ট্রাকচাপায় নারীর মৃত্যু, মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনতা
Published: 6th, May 2025 GMT
গাজীপুর মহানগরীর গাছা থানাধীন হারিকেন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে।
মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে আটটার দিকে হারিকেন বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত নারী ইন্টারলুপ বিডি লিমিটেডের শ্রমিক। তাৎক্ষণিক তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কাজে যাওয়ার সময় হারিকেন বাসস্ট্যান্ড এলাকায় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ওই নারী শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। পরে আশপাশের কিছু শ্রমিক ও জনতা বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করে৷ এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। মহাসড়ক বন্ধ থাকায় ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, “একটি গার্মেন্টেসের শ্রমিকের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। মহাসড়ক বন্ধ রয়েছে। তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।”
ঢাকা/রেজাউল/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এলএলএম প্রোগ্রাম, আবেদন জমা ২০ আগস্ট
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে ফল-২০২৫ সেশনে (সেপ্টেম্বর-ডিসেম্বর) এলএলএম ( প্রফেশনাল) মাস্টার প্রোগ্রামে সংশোধিত ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। প্রোগ্রামের ক্লাস শুক্রবার ও শনিবার ময়মনসিংহ শহরে অনুষ্ঠিত হবে।
আবেদনের যোগ্যতা—
অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদি এলএলবি (স্নাতক) অথবা অনুমোদিত আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি (পাস) থাকতে হবে।
কোর্সের মেয়াদ—
এলএলবি স্নাতক ডিগ্রিধারীদের জন্য এক বছর এবং এলএলবি ডিগ্রি (পাস) কোর্সধারীদের জন্য দুই বছর মেয়াদ ।
আবেদনের নিয়ম—
১. অফিস চলাকালীন সময়ে এক হাজার টাকা সোনালী ব্যাংকের (জাককানইবি) শাখায় নির্ধারিত হিসাব নম্বরে জমা দিয়ে অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে।
২. এ ছাড়াও বিকাশ ও নগদ অ্যাকাউন্টে আবেদন ফি জমা দিয়ে ই-মেইলের মাধ্যমে আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে ।
১. আবেদনপত্র জমার শেষ তারিখ: ২০ আগস্ট ২০২৫ পর্যন্ত।
২. ভর্তি পরীক্ষার তারিখ: ২২ আগস্ট ২০২৫, শুক্রবার।
৩. ভর্তি পরীক্ষার স্থান: আইন ও বিচার বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
# বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: