জাতীয় সরকার গঠনের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

শনিবার (১০ মে) বিকেলে জেলা শহরের বিসিক ব্রিজ এলাকা থেকে মিছিল বের করেন তারা। সেটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়। এসময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ‘এই মুহূর্তে দরকার জাতীয় সরকার’ বলে স্লোগান দেন।

সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আল আমিন সরদার ও জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা।

গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আল আমিন সরদার বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সহায়তায় দেশ ছেড়ে পালিয়েছেন। দেশ আবার সঙ্কটের মুখে দাঁড়িয়েছে। সঙ্কট কাটাতে হলে জাতীয় সরকার গঠন করতে হবে।”

ঢাকা/বাদল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ ত য় সরক র গ প লগঞ জ

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

ঝিনাইদহে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। স্বৈরাচারবিরোধী সর্বোস্তরের বিপ্লবী ছাত্র জনতার ঝিনাদহ জেলার শাখার ব্যানারে শনিবার (১০ মে) বিকেলে ৫টার দিকে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পায়রা চত্বরে এসে শেষ হয় এবং সেখানে সমাবেশ করে তারা। 

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ শাখার আহ্বায়ক আবু হুরাইরা, গণঅধিকার পরিষদের জেলা শাখার সভাপতি প্রভাষক শাখাওয়াত হোসেন, জেলা শিবিরের সভাপতি রাজু আহমেদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, ‘‘এই বাংলার বুকে আর কোনো দিন আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে না। ২০০৮ সালের পরে এই দেশ খুন-গুমের রাজনীতি করে এসেছে হাসিনা সরকার। তার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে মেরে ফেলা হয়েছে।’’ একইসঙ্গে বক্তারা আরো বলেন, ‘‘যতক্ষণ না আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হচ্ছে, ততদিন রাজপথ ছাড়া হবে না।’’

আরো পড়ুন:

এক ঘণ্টার মধ্যে দাবি না মানলে যমুনা অভিমুখে মার্চ: হাসনাত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে গণজমায়েত

এর আগে বিকেলে ৪টার দিকে জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে তারা মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশ করে। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলীসহ দলটি অন্যান্য নেতাকর্মীরা। 

ঢাকা/সোহাগ/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • ঝিনাইদহে আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