শিক্ষার গুণগত মান নিশ্চিত এবং পাঠদানকে আনন্দময় ও গ্রহণযোগ্য করতে প্রাথমিক স্তর থেকেই মাল্টিমিডিয়াভিত্তিক পাঠদান নিশ্চিত করা এখন সময়ের দাবি। বিশ্বায়নের যুগে উন্নত দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে দেশের শিক্ষাব্যবস্থায়ও প্রযুক্তিভিত্তিক উপকরণ ব্যবহার শুরু হয়েছে। শিক্ষা খাতে ডিজিটাল ডিসপ্লে প্রযুক্তির প্রসারে এগিয়ে এসেছে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান এলজি গ্লোবাল। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সরকারি ও বেসরকারি অংশীজনেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেশের শিক্ষা খাতে কীভাবে প্রযুক্তির ব্যবহার বাড়ানো সম্ভব, তা তুলে ধরেন এলজি ইলেকট্রনিকস বাংলাদেশের হেড অব ইনফরমেশন ডিসপ্লে সলিউশন মোহাম্মদ রবিউল আওয়াল। অনুষ্ঠানে জানানো হয়, দেশের শিক্ষা খাতে প্রায় দুই হাজার ইউনিট ডিজিটাল ডিসপ্লে বোর্ড সরবরাহ করার লক্ষ্যে কাজ করছে এলজি। নানা রকম সুবিধা–সংবলিত এসব ডিজিটাল বোর্ড শিক্ষাপ্রতিষ্ঠানের প্রচলিত বোর্ডের তুলনায় আধুনিক ও শিক্ষার্থীবান্ধব।

আরও পড়ুনসুইডেনের ফুল-ফান্ডেড ৭৫০ স্কলারশিপ, জীবনযাপন খরচ, ভ্রমণ ব্যয়ের সঙ্গে নানা সুযোগ১০ ঘণ্টা আগে

শিক্ষা খাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের একসঙ্গে কাজ করার গুরুত্ব তুলে ধরেন এলজি ইলেকট্রনিকস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জেরাল্ড সাংহো চুন। তিনি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার পরিকল্পনা ব্যক্ত করেন।

অতিথিরা বলেন, ডিভিটাল ডিসপ্লের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার বাংলাদেশের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই উদ্যোগ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে প্রযুক্তির ব্যবহারের নতুন সম্ভাবনা এনে দেবে। প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির চেষ্টায় অবদান রাখায় অনুষ্ঠানে কয়েকজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আরও পড়ুনচীনের এআইআইবি গ্লোবাল ইন্টার্নশিপ প্রোগ্রাম, দিনে ৯০ ডলারের সঙ্গে নানা সুযোগ২ ঘণ্টা আগে

আরও উপস্থিত ছিলেন এলজি ইলেকট্রনিকস বাংলাদেশের হেড অব মিডিয়া সলিউশন আশিকুল ইসলাম, এলজি ইলেকট্রনিকস সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের সেলস ডিরেক্টর টনি অ্যাং এবং প্রোডাক্ট ডিরেক্টর জ্যাকি জিয়ং। তাঁরা বিশ্বব্যাপী বিভিন্ন খাতে প্রযুক্তির ব্যবহারের প্রবণতা এবং বাংলাদেশের জন্য তাঁদের পরিকল্পনা তুলে ধরেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ ন ন এলজ সরক র

এছাড়াও পড়ুন:

এনআরবিসি ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের কুমিল্লা জোনে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) ফেনীর একটি হোটেল অনুষ্ঠিত টাউন হল মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, ডিএমডি ও সিএফও হারুনুর রশীদ, কুমিল্লা জোনাল হেড কাজী মোহাম্মদ জিয়াউল করীমসহ শাখা-উপশাখাগুলোর সব স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

সাউথইস্ট ব্যাংকের এমডির পদত্যাগ

ঋণ খেলাপি মামলা করায় ব্যাংক ম্যানেজারকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, “কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর ও ফেনীর সমন্বয়ে গঠিত কুমিল্লা জোনের বিদ্যমান শ্রেণিকৃত ঋণ ৫ শতাংশ থেকে শূন্যে নামিয়ে আনতে হবে। ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নিয়মনীতির অনুসরণ, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।অন্যদিকে ঋণশৃঙ্খলা অনুসরণের মাধ্যমে গুণগত মানসম্পন্ন সম্পদ বাড়াতে হবে। ঋণ আদায় বাড়াতে প্রয়োজনীয় আইনগত পদ্ধতির প্রয়োগ করতে হবে। এতে কর্পোরেট সুশাসন ও কমপ্লায়েন্স নিশ্চিত হবে এবং সাথে সাথে ব্যাংকের মুনাফা বৃদ্ধিসহ অন্যান্য সূচকে অগ্রগতি হবে।”

তিনি আরো বলেন, “সুদবিহীন ও স্বল্প সুদের আমানতের  লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে তহবিল ব্যয় কমিয়ে আনা এবং সিএমএসএমই খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি করতে হবে।”

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, “প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমাদের ব্যাংকের বিপুলসংখ্যক শাখা-উপশাখা রয়েছে। কুমিল্লায় বড় শিল্পের পাশাপাশি অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) রয়েছে। এছাড়া মৎস্য চাষ ও কৃষিভিত্তিক শিল্পের দ্রুত প্রসার ঘটছে কুমিল্লায়।এই অঞ্চলের শাখা ও উপশাখাগুলোর মাধ্যমে এসব খাতের উন্নয়নে সার্বিক সেবা কার্যক্রম আরো বাড়াতে হবে। বিপুলসংখ্যক প্রবাসীদের তাদের প্রয়োজন বিবেচনা করে ব্যাংকিং সেবা বিস্তার ঘটাতে হবে।”-বিজ্ঞপ্তি

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