ব্যাংকের চাকরি ছেড়ে পুলক এখন সফল ফ্রিল্যান্সার, মাসে আয় কত জানেন?
Published: 13th, May 2025 GMT
পুলক মজুমদার ২০১৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফিন্যান্স ও ব্যাংকিং থেকে পড়াশোনা শেষ করে একটি বেসরকারি ব্যাংকে কর্মকর্তা পদে চাকরি করতেন। এরপর অসুস্থ হয়ে বাড়িতে পড়ে থাকেন প্রায় তিন বছর। একই সঙ্গে জন্ডিস ও থাইরয়েডের রোগে আক্রান্ত হন তিনি। সুস্থ হওয়ার পর ব্যাংকে আবার চাকরির সুযোগও হয়। কিন্তু চেয়েছিলেন এমন একটা কাজ করবেন, যেটা ঘরে বসে করতে পারবেন। এমন সময় শুরু হয় করোনা। ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে পারেন তখন পুলক। জানতে পারেন ফাইভআর মাকের্টপ্লেসের কথা, যেখানে কাজ জানলে কাজের অভাব হয় না। আর ঘরে বসে কাজের সুযোগও আছে। শেখার জন্য নেমে পড়লেন নিজে নিজেই ফ্রিল্যান্সিং পেশায়। ইউটিউব থেকে শুরু করে বন্ধুবান্ধবের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করেন, জানতে থাকেন, শিখতে থাকেন। একসময় দক্ষও হলেন কাজের সুযোগও হলো। ব্যাংকের চাকরিটা পরে আর করা হলো না। পূর্ণকালীন ফ্রিল্যান্সার হয়ে এখন মাসে আয় করেন প্রায় দেড় থেকে দুই লাখ টাকা।
শুরুর গল্পপুলক মজুমদার ২০০৭ সালে খুলনা তেরখাদা উপজেলার ইন্দুহাটি এনসি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও ২০০৯ খুলনা পাবলিক কলেজ এইচএইসি পাস করে ঢাকায় চলে আসেন ২০১০ সালে। ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, বিষয়ে ২০১৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন তিনি। বাবা দিলীপ মজুমদার পেশায় একজন ব্যবসায়ী। মা সুমতি মজুমদার গৃহিণী। স্ত্রী চন্দনা বিশ্বাস, গৃহিণী। শ্রেয়া মজুমদার নামের সাত মাসের একটা মেয়েও আছে। থাকেন ঢাকার সাভারের পাথালিয়ায়।
পুলক মজুমদার বলেন, ‘২০১৭ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদান করি। এক বছর পরে চাকরি ছেড়ে দিই অসুস্থতার কারণে। কেউ বলেনি আমি বেঁচে থাকব। সৃষ্টিকর্তার দয়ায় তিন বছর চিকিৎসার পরে সুস্থ হই। ভেবেছিলাম আবার ব্যাংকের চাকরিতেই ঢুকব। কিন্তু এর মধ্যে আসে কোভিড-১৯-এর বৈশ্বিক মহামারি। করোনার মাঝখানে ফ্রিল্যান্সিং শব্দটা শুনে এটা নিয়ে গবেষণা শুরু করলাম।’
২০২১ সালে জুন মাসে ফাইভাআরে নিজের আইডি তৈরি করেন পুলক মজুমদার। তিনি বলেন, ‘আমার কাজের ক্ষেত্র হিসেবে বেছে নেই বই লেখা, কোর্স লেখা, প্রেজেন্টেশন তৈরি করা, বইয়ের বিজ্ঞাপন তৈরি করা, ভিডিও কোর্স তৈরি করা। একই সালের নভেম্বর মাস থেকে কাজ পাওয়া শুরু করলাম। এর পর থেকে আমার আয় বাড়তে থাকে। মাসে আমি দেড় থেকে দুই লাখ টাকা আয় করি।’
ব্যক্তিগত যোগাযোগপুলক মজুমদার.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র চ কর
এছাড়াও পড়ুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিতে মাস্টার্স, সিজিপিএ–২.৫০ হলে আবেদন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে ফল–২০২৫ সেশনে ২৮তম ব্যাচে ফলিত গণিত বিষয়ে মাস্টার্স উইকেন্ড প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ২০ আগস্ট।
কোর্সের বিস্তারিত১. ডিগ্রির নাম: মাস্টার্স অব সায়েন্স ইন অ্যাপ্লায়েড ম্যাথমেটিকস।
২. প্রোগ্রামের মেয়াদ: এক বছর।
৩. ক্রেডিট ঘণ্টা–৩০ এমবিএ প্রোগ্রাম।
৪. ক্লাস হবে বন্ধের দিন।
৫. আন্তর্জাতিক মানের কোর্স কারিকুলাম ও বাস্তবজীবন–সম্পর্কিত সমস্যা সমাধান শেখানো হবে।
আরও পড়ুনচীনের বিশ্ববিদ্যালয়গুলো কি আসলেই বিশ্বের সেরা৭ ঘণ্টা আগেযাঁরা আবেদন করতে পারবেন১. আবেদনকারীকে নিচের ডিসিপ্লিন থেকে সিজিপিএ–২.৫০ পেতে হবে, ৪.০০–এর মধ্যে বা দ্বিতীয় শ্রেণি।
২. ডিসিপ্লিন হতে হবে: বিএসসি (সম্মান) গণিত, বিএসসি (সম্মান) যেকোনো ডিসিপ্লিন, বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি, বিএসসি (পাস) গণিত।
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪টি বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম, জিপিএ–২.৫ হলেই আবেদন০৯ আগস্ট ২০২৫ভর্তির দরকারি তারিখ১. আবেদনের শেষ তারিখ: ২০ আগস্ট ২০২৫।
২. ভর্তি পরীক্ষার তারিখ: ২২ আগস্ট ২০২৫, শুক্রবার। সময়: সকাল ১০টা।
৩. ফলাফল প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫।
৪. ভর্তির তারিখ: ২৫ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর ২০২৫।
৫. ক্লাস শুরুর তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৫।
* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট:
আরও পড়ুনএসএসসিতে ফলাফল পুনর্নিরীক্ষণ: ঢাকা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ২৮৬, ফেল থেকে পাস ২৯৩১০ আগস্ট ২০২৫