ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা: মডেল টেস্ট
Published: 15th, May 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘ব্যবসায় শিক্ষা ইউনিট ’ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের (শুধু ব্যবসায় শিক্ষা শাখা) পুনর্ভর্তি পরীক্ষা ১৭/০৫/২০২৫ তারিখ অনুষ্ঠিত হবে।
দরকারি নির্দেশাবলি—
১. ভর্তি পরীক্ষার তারিখ: ১৭ মে ২০২৫, শনিবার।
২.ভর্তি পরীক্ষার সময়: বেলা ৩টা-৩টা ৪৫ মিনিট পর্যন্ত।
৩. ভর্তি পরীক্ষার সময়: ৪৫ মিনিট।
৪.
৫. প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।
* বাংলা ( আবশ্যিক) —১২ নম্বর
১. ‘ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই।’— এ উক্তিটি কার?
ক. অপরাজিতার খ. অনুপমের
গ. শম্ভুনাথের ঘ. কল্যাণীর
২. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত?
ক. ৭টি খ. ৯টি
গ. ১১টি ঘ. ১৩টি
৩. পদাশ্রিত নির্দেশক কার মতো ব্যবহৃত হয়?
ক. ধাতুর মতো খ. প্রত্যয়ের মতো
গ. বিভক্তির মতো ঘ. সমাসের মতো
৪. ‘বগুড়ার চিনিপাতা দই সুস্বাদ।’—এ বাক্যটির ‘চিনিপাতা’ কোন কারক?
ক. অপাদান কারক খ. কর্ম কারক
গ. করণ কারক ঘ. অধিকরণ কারক
৫. ‘Bloc’-এর যথার্থ পারিভাষিক শব্দ কোনটি?
ক. অবরোধ খ. শক্তিজোট
গ. হরতাল ঘ. রাস্তা বন্ধ
৬. ‘যত বড় মুখ নয় তত বড় কথা’— এ সংলাপটি কার?
ক. রবার্ট ক্লাইভ খ. ক্লেস্টন
গ. ওয়ালি খান ঘ. হলওয়েল
৭. ‘গুঁড়েবালি’ বাগধারাটির অর্থ কোনটি?
ক. বিশৃঙ্খলা খ. নষ্ট হয়ে গেছে
গ. শুরুতেই ভুল ঘ. আশায় নৈরাশ্য
৮. ‘আমার পথ’ প্রবন্ধে পথপ্রদর্শক কে?
ক. সত্য খ. ধর্ম
গ. দেশপ্রেম ঘ. সাহসী নেতা
৯. ‘রেইনকোট’ গল্পে মোট কয়টা ঋতুর উল্লেখ আছে?
ক. একটি খ. দুটি
গ. তিনটি ঘ. চারটি
১০. ‘বিশ্বাসের পাথরে যেন খোদাই সেই চোখ।’—কার চোখ?
ক. মজিদের খ. রহিমার
গ. আক্কাসের ঘ. গ্রামবাসীর
১১. কোন শব্দগুচ্ছটি শুদ্ধ?
ক. সমীচীন, হরীতকী, বাল্মীকি, অতীন্দ্রিয়
খ. সমিচীন, হরিতকী, বাল্মীকি, অতীন্দ্রিয়
গ. সমীচীন, বাল্মিকী, হরীতকী, অতিন্দ্রীয়
ঘ. সমীচিন, বাল্মিকী, হরিতকি, অতীন্দ্রিয়
১২. ‘প্রাতরাশ’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. প্রাত+রাশ খ. প্রাত+আশা
গ. প্রাতঃ+রাশ ঘ. প্রাতঃ+আশআরও পড়ুনবিনা মূল্যে আইটি প্রশিক্ষণে করুন আবেদন, ২ লাখ টাকার কোর্স শেষে কর্মসংস্থানের সুযোগ১৪ মে ২০২৫
* ইংরেজি ( আবশ্যিক) —১২ নম্বর
1. He was angry — me for no reason.
a. for b. over
c. with d. upon
2. The car broke down and we — get a taxi.
a. are to b. had to
c. have to d. need to
3. It is high time we — home.
a. return b. had returned
c. returned d. had been returned
4. The synonym of 'Intrepid' is — .
a. fearless b. coward
c. indifferent d. unmindful
5. Sweet — the uses of adversity.
a. is b. are
c. has d. have
6. Translate into Englih: আমিই দোষী।
a. I am a guilty b. I am in guilty
c. It is I am guilty d. It is I who am guilty
7. I request that the work — .
a. is done b. be done
c. is doing d. should do
8. Identify the word with correct spelling.
a. accomodation b. surveillance
c. encyclopiedia d. pursuite
9. "A person who carries burden for hire" is
called — .
