত করে প্রযুক্তিবিশ্বে হইচই ফেলে দিয়েছিল হুয়াওয়ে। এত দিন শুধু চীনের বাজারে পাওয়া গেলেও এবার মালয়েশিয়ায় ফোনটি উন্মুক্ত করেছে চীনের টেলিযোগাযোগ প্রযুক্তিপ্রতিষ্ঠানটি। মেট এক্সটি মডেলের ফোনটির দাম ধরা হয়েছে ৩ হাজার ৬৬০ মার্কিন ডলার বা প্রায় ৪ লাখ ৩৯ হাজার টাকা (প্রতি ডলারের বিনিময় মূল্য ১২০ টাকা ধরে)।
হুয়াওয়ের তথ্যমতে, মেট এক্সটির পর্দার আকার ৬ দশমিক ৪ ইঞ্চি হলেও আংশিক ভাঁজ খুলে ৭ দশমিক ৯ ইঞ্চি এবং পুরো ভাঁজ খুলে ১০ দশমিক ২ ইঞ্চির পর্দা ব্যবহার করা যায়। ফলে প্রয়োজনে ট্যাবলেট কম্পিউটার হিসেবেও ব্যবহার করা যায় ফোনটি।
হারমনি অপারেটিং সিস্টেমে চলা ফোনটির পুরুত্ব ৩ দশমিক ৬ মিলিমিটার। ৫ হাজার ৬০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটি তারের পাশাপাশি তারহীন বা ওয়্যারলেস চার্জার প্রযুক্তির মাধ্যমে চার্জ করা যায়। তবে ফোনটিতে চাইলেও গুগল প্লে স্টোরসহ গুগলের তৈরি কোনো অ্যাপ ব্যবহার করা যাবে না।
১৬ গিগাবাইট র্যামযুক্ত ফোনটির ধারণক্ষমতা ১ টেরাবাইট। ফোনটির পেছনে ৫০, ১২ ও ১২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। হুয়াওয়ের তথ্যমতে, শিগগিরই ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও মেক্সিকোতে স্মার্টফোনটির বিক্রি কার্যক্রম শুরু হবে।
সূত্র: দ্য ভার্জ
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: দশম ক
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।