বুয়েটে ক্লাস শুরু ১২ এপ্রিল, প্রথম বর্ষে হলে উঠতে সর্বোচ্চ ফি ২৭৮৫০ টাকা
Published: 27th, March 2025 GMT
২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীসহ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সব স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস আগামী ১২ এপ্রিল শুরু হবে। এ তথ্য ২৫ মার্চের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বুয়েট ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির লেভেল-১, টার্ম-১–এর নবাগত শিক্ষার্থীদের হল সংযুক্তি–সংক্রান্ত অপর এক বিজ্ঞপ্তি ২৪ মার্চ প্রকাশ করা হয়েছে। এতে ফি জমা দেওয়ার স্থান, তারিখ ও সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট হল অফিস ও বুথে সাক্ষাৎকার ও টাকা জমা নেওয়া হবে। প্রথম বর্ষে হলে উঠতে শিক্ষার্থীদের সর্বোচ্চ ২৭ হাজার ৮৫০ টাকা দিতে হবে।
আরও পড়ুনচীনে আইইএলটিএস ছাড়াই স্কলারশিপে মাস্টার্স-পিএইচডির সুযোগ৫ ঘণ্টা আগেএ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লেভেল-১, টার্ম-১ (নবাগত) শিক্ষার্থীদের সাক্ষাৎকার ৯ এপ্রিল ও ১০ এপ্রিল সংশ্লিষ্ট হল অফিসে নেওয়া হবে। সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। এবার আবাসিক শিক্ষার্থীদের ২৫ হাজার ৩৫০ এবং অনাবাসিক শিক্ষার্থীদের ১২ হাজার ৭৫০ টাকা সংশ্লিষ্ট হল অফিস বুথে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আবাসিক শিক্ষার্থী হিসেবে ছাত্রদের হলে ভর্তির জন্য ২৫ হাজার ৩৫০ টাকা এবং এর সঙ্গে এক মাসের মেসচার্জ বাবদ ২ হাজার ৪০০ টাকাসহ মোট ২৭ হাজার ৭৫০ টাকার প্রয়োজন হবে।
আরও পড়ুনপ্রাথমিকের ৩১ লাখের বেশি শিক্ষার্থী স্কুল ফিডিংয়ের আওতায় আসছে এপ্রিলেই৩ ঘণ্টা আগেছাত্রীদের সাবেকুন নাহার সনি ও স্বাধীনতা হলের আবাসিক হিসেবে ভর্তির জন্য ২৭ হাজার ৮৫০ টাকা প্রয়োজন হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের তাঁদের হলে ভর্তির ফির টাকার প্রকৃত পরিমাণসহ অফিস বুথে উপস্থিত হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
হলে সংযুক্তি–সংক্রান্ত যাবতীয় তথ্যাদির জন্য সংশ্লিষ্ট হল অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। শনি থেকে বুধবার (বিশ্ববিদ্যালয় ছুটির দিন ব্যতীত) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
সাবেক প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদের বিরুদ্ধে দুদকের মামলা
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার তাঁর বিরুদ্ধে মামলাটি করা হয়।
রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ ও ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ইমরান আহমদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গত বছরের ২০ অক্টোবর রাতে রাজধানীর বনানী থেকে ইমরান আহমদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন রাজধানীর পল্টন থানায় মানব পাচার প্রতিরোধ আইনে দায়ের করা একটি মামলায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়।
সিলেট–৪ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ইমরান আহমদ। ২০১৮ সালে তিনি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরের বছর তাঁকে এই মন্ত্রণালয়ের মন্ত্রী করেছিলেন শেখ হাসিনা। ২০২৪ সালের নির্বাচনের পর গঠিত শেখ হাসিনার সরকারেও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী হয়েছিলেন ইমরান আহমদ।
আরও পড়ুনমানব পাচার মামলায় সাবেক মন্ত্রী ইমরান আহমদের তিন দিনের রিমান্ড২১ অক্টোবর ২০২৪