a. carrier b. porter
c. cobbler d. smith
10. He apologized— being late.
a. at b. in
c. for d. about
11. Of the two brothers, Sabit is — .
a. wiser b. the wiser
c.the wisest d. wise
12. Choose the correctly spelled word:
a. Definately b.Definitely
c.Definatelye d. Definitly
* হিসাববিজ্ঞান (আবশ্যিক) —১২ নম্বর
১. রেওয়ামিল প্রণয়নের মাধ্যমে কোন ভুল ধরা পড়ে?
ক. লেখার ভুল খ. গাণিতিক ভুল
গ. দ্বৈতলেখার ভুল ঘ. বাদ পড়ার ভুল
২. ISAB–এর পূর্ণরূপ কি?
ক. International Account Standards Board.
খ. International Accounting Standerds Board.
গ. Internal Accounting Standerds Board.
ঘ. Inter Accounting Standerds Board.
৩. রাজস্বকে সাধারণত কখন চিহ্নিত করা হয়?
ক. উত্পাদন শেষে খ. বিক্রয়ের সময়
গ. কেনার সময় ঘ. মজুদ করলে
৪. হিসাববিজ্ঞানের ‘মূল ভিত্তি’ কোনটি?
ক. রেওয়ামিল খ. জাবেদা
গ. দু তরফা দাখিলা পদ্ধতি ঘ. মালিকানা
৫. অনুপার্জিত আয় নির্দেশ করে কোনটি?
ক. আয় খ. চলতি দায়
গ. ব্যয় ঘ. চলতি সম্পদ
৬. লেনদেনের স্থায়ী ভান্ডার কোনটি?
ক. খতিয়ান খ.ডেভিট জের
গ. সাধারণ জাবেদা ঘ. লেনদেন
৭. মূলধন তহবিল নির্ণয়ে কোনটি বিবেচিত হয় না?
ক. অগ্রিম ভাড়া খ. বকেয়া বেতন
গ. চাঁদা আয় ঘ. অনাদায়ী চাঁদা
৮. অংশীদার কারবারের মূল ভিত্তি কোনটি?
ক. চুক্তি খ. নিবন্ধন
গ. মুনাফা অর্জন ঘ. দরকারি তথ্য
৯. প্রারম্ভিক মজুতমাল ৭,৫০০ টাকা, ক্রয় ৫২,৫০০ টাকা, বিক্রয় ৫০,০০০ টাকা এবং লাভের হার ২০% হলে সমাপনী মজুদমাল কত হবে?
ক. ২০,০০০ টাকা খ. ২৩,৫০০ টাকা
গ. ১৭,৫০০ টাকা ঘ. ১০,০০০ টাকা
১০. নিচের কোনটি আর্থিক বিবরণীর গুণগত বৈশিষ্ট্য নয়?
ক. প্রাসঙ্গিকতা খ. ঐতিহাসিক ব্যয়
গ. বিশ্বাসযোগ্যতা ঘ. পূর্বানুমান মূল্য
১১. উত্পাদন ব্যয় হিসেবে সব প্রত্যক্ষ ব্যয়ের সমষ্টিকে কী বলে?
ক. পরোক্ষ ব্যয় খ. মুখ্য ব্যয়
গ. গৌণ ব্যয় ঘ. উপরি ব্যয়
১২. কোনটি অস্থায়ী হিসাব?
ক. নগদান হিসাব খ. ব্যাংক হিসাব
গ. ভাড়া হিসাব ঘ. মজুদ পণ্য হিসাব
* ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ( আবশ্যিক) —১২ নম্বর
১. আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনক কে?
ক. হেনরি ফেয়ল খ. রবার্ট ওয়েন
গ. পিটার এফ ড্রাফার ঘ. থমাস মুর
২. সবচেয়ে প্রাচীন ব্যবসায় সংগঠন কোনটি?
ক. সমবায় সমিতি খ. অংশীদারি
গ. যৌথ মূলধনি কোম্পানি ঘ. এক মালিকানা
৩. অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কী?
