ভারতে ভেজাল মদ পান করে ১৪ জনের মৃত্যু
Published: 13th, May 2025 GMT
ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে ভেজাল মদ পান করে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
পুলিশের তথ্যমতে, অমৃতসরের ছয়টি গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটে। গ্রামগুলো হলো ভাঙ্গালি, পাতালপুরি, মারারি কালান, থেরেওয়াল ও তালওয়ান্দি গুমান। ভেজাল মদ পান করে অসুস্থ হয়ে পড়া আরও ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অমৃতসরের উপকমিশনার সাক্ষী সহনি ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মৃত্যুর পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের জ্যেষ্ঠ সুপার মনিন্দ্র সিং। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলার প্রধান আসামিরা হলেন প্রাভজিৎ সিং, কুলবীর সিং, সাহেব সিং, গুরজান্ত সিং ও নিন্দার কাউর।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আমিনবাজারে পুলিশের তল্লাশি
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন জনের বিচারের রায়কে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এরই অংশ হিসেবে সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে রাজধানীর অন্যতম প্রবেশ পথ ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
আরো পড়ুন:
পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে বাড়ানো হয়েছে নিরাপত্তা
চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি, ঢাকায় যান চলাচল স্বাভাবিক
পুলিশ জানায়, রায়কে কেন্দ্র করে কেউ যাতে নাশকতা করতে না পারে, সেজন্য সাভারের আমিনবাজারে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। সেখানে বাস, প্রাইভেটকার, মোটরসাইকেল তল্লাশি করা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তিদেরকেও তল্লাশি করা হচ্ছে।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা বলেন, “পথচারী ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশ কাজ করছে। সাভারের আমিনবাজারে পুলিশের চেক পোস্ট বসানো হয়েছে। মোবাইল টিম সার্বক্ষণিক কাজ করছে। নাশকতারোধে পুলিশের অভিযান চলছে।”
ঢাকা/সাব্বির/মাসুদ