জাতীয় সরকার গঠনের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

শনিবার (১০ মে) বিকেলে জেলা শহরের বিসিক ব্রিজ এলাকা থেকে মিছিল বের করেন তারা। সেটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়। এসময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ‘এই মুহূর্তে দরকার জাতীয় সরকার’ বলে স্লোগান দেন।

সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আল আমিন সরদার ও জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা।

গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আল আমিন সরদার বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সহায়তায় দেশ ছেড়ে পালিয়েছেন। দেশ আবার সঙ্কটের মুখে দাঁড়িয়েছে। সঙ্কট কাটাতে হলে জাতীয় সরকার গঠন করতে হবে।”

ঢাকা/বাদল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ ত য় সরক র গ প লগঞ জ

এছাড়াও পড়ুন:

জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১১ সেপ্টেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে ২১টি আবাসিক হলের হল ছাত্র সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে।

আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ তফসিল ঘোষণা করেন জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব ও প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম।

একেএম রাশিদুল আলম জানান, জাকসু নির্বাচন সামনে রেখে খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে ১০ আগস্ট। চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ হবে ১৭ আগস্ট।

আরও পড়ুনডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর২৯ জুলাই ২০২৫জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করছেন নির্বাচন কমিশনের সদস্যরা। আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে

সম্পর্কিত নিবন্ধ