ক. পারস্পরিক বিশ্বাস খ. চুক্তি
গ. অংশীদারি আইন ঘ. নিবন্ধনপত্র
৪. কোম্পানি সংগঠনে মালিকদের দায় কেমন?
ক. সসীম খ. সীমাহীন
গ. আইন দ্বারা নির্ধারিত
ঘ. ব্যবস্থাপনা দ্বারা নির্ধারিত
৫. বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে কোন ধরনের শেয়ার
সর্বোত্তম?
ক. সাধারণ শেয়ার খ. প্রবর্তকের শেয়ার
গ. বোনাস শেয়ার ঘ. অগ্রাধিকার শেয়ার
৬. চাহিদা বৃদ্ধি ও উত্পাদন হ্রাসের ফল কোনটি?
ক. ব্যবস্থাপনা খ. মুদ্রাস্ফীতি
গ. ভারসাম্য দাম ঘ. ভোক্তা বৃদ্ধি
৭. উপমহাদেশে প্রথম সমবায় আইন পাস হয় কত সালে?
ক. ১৯০৪ সালে খ. ১৯০৫ সালে
গ. ১৯৮৭ সালে ঘ. ১৯৮৯ সালে
৮. রাষ্ট্রীয় ব্যবসায় কী উদ্দেশ্য নিয়ে গড়ে উঠে?
ক. একচেটিয়া ব্যবসায় রোধ খ. অর্থবাজার নিয়ন্ত্রণ
গ. জনসকল্যাণ সাধন ঘ. ভারী শিল্পপ্রতিষ্ঠা
৯. ‘X ও Y’ তত্ত্ব কে প্রবর্তন করেন?
ক. হেনরি ফেয়ল খ. টেরি অ্যান্ড ফ্রাঙ্কলিন
গ. ডগলাস ম্যাকগ্রেগর ঘ. আইরিচ এবং কুঞ্জ
১০. কোন ধরনের সংগঠনে সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যায়?
ক. সরলরৈখিক খ. কমিটি
গ. কার্যভিত্তিক ঘ. অনানুষ্ঠানিক
১১. SWOT বিশ্লেষণ ব্যবস্থাপনার কোন কাজে প্রয়োজন?
ক. সংগঠন খ. নিয়ন্ত্রণ
গ. কর্মী সংস্থান ঘ. পরিকল্পনা
১২. দায়িত্ব ও জবাবদিহি নির্ধারণকে কী বলে?
ক. সংগঠন খ. নিয়ন্ত্রণ
গ. কর্মীসংস্থান ঘ. পরিকল্পনা
(নিচের যে কোনো একটি বিষয়ে উত্তর করতে হবে)
*উত্পাদন ব্যবস্থাপনা ও বিপণন—১২ নম্বর
১. উত্পাদনশীলতা কিভাবে পরিমাপ করা হয়?
ক. শতকরা হারে খ. জ্যামিতিক হারে
গ. আনুপাতিক হারে ঘ. পরিমাণ সূচকে
২. জীবন বিমা পলিসি কোন ধরনের পণ্যের অন্তর্ভুক্ত?
ক. শপিং খ. অযাচিত
গ. মূল্যবান ঘ. বিশিষ্ট
৩. পণ্য বা সেবা কর্তৃক মানুষের অভাব মেটানোর ক্ষমতাকে কী বলে?
ক. উপভোগ খ. চাহিদা
গ. উত্পাদন ঘ. ভোগ
৪. ‘শ্রম বিভাজনের ধারণা’ প্রবর্তন করেন কে?
ক. হেনরি ফয়েল খ. অ্যাডাম স্মিথ
গ. এফ টেইলরঘ. সক্রেটিস
৫. উত্পাদনশীলতা হলো—
ক. উত্পাদনের অনুপাত ও সময়
খ. উপকরণ ও উত্পাদনের অনুপাত
গ. উত্পাদন ও কাঁচামালের হার
ঘ. উত্পাদন ও উপকরণের অনুপাত
৬. উত্তম বিন্যাসের ওপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে কোনটি?
ক. শিল্পের প্রকৃতি খ. পণ্যের প্রকৃতি
গ. শ্রমিক দক্ষতা ঘ. ব্যবস্থাপনার নীতি
৭. উত্পাদনের আদি উপকরণ কোনটি?
ক. সংগঠন খ. মূলধন
গ. ভূমি ঘ. শ্রম
৮. উত্পাদনের ‘কাম্য মাত্রা’ কী?
