হোন্ডা ব্র্যান্ডের সব মডেলের মোটরসাইকেল আনবে এটলাস বাংলাদেশ
Published: 2nd, May 2025 GMT
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল) আবারও জাপানের বিশ্বখ্যাত হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেল আনবে। এখন থেকে এবিএল এককভাবে সরবরাহ সরাসরি ক্রয়পদ্ধতিতে (ডিপিএম) হোন্ডা কোম্পানির মোটরসাইকেল এনে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থাগুলোতে তাদের চাহিদা অনুযায়ী সরবরাহ করবে।
এ ব্যাপারে এটলাস বাংলাদেশ ও বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের (বিএইচএল) মধ্যে গত বুধবার একটি চুক্তি হয়েছে। ঢাকায় বিএসইসির সম্মেলনকক্ষে এ চুক্তি সই হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান এম এ কামাল বিল্লাহ; অর্থ, পরিকল্পনা ও উন্নয়ন, বাণিজ্যিক, উৎপাদন ও প্রকৌশল পরিচালক; সচিব এবং এটলাস বাংলাদেশ লিমিটেডের (এবিএল) ব্যবস্থাপনা পরিচালক মো.
অনুষ্ঠানে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান এম এ কামাল বিল্লাহ বলেন, ‘প্রতিষ্ঠার সময় থেকে এবিএল বিশ্ববিখ্যাত জাপানি ব্র্যান্ড হোন্ডার সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছিল। মাঝে স্বল্প বিরতির পরে আবারও হোন্ডাকে এবিএলের সঙ্গে যুক্ত করতে পেরেছি। এ জন্য আমরা আনন্দিত। এই চুক্তির ফলে দেশের সব সরকারি দপ্তর/সংস্থা, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) অধীন সব পল্লী বিদ্যুৎ সমিতি, বাংলাদেশ পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং সরকারি তহবিলে পরিচালিত এনজিওগুলো এবিএলের কাছ থেকে সরাসরি ক্রয়পদ্ধতিতে (ডিপিএম) হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেল নিতে পারবে। এর ফলে দেশীয় শিল্পের যেমন বিকাশ ঘটবে তেমনি বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে।’
বিএইচএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সুসুমু মরিসাওয়া বলেন, হোন্ডা যুক্তিসংগত মূল্যে সর্বোচ্চ মানের পণ্য সরবরাহের মাধ্যমে সমাজে গতিশীলতার আনন্দ ও স্বাধীনতা ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এ চুক্তির ফলে উভয় পক্ষই লাভবান হবে।
এবিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিবর রহমান বলেন, এ চুক্তির ফলে হোন্ডা ব্র্যান্ডের সব মডেলের মোটরসাইকেল ডিপিএম প্রক্রিয়ায় এককভাবে এটলাস বাংলাদেশ সরবরাহ করবে। সব সরকারি দপ্তর ও সংস্থার চাহিদা অনুযায়ী শতভাগ হোন্ডা ব্রান্ডের মোটরসাইকেল সরবরাহ করা হবে। এতে এবিএল ও বিএইচএল উভয় প্রতিষ্ঠানই ব্যবসায়িকভাবে লাভবান হবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এসইস সরবর হ পর চ ল সরক র
এছাড়াও পড়ুন:
১ হাজার ২০০ মাইল পথ পাড়ি দিল চালকবিহীন ট্রাক
যুক্তরাষ্ট্রে চালকবিহীন ট্রাক এখন আনুষ্ঠানিকভাবে প্রথম দূরপাল্লার পথে নিয়মিত চলাচল শুরু করেছে। ডালাস ও হিউস্টনের মধ্যে চলাচল করছে এই ট্রাক।
স্বচালিত প্রযুক্তির ট্রাকে পণ্য সরবরাহ সেবা প্রদানকারী মার্কিন প্রতিষ্ঠান অরোরা গতকাল বৃহস্পতিবার ঘোষণা করেছে, তারা টেক্সাসে তাদের প্রথম গ্রাহক উবার ফ্রেইট ও হার্শবাক মোটর লাইনসের অধীন চালকবিহীন ট্রাকের বাণিজ্যিক পরিষেবা চালু করেছে। প্রতিষ্ঠানগুলো সময় ও তাপ সংবেদনশীল পণ্য সরবরাহ করে।
