জিয়াউল রোশান ও শবনম বুবলী জুটির নতুন সিনেমা ‘পুলসিরাত’। তবে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখার আপত্তির মুখে সিনেমাটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে— ‘সরদার বাড়ির খেলা’। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সিনেমাটির নায়ক রোশান। 

সিনেমাটির নাম পরিবর্তনের কারণ ব্যাখ্যা রোশান বলেন, “একজন ছেলের জীবনের মোড় ঘোরানো কিছু ধাপ নিয়ে সিনেমাটির গল্প। সেই চরিত্রেই আমি অভিনয় করেছি। শুরুতে সিনেমার নাম ছিল ‘পুলসিরাত’, তবে এতে ইসলামি কোনো বিষয় না থাকায় হয়তো প্রিভিউ কমিটিতে তা গ্রহণযোগ্য মনে হয়নি।”

পরিচালক রাখাল সবুজ বলেন, “সিনেমাটি ২০২২-২৩ অর্থবছরে ‘পুলসিরাত’ নামে সরকারি অনুদান পেয়েছিল। কিন্তু প্রিভিউ কমিটিতে জমা দেওয়ার পর নাম পরিবর্তনের পরামর্শ আসে। সে অনুযায়ী দুই সপ্তাহ আগে নতুন নাম ‘সরদার বাড়ির খেলা’ দিয়ে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দিই এবং সেন্সর ছাড়পত্র পাই।”

আরো পড়ুন:

উর্দু ভাষায় পাকিস্তানে মুক্তি পাচ্ছে বাংলাদেশের ‘জংলি’

শাশুড়ি মায়ের হাতের রান্না যেন মধু: শবনম বুবলী

আগামী কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। ইতোমধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান নির্মাতা।

রোশান ও বুবলী ছাড়া সিনেমাটিতে অভিনয় করেছেন— শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খান, ইরেশ যাকের প্রমুখ।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

বুবলীর যে গুণে মুগ্ধ হয়ে প্রেমে পড়েছিলেন তাপস

‘দেয়ালের দেশ’, ‘প্রহেলিকা’-এর মতো একের পর এক সিনেমায় অভিনয় করে নিজেকে সুঅভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন চিত্রনায়িকা বুবলী। তার অভিনয় সকল স্তরের দর্শকের প্রশংসা পেয়েছে। একদিকে তিনি কমার্শিয়াল বাণিজ্যিকি সিনেমায় কাজ করেছেন অন্যদিকে গল্পনির্ভর সিনেমায়ও কাজ করেছেন। মডেলিংয়েও সরব উপস্থিতি রয়েছে এই নায়িকার। 

এক সময় বেসরকারি টিভি চ্যানেল ‘গানবাংলা’ টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছিল। একটি সাক্ষাৎকারে উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় তাপসকে প্রশ্ন করেন, বুবলীর সঙ্গে কেন প্রেম জড়িয়ে গেলেন?

তাপস বলেন, ‘‘প্রেমটাকে অস্বীকার না করে কাজের প্রতি প্রেম বলা ভালো হবে। ভবিষ্যতেও বুবলীকে নিয়ে কাজ করতে অত্যন্ত আগ্রহী থাকবো, আনন্দিত থাকবো।’’ 

আরো পড়ুন:

সুচিত্রা সেন ও শাবানার বায়োপিকে কাজ করতে চান বুবলী

শাকিব-অপুর ভিডিও ভাইরাল, বুবলী বললেন ‘নোংরা ভিডিও ছড়াবেন না’

বর্তমানে গানবাংলার সম্প্রচার বন্ধ রয়েছে। বুবলীর ব্যস্ত সময় কাটাচ্ছেন সিনেমা আর মডেলিংয়ে।

তাপসের সঙ্গে বুবলীর প্রেমের গুঞ্জনকে প্রপাগান্ডা হিসেবে আখ্যা দিয়েছেন চিত্রনায়িকা বুবলী। তিনি

একটি সাক্ষাৎকারে বলেন, ‘‘ গানবাংলায় যখন আমাকে আমন্ত্রণ জানানো হলো, তখন সেই ইস্যুটা নিয়েও প্রপাগান্ডা ছড়ানো হলো।  আমার সিনেমা প্রসঙ্গ আসার পরই এমন নোংরামি শুরু হয়ে যায়। আমাকে আমার কাজ-পরিবার ছাড়া কোথাও কোনো বাজে আড্ডাতে দেখতে পাবেন না তাপস ভাই ও মুন্নি ভাবির সঙ্গে আমার সম্পর্ক খুব স্বাভাবিক।’’

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