ক.সর্বনিম্ন উত্পাদন খ. গড় ব্যয় সর্বোচ্চ
গ. গড় ব্যয় সর্বনিম্ন ঘ. সর্বোচ্চ উত্পাদন
৯. ‘PPP’-এর পূর্ণরূপ কোনটি?
ক. Public Private Partnarship.
খ. Publicly Private Partnarship.
গ. Public Private Partnar.
ঘ. Public Private Partnarships.
১০. আব্রাহাম মাসলোর চাহিদা তত্ত্বের সর্বোচ্চ ধাপ কোনটি?
ক. আত্ম পরিবর্তন খ. আত্মসমান
গ. আত্মবিশ্বাস ঘ. আত্মতৃপ্তি
১১. একতরফা দাখিলা পদ্ধতিতে কোনটি জানা অসম্ভব—
ক. নিট লাভ খ. নিট ক্ষতি
গ. মোট লাভ ঘ. মোট দায়
১২. মূল্য নির্ধারণের বাহ্যিক বিবেচ্য বিষয় নয় কোনটি?
ক. বাজারের ধরন খ. বিপণন মিশ্রণ
গ. সরকারি পদক্ষেপ ঘ. ভোক্তা
* ফিন্যান্স , ব্যাংকিং ও বিমা —১২ নম্বর
১. নিচের কোনটি বন্ড হোল্ডারদের ঝুঁকির প্রধান উত্স?
ক. আর্থিক ঝুঁকি খ. ব্যবসায়িক ঝুঁকি
গ. বৈচিত্র্যপূর্ণ ঝুঁকি ঘ. অ-বৈচিত্র্যপূর্ণ ঝুঁকি
২. নিচের কোনটি হস্তান্তরযোগ্য দলিল?
ক. বাণিজ্যিক পত্র খ. ট্রেজারি বিল
গ. প্রত্যয়ন পত্র ঘ. অঙ্গীকার পত্র
৩. ঝুঁকি ও আয়ের মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান?
ক. ধনাত্মক খ. ঋণাত্মক
গ. সমানুপাতিক ঘ. নিরপেক্ষ
৪. তারল্য ও মুনাফার সম্পর্ক কেমন?
ক. ঊর্ধ্বমুখী খ. নিম্নমুখী
গ. সমানুপাতিক ঘ. কোনো সম্পর্ক নেই
৫. ঋণদাতা ও ঋণগ্রহীতার মধ্যে চুক্তিবদ্ধ বার্ষিক সুদ কোনটি?
ক. চক্রবৃদ্ধি সুদ খ. নামিক সুদ
গ. সরল সুদ ঘ. কার্যকর সুদ
৬. কলমানি রেট কী?
ক. কেন্দ্রীয় ব্যাংকের সুদ খ. আন্তব্যাংক সুদের হার
গ. বিনিয়োগের সুদের হার ঘ. ঋণের হার
৭. বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি?
ক. হাবীব ব্যাংক খ. ইসলামী ব্যাংক
গ. এবি ব্যাংক ঘ. উত্তরা ব্যাংক
৮. এক টাকা, ২ টাকা ও ৫ টাকার নোটকে বলা হয়?
ক. ব্যাংক নোট খ. সাচিবিক নোট
গ. সরকারি নোট ঘ. বেসরকারি নোট
৯. একটি বৈধ চেকের মেয়াদ কত দিন থাকে?
ক. ১৫ দিন খ. ৩ মাস
গ. ৬ মাস ঘ.১ বছর
১০. কোন ক্ষেত্রে অর্থের সময় মূল্যের প্রয়োগ সবচেয়ে বেশি?
ক. চলতি মূলধন ব্যবস্থাপনায় খ. লভ্যাংশ সিদ্ধান্তে
গ. অর্থসংস্থান সিদ্ধান্তে ঘ. বিনিয়োগ সিদ্ধান্তে
১১. চলতি মূলধন সিদ্ধান্তের ক্ষেত্রে মূল বিবেচ্য বিষয় কী?
ক. লভ্যাংশ প্রদান খ. তারল্য
গ. মুনাফা বৃদ্ধি ঘ. ঝুঁকি হ্রাস
১২. কোনটিকে ‘Deep discount’ বন্ড বলা হয়?
