ফতুল্লায় ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্রদল নেতা
Published: 11th, July 2025 GMT
ফতুল্লায় সাইফউদ্দিন রিয়াজ (৩৩) নামের এক ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রদল নেতা।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার ভূঁইগড় বাসস্ট্যান্ডের 'সুন্দরবন রেস্টুরেন্ট' এ তাকে পেয়ে পুলিশে খবর দেন ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাজ্জাত হোসে সাজ। পরে পুলিশের একটি টিম এসে রিয়াজকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ছাত্রদল নেতা সাজ্জাত হোসেন সাজ বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে কিছুদিন পরপরই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল করে। এসব মিছিলের নেপথ্যে রিয়াজের ভূমিকা আছে বলে আমরা খবর পাচ্ছিলাম। রিয়াজ ভূঁইগড়ে এসেছেন, এমন খবর পেয়ে আমরা তাকে পুলিশে সোপর্দ করেছি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, 'ভূঁইগড় থেকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগ নেতা সাইফউদ্দিন রিয়াজকে আটক করা হয়েছে। তবে ছাত্রলীগে তার পদবী ছিল কি না সেটিও এখনো নিশ্চিত হওয়া যায় নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ছ ত র দল ছ ত রদল
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