অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য কল ব্যবস্থাপনায় নতুন একটি সুবিধা চালু করেছে গুগল। ফোন অ্যাপের এই আপডেটের ফলে স্প্যাম ও অপ্রয়োজনীয় কল শনাক্ত করা আরও সহজ হবে। নতুন এই সুবিধার আওতায় কলগুলো স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করা হবে। ফলে ব্যবহারকারীরা প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় কল সহজেই আলাদা করতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছে, গুগল ফোন অ্যাপের নতুন হালনাগাদে কলের তালিকা পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন অল কল, মিসড কল, কন্ট্যাক্টস, স্প্যাম ও নন-স্প্যাম। এত দিন পর্যন্ত সব কল একই তালিকায় দেখানো হতো। ফলে প্রয়োজনীয় নম্বর খুঁজে পেতে সময় লাগত। নতুন সুবিধার ফলে নির্দিষ্ট শ্রেণির কল সহজে খুঁজে পাওয়া যাবে। তবে আপাতত ইনকামিং ও আউটগোয়িং কল আলাদা করে দেখার সুবিধা নেই।

প্রথমবারের মতো এই সুবিধা ফোন অ্যাপের ১৫৯.

০.৭১৮০৩৮৪৫৭ পাবলিক বেটা পিক্সেল ২০২৪ হালনাগাদে পরীক্ষামূলকভাবে চালু করা হয়। শুরুতে এটি কেবল বেটা সংস্করণের ব্যবহারকারীদের জন্য সীমিত ছিল। তবে সম্প্রতি গুগল এটি ধাপে ধাপে সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করছে। যেহেতু এটি সার্ভার-সাইড আপডেট, তাই সবার ডিভাইসে পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে।

গুগল সম্প্রতি কল ব্যবস্থাপনায় আরও স্বাচ্ছন্দ্য আনতে একাধিক নতুন সুবিধা যুক্ত করেছে। এর মধ্যে কল স্ক্রিন ফিচার অন্যতম। এই সুবিধা কল রিসিভ করার আগে স্বয়ংক্রিয়ভাবে কলারের পরিচয় ও কল করার কারণ শনাক্ত করতে পারে। ব্যবহারকারীরা চাইলে এই তথ্য দেখে কল গ্রহণ বা বাতিলের সিদ্ধান্ত নিতে পারেন। এ ছাড়া রিভার্স লুকআপ টুলের মাধ্যমে অজানা নম্বর শনাক্ত করার সুবিধা রয়েছে।

সূত্র: নিউজ১৮ ডটকম

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক ত কর

এছাড়াও পড়ুন:

ওভারটাইম ভাতা চায় পুলিশ

নির্ধারিত আট কর্মঘণ্টার অতিরিক্ত দায়িত্ব পালনের ক্ষেত্রে ওভারটাইম ভাতা চালু করার দাবি জানিয়েছে পুলিশ। এ ছাড়া অভিযান এবং অজ্ঞাত লাশ ব্যবস্থাপনায় সরকারি বরাদ্দ চেয়েছে। সরকারি আবাসন পরিদপ্তরের বাসা বরাদ্দের প্রস্তাব করেছে। গতকাল বুধবার পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে সন্ধ্যায় রাজারবাগে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এসব দাবি তুলেছেন কর্মকর্তারা।

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম বৈঠকে বলেন, পুলিশকে প্রতিনিয়ত নির্ধারিত আট কর্মঘণ্টার অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। এর বিনিময়ে কোনো ওভারটাইম ভাতা পান না। কনস্টেবল থেকে শুরু করে আইজিপি পর্যন্ত সরকার নির্ধারিত আট কর্মঘণ্টার অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য ওভারটাইম ভাতা চালু করার প্রস্তাব করেন।

পুলিশ সদরদপ্তরের একজন সহকারী মহাপরিদর্শক (এআইজি) পদমর্যাদার কর্মকর্তা সেখানে বলেন, সরকারি আবাসন পরিদপ্তরের বাসা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বরাদ্দ দেওয়া হয়। পুলিশ পায় না। আবাসন সংকট রয়েছে। এই সংকট নিরসনে আবাসন পরিদপ্তরের বাসা পুলিশকে বরাদ্দ দেওয়ার কথা বলেন।

সভায় ঢাকার এসপি আনিসুজ্জামান বলেন, মামলা তদন্তে যে অর্থ বরাদ্দ, তা অপ্রতুল। কোনো মামলা তদন্তে সরকারি বরাদ্দের চেয়েও অতিরিক্ত অর্থ ব্যয় হয়। মামলা তদন্তে সরকারি অর্থ বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করেন তিনি।

সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার তাঁর ইউনিটে জনবল বৃদ্ধির প্রস্তাব দেন। এ ছাড়া সিআইডির পক্ষ থেকে সভায় প্রতিটি জেলায় ডিজিটাল ল্যাব স্থাপনের কথা বলা হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী। এতে সভাপতিত্ব করেন আইজিপি ড. বাহারুল আলম।

সম্পর্কিত নিবন্ধ