ক. নির্দিষ্ট মেয়াদি বন্ড খ. চিরস্থায়ী বন্ড
গ. শূন্য কুপন বন্ড ঘ. আয় বন্ড
*সঠিক উত্তর-
বাংলা: ১. গ ২.ক ৩. খ ৪. গ ৫. খ ৬. খ ৭. ঘ ৮.ক ৯.গ ১০. ঘ ১১.ক ১২.খ
ইংরেজি: 1.c 2.b 3.c 4.a 5.b 6.d 7.b 8.b 9.b 10.c 11.b 12.b
হিসাববিজ্ঞান : ১.খ ২.খ ৩.খ ৪.গ ৫.খ ৬.ক ৭.গ ৮.ক ৯.ক ১০.খ ১১.খ ১২.গ
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা : ১.খ ২.ঘ ৩.খ ৪.ক ৫.ক ৬. খ ৭.ক ৮.গ ৯.গ ১০.ক ১১.ঘ ১২.ক
উত্পাদন ব্যবস্থাপনা ও বিপণন: ১.গ ২.খ ৩.ক ৪.খ ৫.খ ৬.খ ৭.গ ৮.ঘ ৯.ক ১০.ঘ ১১.গ ১২. ক
ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা: ১.ক ২.ঘ ৩.ক ৪.ক ৫.খ ৬.খ ৭.গ ৮.গ ৯.গ ১০.ঘ ১১.খ ১২.গ ।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ৫০০ ট ক ন ধরন র আবশ য ক ন ব যবস ব যবস য় পর ক ষ র ক নট সরক র স গঠন র সময় ম লধন
এছাড়াও পড়ুন:
গাজা নিয়ে ট্রাম্পের বিশ দফা যেন বিশটি ‘বিষের বড়ি’
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত এই যুদ্ধে ৬৬ হাজার ফিলিস্তিনি নিহত, ১ লাখ ৬৮ হাজার জন আহত এবং কয়েক হাজার শিশু অনাহারে মারা গেছে। সর্বশেষ গাজা সিটি দখল করতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলে।
এই নির্মম চক্র ‘ভাঙতে’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক প্রস্তাব ব্যর্থ হয়েছে। এমনকি গত ফেব্রুয়ারিতে তিনি একটি এআই-জেনারেটেড ভিডিও পোস্ট করে গাজাকে মার্কিন দখলে নিয়ে ‘মধ্যপ্রাচ্যের রিভিয়েরা’ বানানোর স্বপ্নের কথাও জানান দিয়েছিলেন তিনি।
নতুন করে আবারও তিনি ২০ দফা পরিকল্পনা প্রকাশ করেছেন। যেখানে হামাসকে উচ্ছেদ করে ‘টেকনোক্র্যাটিক ফিলিস্তিনি কমিটি’ গঠনের কথা রয়েছে। সেই কমিটিকে তদারক করার জন্য একটি ‘শান্তি পরিষদ’ গঠন করা হবে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নেতৃত্বে। তবে চেয়ারম্যান প্রধান থাকবেন ট্রাম্প নিজেই।
সোমবার হোয়াইট হাউস এই পরিকল্পনা প্রকাশের আগে চলমান জাতিসংঘের ৮০তম অধিবেশনের ফাঁকে আরব নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। এরপর তিনি নেতানিয়াহুর সম্মতি গ্রহণ করেন এবং হামাসকে হুমকি দিয়েছেন, ‘মেনে নাও, নইলে যুদ্ধ চলবে।’
কিন্তু এই ‘শান্তি পরিকল্পনা’ কি শান্তি আনবে, নাকি ফিলিস্তিনিদের জন্য এটা হবে একটা নতুন শৃঙ্খল? ফিলিস্তিনি-আমেরিকান বিশ্লেষক ওমর বদ্দার এই পরিকল্পনাকে আখ্যা দিয়েছেন ‘পয়জন পিল’ বলে। তিনি আল–জাজিরাকে বলেছেন, কিছু ইতিবাচক দিক থাকলেও এর মূল উপাদান ফিলিস্তিনি স্বাধীনতাকে অস্বীকার করা হয়েছে। গাজার বাসিন্দা ইবরাহিম জুদেহ বলেন, ‘এটি অবাস্তব—যুদ্ধ চলবে।’
বিষাক্ত স্বপ্নের সূচনা যেভাবে হয়ট্রাম্পের বর্তমান পরিকল্পনা মূলত তার ফেব্রুয়ারি ২০২৫-এর ‘গাজা রিভিয়েরা’ প্রস্তাবেরই ছায়া। সে সময় তার ‘গাজা রিকনস্ট্রাকশন, ইকোনমিক অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন ট্রাস্ট (GREAT) প্রকল্পে গাজাকে দুবাই-স্টাইলের রিসোর্টে রূপান্তরের কল্পনা করা হয়, যেখানে থাকবে স্কাইস্ক্র্যাপার, কৃত্রিম দ্বীপ, ‘ট্রাম্প রিভিয়েরা’ এবং ‘ইলন মাস্ক স্মার্ট ম্যানুফ্যাকচারিং জোন’।
৫ লাখ ফিলিস্তিনিকে ৯ হাজার ডলারের ‘রিলোকেশন প্যাকেজ’ দিয়ে ‘স্বেচ্ছায়’ অন্য দেশে সরানোর পরিকল্পনা ছিল। পরে আরব রাষ্ট্রনেতারা ও জাতিসংঘ এটিকে ‘পাগলামি’ বলে প্রত্যাখ্যান করে। এমনটি ইসরায়েলে জনপ্রিয় দৈনিক হারেৎজ ‘ট্রাম্পিয়ান গেট-রিচ-কুইক স্কিম’ বলে উপহাস করে।
পরে প্রকাশ পায় যে, এই প্রস্তাবের নেপথ্যে ছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ফিন্যান্সিয়াল টাইমসের তদন্তে উঠে আসে, ব্লেয়ারের ‘টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জ’ (টিবিআই) ইসরায়েলি ব্যবসায়ী ও বিসিজির সঙ্গে মিলে ‘গাজা ইকোনমিক ব্লুপ্রিন্ট’ তৈরি করে এবং ইসরায়েল পরিচালিত ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) নিরাপত্তা প্রধান সাবেক সিআইএ কর্মকর্তা ফিল রিলে সে সময় ব্লেয়ারের সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করে প্রজেক্ট পিচ করেন।
সেই ‘রিভিয়েরা’র ছায়াই ট্রাম্পের বর্তমান পরিকল্পনায় ফিরে এসেছে। ধারণা করা হয়, সে কারণেই বর্তমান পরিকল্পনায় ব্লেয়ার ‘ট্রানজিশনাল অথরিটি’র পরিচালক হিসেবে প্রস্তাব করা হয়েছে।
আরও পড়ুনট্রাম্পের ২০ দফা পরিকল্পনা: নেতানিয়াহুর পরাজয় নাকি হামাসের আত্মসমর্পণ২১ ঘণ্টা আগেব্লেয়ারের বিতর্কিত ভূমিকাপরিকল্পনার কেন্দ্রে রয়েছে গাজার শাসন একটি ‘অস্থায়ী টেকনোক্র্যাটিক ফিলিস্তিনি কমিটি’, যা ‘শান্তি পরিষদ’–এর তত্ত্বাবধানে পরিচালিত হবে। কিন্তু কমিটির সদস্য কে নির্বাচন করবে? প্রক্রিয়া কী? এর কোনো উত্তর পাওয়া যায় না। ব্লেয়ারকে বলা হয় ২০০৩-এর ইরাক যুদ্ধের ‘স্থপতি’। চিলকট রিপোর্ট প্রমাণ করে, ব্লেয়ার শান্তিপূর্ণ বিকল্প চূড়ান্ত না করে যুদ্ধে যান, যা লাখ লাখ জীবন ধ্বংস করেছে।
ওমর বদ্দার বলেন, ‘ব্লেয়ার ও ট্রাম্পের রেকর্ড অপরাধমূলক। ব্লেয়ার ইরাক আক্রমণের মিথ্যার অজুহাতের নায়ক ছিলেন; আর ট্রাম্প হলো পশ্চিম তীরের অবৈধ বসতি স্থাপন, গোলান মালভূমি দখল, জেরুজালেম ইসরায়েলের হাতে ছেড়ে দেওয়ার সমর্থক।’
জাতিসংঘের আবাসন বিশেষজ্ঞ বালাকৃষ্ণান রাজাগোপাল আল–জাজিরাকে বলেছেন, ‘ব্লেয়ারের নেতৃত্বে ‘ট্রানজিশনাল অথরিটি’ মাধ্যমে স্থায়ী বাফার জোন তৈরি গাজার ভূমি দখলের একটি ঘৃণ্য প্রচেষ্টামাত্র।’ অস্ট্রেলিয়ান সিনেটর ডেভিড শুব্রিজ বলেছেন, ‘ব্লেয়ার গাজায় কেন, তার তো ইরাক যুদ্ধের জন্য বিচারের কাঠগড়ায় থাকা উচিত।’ লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিনের মতে, ‘ব্লেয়ার মধ্যপ্রাচ্যে থাকা উচিত নয়—তার ইরাক সিদ্ধান্ত হাজার হাজার জীবন কেড়েছে।’
