সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের প্রথমটিতে ৩–১ গোলে হেরেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। গতকাল আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক আফঈদা খন্দকার। আমিরাতের হয়ে জোড়া গোল করেন জর্জিয়া, এক গোল এলিজাবেথের। ২ মার্চ একই দলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবেন স্বপ্না–সুরভীরা।
এদিন ৩-৪-৩ ফর্মেশনে একাদশ সাজান কোচ পিটার বাটলার। জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় তনিমা বিশ্বাসের। বাটলার আক্রমণভাগে রাখেন মুনকি আক্তার, মোসাম্মত সুলতানা ও শাহেদা আক্তার রিপাকে। আর গোলপোস্ট আগলে রাখার দায়িত্বটা দেওয়া হয় ইয়ারজান বেগমকে।
আরও পড়ুনস্মরণীয় জয়ে ইংল্যান্ডকে বিদায় করে টিকে রইল আফগানিস্তান৪৯ মিনিট আগে২০২৪ সালের সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে আলো ছড়ানো এই গোলকিপার কালও চেষ্টা করেছেন পোস্ট অরক্ষিত রাখতে। শেষ পর্যন্ত যদিও পারেননি। প্রথমার্ধে দারুণ লড়াইয়ের পরও ২-১ গোলে পিছিয়ে পড়েন বাংলাদেশের মেয়েরা। পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন আফঈদা। দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা ফেরানোর জন্য আক্রমণের ধার বাড়িয়েও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। উল্টো আরেক গোল হজম করে।
আমিরাতের বিপক্ষে ম্যাচের একটি মুহূর্ত.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আম র ত
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল