মৌসুমের প্রথম কালবৈশাখী বয়ে গেছে ফেনী জেলায়। আজ বৃহস্পতিবার বেলা পৌনে একটা থেকে দেড়টা পর্যন্ত জেলাজুড়ে ঝড় ও বৃষ্টি হয়েছে। এ সময় জেলায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ঝড়ের গতিবেগ ছিল ১২ থেকে ১৫ নটিক্যাল মাইল। ঝড়ে লন্ডভন্ড হয়েছে জেলা প্রশাসনের আয়োজনে বৈশাখের লোকজ মেলার প্যান্ডেল। হঠাৎ মুষলধারে বৃষ্টিপাতে কিছুক্ষণের জন্য জলাবদ্ধতা দেখা দেয় শহরের প্রধান প্রধান সড়কগুলোতে।

শহর ঘুরে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মুষলধারে বৃষ্টিতে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক, স্টেশন রোড, জেল রোড, পাঠান বাড়ি রোড, ট্রাংক রোড, ফেনী পৌরসভা চত্বরে পানি জমে যায়। পরে পরিচ্ছন্নতাকর্মীদের তৎপরতায় এক ঘণ্টা পরে সড়ক থেকে পানি নেমে যায়। এদিকে তীব্র ঝড়বৃষ্টির কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের কিছুটা দুর্ভোগে পড়তে হয়েছে। ঝড়বৃষ্টিতে চলাচল করা পথচারী, যাত্রী ও ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। হঠাৎ ঝড়বৃষ্টিতে সড়কের ওপরে ঝোলানো ফেস্টুন ও বিলবোর্ডের ফেস্টুন ছিঁড়ে বিভিন্ন স্থাপনার ওপর পড়েছে।

এদিকে ঝড়ের কারণে অনেক স্থানে এসএসসি পরীক্ষার্থীরা দুর্ভোগের শিকার হয়। ফেনী সরকারি কলেজ কেন্দ্রের এসএসসি পরীক্ষার্থী ফারহানা জারিফ বলে, পরীক্ষার শেষ দিকে ঝড়বৃষ্টির কারণে কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে আলো ছিল না। পরীক্ষা শেষে বাড়ি ফিরতেও ভোগান্তিতে পড়তে হয়েছে।

অল্প বৃষ্টিতেই শহরের সড়কে পানি জমে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন এলাকার বাসিন্দারা। শহরের ডাক্তার পাড়া এলাকার বাসিন্দা মাইশা ফেরদৌস বলেন, একটু বৃষ্টিতে শহীদুল্লা কায়সার সড়ক ডুবে যায়। বৃষ্টির পর পানি ডিঙিয়ে চলাচল করতে হয়েছে।

ঝড়ের পর বৃষ্টিতে পানি জমে যায় ফেনী শহরের বিভিন্ন সড়কে। আজ দুপুরে পৌর চত্বর প্রাঙ্গণে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ র ঝড়ব ষ ট শহর র

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা

বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের উৎপাদন শাখায় কিচেন ও বেকারি ইউনিটে ইন্টার্নশিপে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সম্মানী প্রদান করা হবে। শুধু ছয় মাসের জন্য করা যাবে ইন্টার্নশিপ।

কিচেন হেলপার পদে ইন্টার্ন—

বয়স: সর্বোচ্চ-৩২ বছর।

যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।

২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ফুড অ্যান্ড বেভারেজে কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে।

৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে ফুড অ্যান্ড বেভারেজের ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।

বেকার হেলপার পদে ইন্টার্ন—

বয়স: সর্বোচ্চ-৩২ বছর।

যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।

২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা থেকে কমপক্ষে ছয় মাস মেয়াদি বেকারি অ্যান্ড পেস্ট্রিতে সার্টিফিকেট কোর্স থাকতে হবে।

৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে বেকারি অ্যান্ড পেস্ট্রির ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।

যোগ্যতা—

১. প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

২. চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নকে বিএফসিসিতে ভর্তির সময় পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে।

৩. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে ভর্তির আগে বিমান মেডিকেল থেকে শারীরিক ফিটনেস সংগ্রহ করতে হবে।

সুযোগ-সুবিধা—

১. শুধু ছয় মাসের জন্য ইন্টার্ন হিসেবে ভর্তি করা হবে।

২. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে দৈনিক হাজিরা সাপেক্ষে ছয় শ টাকা হারে সম্মানী দেওয়া হবে। নির্ধারিত সম্মানী ব্যতীত অন্য কোনো ভাতা দেওয়া হবে না।

৩. রোস্টার মোতাবেক দৈনিক আট ঘণ্টা ডিউটি সম্পন্ন করতে হবে।

আবেদনের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে

সম্পর্কিত নিবন্ধ

  • আইএইচটি ও ম্যাটসের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর
  • বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা