১.

একুশ শতকের পৃথিবীতে কোনো ধরনের অর্থনীতি দাঁড়াতে শুরু করেছে?

ক. অর্থ-সম্পদভিত্তিক খ. বাজেটভিত্তিক

গ. জ্ঞানভিত্তিক ঘ. তথ্যভিত্তিক

২.

কোনটিকে বর্তমানে ‘পৃথিবীর সম্পদ’ বলা হয়?

ক. রোবট খ. জ্ঞান

গ. সাধারণ মানুষ ঘ. খনিজ সম্পদ

৩.

বর্তমানে কোনটির কারণে ‘মানুষ সম্পদ’ হয়ে উঠছে?

ক. আন্তর্জাতিকতার কারণে খ. সৃজনশীলতার কারণে

গ.

জ্ঞানের কারণে ঘ. সুনাগরিকত্বের কারণে

৪.

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে সবচেয়ে প্রয়োজনীয় দক্ষতা কোনটি?

ক. কম্পিউটার জানা খ. পারদর্শিতা

গ. ইন্টারনেট সংযোজন ঘ. তথ্যের ক্রমবিকাশ

৫.

‘ইনফরমেশন হাইওয়ের’ প্রাথমিক রূপ কোনটি?

ক. ইন্টারনেট খ. নেটওয়ার্ক গ. আইসিটি ঘ. সফটওয়্যার

৬.

‘তড়িৎ চৌম্বক বলের’ ধারনা প্রকাশ করেন কোনো বিজ্ঞানী?

কই গার্লস ব্যান্ডেজ খই অ্যাডে লাভলেস

গত জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল ঘর জগদীশ চন্দ্র বসু

৭.

‘শিল্পবিপ্লব’ কবে সংঘটিত হয়েছিল?

ক. সপ্তদশ থেকে অষ্টাদশ শতাব্দীতে

খ. অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে

গ. ঊনবিংশের শেষে

ঘ. বিংশ শতাব্দীতে

৮.

ভবিষ্যতে ‘পৃথিবীর চালিকাশক্তি’ হিসেবে কাজ করবে কারা?

ক. যারা ঘরে বসে থাকবে

খ. যারা জ্ঞানভিত্তিক সমাজ তৈরিতে বিপ্লব করবে

গ. যারা অর্থভিত্তিক সমাজ তৈরিতে বিপ্লব করবে

ঘ. যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে

৯.

‘ফেসবুক’ এর নির্মাতা কে?

ক. স্টিভ জবস খ. বিল গেটস

গ. মার্ক জাকারবার্গ ঘ. টিম বার্নার্স-লি

১০.

‘আধুনিক কম্পিউটারের জনক’ বলা হয় কাকে?

ক. চার্লস ব্যাবেজ খ. অ্যাডে লাভলেস

গ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল ঘ. স্টিভ জবস

আরও পড়ুনহার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম, আইইএলটিএস ছাড়াই আবেদন ৯ ঘণ্টা আগে

১১.

ডিফারেন্স ইঞ্জিন গণনাযন্ত্রটির আবিষ্কারক বলা হয় কাকে?

ক. চার্লস ব্যাবেজ খ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল

গ. মার্ক জাকারবার্গ ঘ. অ্যাডা লাভলেস

১২.

‘অ্যানিলিটিক্যাল ইঞ্জিন’ গণনাযন্ত্রটি কে আবিষ্কার করেন?

ক. স্টিভ জজনিয়াক খ. চার্লস ব্যাবেজ

গ. বিল গেট ঘ. মার্ক জাকারবার্গ

১৩.

‘ডিফারেন্ট ইঞ্জিন’ ও ‘অ্যানালিটিক্যাল ইঞ্জিন’—এ যন্ত্র দুটি কোনো পদ্ধতিতে কাজ করে?

ক. চৌম্বকীয় বলের মতো খ. যান্ত্রিকভাবে গণনা করতে পারে

গ. কম্পিউটারের মতো কাজ করে

ঘ. গাড়ির ইঞ্জিনের মতো কাজ করে

১৪.

কত সালে Difference ইঞ্জিন ও Analytical ইঞ্জিন তৈরি করা হয়?

ক.১৭৯১ সালে খ.১৮১৫ সালে

গ.১৮৭১ সালে ঘ.১৯৯১ সালে

আরও পড়ুনউন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি পরীক্ষা, ভর্তি ৫ এপ্রিল পর্যন্ত১ ঘণ্টা আগে

১৫.

ডিজিটাল বাংলাদেশ তৈরির চূড়ান্ত লক্ষ্য কী?

ক. সব শ্রেণির, সব ধরনের মানুষের জীবনের মানোন্নয়ন

খ. সুবিচার নিশ্চিত করা

গ. সব ক্ষেত্রে স্বচ্ছতা ঘ. সব ক্ষেত্রে দায়বদ্ধতা

১৬.

‘প্রোগ্রামিং ধারণার প্রবর্তক’ বলা হয় কাকে?