২০০২ সালে ইসরায়েল-ফিলিস্তিন শান্তিপ্রক্রিয়াকে এগিয়ে নিতে, বিশেষ করে দ্বিরাষ্ট্র সমাধানের লক্ষ্যে ‘কোয়ার্টেট অন দ্য মিডল ইস্ট’ নামের একটি আন্তর্জাতিক গ্রুপ গঠিত হয়েছিল। ব্লেয়ার ছিল এই গ্রুপের প্রতিনিধি। ব্লেয়ারের দায়িত্ব ছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রতিষ্ঠান গঠনে সহায়তা, অর্থনৈতিক প্রকল্প তত্ত্বাবধান এবং ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনায় সহযোগিতা করা। কিন্তু ফিলিস্তিনিদের অভিযোগ, তিনি তখন অবৈধ ইসরায়েলি বসতি রোধ করতে কোনো ভূমিকা রাখেননি, বরং ইসরায়েলের পক্ষ নিয়েছেন। এমনকি ২০১৪ সালে ইসরায়েল গাজায় অভিযান চালালেও ব্লেয়ার নীরব থাকেন।
হামাসকে নিরস্ত্র করা নাকি স্থায়ী দখলের চেষ্টাপরিকল্পনায় বলা হয়েছে, হামাস অস্ত্র ছাড়লে ইসরায়েল ‘মান, অগ্রগতি ও সময়সীমা’ বিবেচনা করে সেনা প্রত্যাহার করবে। কিন্তু কোনো টাইমলাইন নেই। গাজা ‘সন্ত্রাসমুক্ত’ না হওয়া পর্যন্ত ইসরায়েল একটা ‘নিরাপত্তাবেষ্টনী’ দিয়ে রাখবে। কিন্তু কে ঠিক করবে যে ‘সন্ত্রাসমুক্ত’ হয়েছে কি না?
ওমর বদ্দার বলেন, ‘ইসরায়েল অনির্দিষ্টকাল দখল চালাবে, প্রত্যাহারের কোনো গ্যারান্টি নেই। ফিলিস্তিনিরা বন্দি জীবন যাপন করবে।’ ফিলিস বেনিস বলেন, ‘কোনো নিশ্চয়তা নেই যুদ্ধ শেষ হবে। ইসরায়েল জিম্মি ফিরিয়ে নিয়ে বলতে পারে, ‘সহযোগিতা পাচ্ছি না, যুদ্ধে ফিরব।’ হোয়াইট হাউসের মানচিত্রে দেখানো হয়েছে, তৃতীয় ধাপে ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডে ‘নিরাপত্তা বাফার জোন’ ধরে রাখবে।
একটি ‘অস্থায়ী আন্তর্জাতিক শান্তি বাহিনী’ (আইএসএফ) নিরাপত্তা দেখবে। কিন্তু কোন দেশ? ম্যান্ডেট কী? ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো হাজার হাজার শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব দিয়েছেন, আবার তিনি জাতিসংঘের অধিবেশনে শিগগিরই ইসরায়েলকে ইন্দোনেশিয়া ‘স্বীকৃতি’ দেওয়ার ইচ্ছাও ব্যক্ত করেছেন।
তা ছাড়া এই বাহিনীকে কি ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা দেওয়া হবে? সাবেক ইসরায়েলি কূটনীতিক অ্যালন পিনকাস বলেন, ‘এটি একটি সিমুলেশন গেম—জটিল, বিতর্কিত। নেতানিয়াহু চুক্তি ব্যর্থ করতে সময় কিনবেন। হামাস ৭২ ঘণ্টায় বন্দী মুক্তি দেবে না।’
হোয়াইট হাউসে বৈঠকের পর সোমবার যৌথ সংবাদ সম্মেলন করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (বাঁয়ে) ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প