চালকবিহীন ট্রাকে এমন কম্পিউটার ও সেন্সর লাগানো আছে, যা চারটি ফুটবল মাঠের চেয়েও বেশি দীর্ঘ পথ দেখতে পারে। চার বছরের পরীক্ষামূলক পণ্য পরিবহনের সময় এ প্রযুক্তির মাধ্যমে ১০ হাজারের বেশি পণ্য সরবরাহ করা হয়েছে। স্বচালিত এ প্রযুক্তির ট্রাক কোনো চালক ছাড়াই গতকাল পর্যন্ত ১ হাজার ২০০ মাইলের বেশি পথ পাড়ি দিয়েছে।ওই উভয় প্রতিষ্ঠান আগেই ‘অরোরা ড্রাইভার’ নামে পরিচিত স্বচালিত প্রযুক্তি যাচাই করতে চালকবিহীন ট্রাকের পরীক্ষামূলক যাত্রা শুরু করেছিল। তবে সেখানে ‘সুরক্ষা চালক’ উপস্থিত ছিলেন। এখন অরোরার নতুন বাণিজ্যিক পরিষেবায় আর কোনো সুরক্ষা চালক থাকবেন না।
আরও পড়ুনউবারে চালকবিহীন গাড়ি০৭ ডিসেম্বর ২০২২অরোরার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সহপ্রতিষ্ঠাতা ক্রিস উর্মসন গতকাল এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা স্বচালিত প্রযুক্তির সুবিধা নিরাপদে, দ্রুত ও ব্যাপকভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অরোরা প্রতিষ্ঠা করেছি। এখন আমরাই প্রথম প্রতিষ্ঠান, যারা সফলভাবে ও নিরাপদে উন্মুক্ত সড়কে চালকবিহীন ট্রাকে পণ্য পরিবহন সেবা বাণিজ্যিকভাবে চালু করেছি।’
আমরা স্বচালিত প্রযুক্তির সুবিধা নিরাপদে, দ্রুত ও ব্যাপকভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অরোরা প্রতিষ্ঠা করেছি। এখন আমরাই প্রথম প্রতিষ্ঠান, যারা সফলভাবে ও নিরাপদে উন্মুক্ত সড়কে চালকবিহীন ট্রাকে পণ্য পরিবহন সেবা বাণিজ্যিকভাবে চালু করেছি।ক্রিস উর্মসন, অরোরার সিইও এবং সহপ্রতিষ্ঠাতাচালকবিহীন ট্রাকে এমন কম্পিউটার ও সেন্সর লাগানো আছে, যা চারটি ফুটবল মাঠের চেয়েও বেশি দীর্ঘ পথ দেখতে পারে। চার বছরের পরীক্ষামূলক পণ্য পরিবহনের সময়, এ প্রযুক্তির মাধ্যমে ১০ হাজারের বেশি পণ্য সরবরাহ করা হয়েছে। কোনো মনুষ্য চালক ছাড়া গতকাল পর্যন্ত ১ হাজার ২০০ মাইলের বেশি পথ পাড়ি দিয়েছে স্বচালিত এ প্রযুক্তির ট্রাক।
আরও পড়ুনচালকবিহীন এই উড়ন্ত গাড়ির দাম কত১৯ মার্চ ২০২৪শুরুতে অরোরা চালকবিহীন একটি ট্রাক দিয়ে বাণিজ্যিকভাবে পণ্য পরিবহন সেবা শুরু করেছে এবং ২০২৫ সালের মধ্যে আরও ট্রাক যুক্ত করার পরিকল্পনা করছে।
সাধারণ গ্রাহক ও পরিবহন কর্মকর্তারা স্বচালিত যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অরোরা এ বছর একটি নিরাপত্তা প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তাদের প্রযুক্তি কীভাবে কাজ করে তার বিস্তারিত তুলে ধরা হয়েছে।যাহোক, সাধারণ গ্রাহক ও পরিবহন কর্মকর্তারা স্বচালিত যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অরোরা এ বছর একটি নিরাপত্তা প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তাদের প্রযুক্তি কীভাবে কাজ করে তার বিস্তারিত তুলে ধরা হয়েছে।
ট্রাকচালকদের প্রতিনিধিত্বকারী শ্রমিক ইউনিয়নগুলো সাধারণত এ প্রযুক্তির বিরোধিতা করে থাকে। কেননা এটি চাকরি হারানো ও নিরাপত্তাজনিত উদ্বেগ তৈরি করতে পারে।
আরও পড়ুনচালক ছাড়াই যাত্রী বহন করবে এই গাড়ি২১ ডিসেম্বর ২০২২আরও পড়ুনক্ষুব্ধ জনতা আগুন দেওয়ার পর চালকবিহীন গাড়ি ফিরিয়ে নিচ্ছে ওয়েমো১৭ ফেব্রুয়ারি ২০২৪