ক. চার্লস ব্যাবেজ খ. অ্যাডা লাভলেস

গ. স্যামুয়েল টমলিনসন ঘ. জন বার্নার্স লি

১৭.

বিনোদন সৃষ্টির ব্যাপারে কোনটির বড় ভূমিকা রয়েছে?

ক. টেলিভিশন খ. তথ্যপ্রযুক্তি

গ. বিনোদন পত্রিকা ঘ. স্মার্টফোন

১৮.

ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের জন্য সরকার কয়টি বিষয়কে গুরুত্ব দিয়েছে?

ক.৩টি খ.৪টি গ.৫ ঘ.৭ টি

১৯.

‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ে তোলার প্রথম ধাপ কোনটি?

ক. সিভিল সার্ভিস খ. মানবসম্পদ উন্নয়ন

গ. জনগণের সম্পৃক্ততা

ঘ. গ্রামীণ মানুষকে তথ্যপ্রযুক্তি সেবার আওতায় নিয়ে আসা

২০.

‘অ্যালগরিদম প্রোগ্রামিংয়ের’ ধারণাটি প্রথম প্রকাশ করেছিলেন কে?

ক. চার্লস ব্যাবেজ খ. বিল গেটস

গ. অ্যাডে লাভলেস ঘ. লর্ড বায়রন

সঠিক উত্তর:

১. গ ২. গ ৩. গ ৪. খ ৫. ক ৬. গ ৭. খ ৮. খ ৯. গ ১০. ক ১১. ক ১২. খ ১৩. খ ১৪. ঘ ১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. খ ১৯. খ ২০. গ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ র লস ব য ব জ খ ক জ কর

এছাড়াও পড়ুন:

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চাকরি, পদ ১৭১

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে রাজস্ব খাতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১১ থেকে ২০তম গ্রেডে ছয় ক্যাটাগরির এ নিয়োগে মোট পদ ১৭১টি। এ নিয়োগে চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দারা (বাংলাদেশের প্রকৃত নাগরিক) আবেদন করতে পারবেন। ৩০ অক্টোবর আবেদন শুরু হয়েছে।

পদের নাম ও সংখ্যা

১. পরিসংখ্যানবিদ: ৫টি

বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা।

২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১৫টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৩. স্বাস্থ্য সহকারী: ১৩৪টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

আরও পড়ুন১০ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান নেবে ১৮৮০ অফিসার, ফি ২০০৩০ অক্টোবর ২০২৫

৪. স্টোরকিপার: ৪টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৫. গাড়িচালক: ৩টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৬. অফিস সহায়ক: ১০টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: প্রতিটি পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। বিস্তারিত তথ্য মিলবে বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুনমেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, নম্বর কাটাসহ যে যে পরিবর্তন৩০ অক্টোবর ২০২৫

বয়সসীমা: ২৯/১০/২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ (আঠারো) বছর হতে হবে। একই সময়ে সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর হতে হবে আবেদনকারী প্রার্থীর। সরকারি বিধিবিধান অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

গুরুত্বপূর্ণ তারিখ ও সময়

আবেদন শুরু: ৩০/১০/২০২৫ খ্রি. সকাল ১০ ঘটিকা

আবেদনের শেষ তারিখ: ১৯/১১/২০২৫ খ্রি. বিকেল ৫ ঘটিকা

ফি জমা দেওয়ার শেষ সময়: অনলাইন আবেদন জমাদানের ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে।

আরও পড়ুন৪৮তম বিশেষ বিসিএসে আর পদ বাড়ানোর সুযোগ নেই৩০ অক্টোবর ২০২৫আবেদন ফি

ক্রমিক নং ১ থেকে ৫ পর্যন্ত পদের জন্য: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)।

ক্রমিক নং ৬ পদের জন্য: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)।

টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে এই ফি জমা দিতে হবে।

পরীক্ষার তথ্য: প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ওয়েবসাইট ও প্রার্থীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে।

আরও পড়ুন‘দই মই’ অর্থনীতি–‘ক্লাউড সিডিং’–পিএস মাহসুদ ও বুরেভেসতনিক কী৩০ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • বার্জার পেইন্টসের অর্ধবার্ষিকে মুনাফা কমেছে ৩.৫৩ শতাংশ
  • অনুমতি ছাড়াই গাসিক কর্মকর্তা কিবরিয়ার বিদেশ যাত্রা
  • কোহিনুর কেমিক্যালের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৩৩.৫৫ শতাংশ
  • নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন কত টাকা পাবে, সপ্তম হওয়া বাংলাদেশ পেয়েছে কত
  • উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রাম, জেএসসি ছাড়াও ভর্তি
  • আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন ৫ ইউনিটে আবেদনের যোগ্যতাসহ আদ্যপান্ত
  • সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের অফিসার পদের লিখিত পরীক্ষার তারিখ ও নির্দেশনা প্রকাশ
  • ৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চাকরি, পদ ১৭১