অসম প্রেমের গুঞ্জনে ঘি ঢাললেন কঙ্কনা
Published: 15th, May 2025 GMT
বলিউড অভিনেত্রী-পরিচালক কঙ্কনা সেন শর্মা। এক বছরের বেশি সময় ধরে গুঞ্জন উড়ছে, ৭ বছরের ছোট অভিনেতা অমল পরাশরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। মাঝে অনেক দিন এ জুটির প্রেম নিয়ে চাপা ছিল। এবার প্রেমের সম্পর্কের গুঞ্জনের আগুনে নিজেরাই ঘি ঢাললেন।
অমল অভিনীত ওয়েব সিরিজ ‘গ্রাম চিকিৎসালয়’। বুধবার (১৪ মে) মুম্বাইয়ে সিরিজটির প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে ‘প্রেমিক’ অমলের সঙ্গে হাজির হন কঙ্গনা সেন শর্মা। একসঙ্গে ক্যামেরার সামনে পোজও দেন এই যুগল; যা এখন অন্তর্জালে ভাইরাল। মূলত, এরপর থেকে অমল-কঙ্কনার প্রেমের জোর গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে।
অমল-কঙ্কনার অসম প্রেম নিয়ে নানা চর্চা চললেও কেউই মুখ খুলেননি। তবে কিছুদিন আগে সম্পর্ক নিয়ে অমল বলেছিলেন, “আমি কমিটেড।” তবে প্রেমিকার নাম প্রকাশ্যে না আনার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমাকে কিছু আটকে রাখেনি। এটাও ঠিক আমি এমন কোনো কারণ দেখিনি, যার জন্য এটা প্রকাশ্যে আনা জরুরি।”
আরো পড়ুন:
কয়েক লাখ টাকার ‘টিয়া’ নিয়ে কানের লাল গালিচায় উর্বশী
গাড়ি দুর্ঘটনায় মারা যায় আমার প্রথম ভালোবাসা: প্রীতি জিনতা
একসঙ্গে পার্টিতে যাওয়ার কথা জানিয়ে অমল বলেন, “আমরা কারো কাছে কিছু লুকাচ্ছি না। একসঙ্গে পার্টিতে যাই, তা লোকজন জানেন। কিন্তু মিডিয়ায় আলাদা করে কিছু বলার প্রয়োজন অনুভব করি না। আমাদের সেটা দরকারও পড়েনি।”
সিনেমার শুটিং সেটে রণবীর শোরের সঙ্গে কঙ্কনা সেন শর্মার প্রেমের সম্পর্কের সূচনা। ২০০৬ সালে ‘মিক্সড ডাবলস’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা। দীর্ঘ দিন প্রেম করার পর ২০১০ সালে সম্পর্ক নিয়ে মুখ খুলেন কঙ্কনা-রণবীর।
এরপর দ্রুত বাগদান সেরে বিয়েও করে নেন তারা। বিয়ের ৬ মাসের মধ্যে পুত্র সন্তানের জন্ম দেন কঙ্কনা। ২০১৫ সালে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এই দম্পতি। ২০২০ সালে আইনিভাবে বিবাহবিচ্ছেদ ঘটে। তারপর অমলের সঙ্গে জীবনের নতুন যাত্রা শুরু।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র একসঙ গ গ ঞ জন
এছাড়াও পড়ুন:
ইডেনে স্পিন বিষ, ১৫ উইকেটের দিনে উড়ছে ভারত
ভারতকে প্রথমে পরীক্ষা দিতে হয়েছিল। এরপর দক্ষিণ আফ্রিকা। স্পিনাররা ইডেনের ২২ গজকে স্রেফ রণক্ষেত্র বানিয়ে ফেলেছিল। বল সারাদিন ছোবল দিল।
অসমান বাউন্সে প্রতিকূল উইকেট। যেখানে সারাদিন ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল লেগেছিল। কলকাতার নন্দনকাননে ১৫ উইকেটের দিন দেখল সমর্থকরা। যার ১২টিই নিয়েছেন স্পিনাররা।
দিন শেষে হাসিটা ফুটেছে ভারতের মুখে। ভারত ১ উইকেটে ৩৭ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছিল। শনিবার দ্বিতীয় দিনে তাদের ইনিংস আটকে যায় ১৮৯ রানে। এতে ৩০ রানের লিড পায় স্বাগতিকরা।
দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে নেমেই এলোমেলো হয়ে যায় কুলদীপ যাদব ও রাভীন্দ্র জাদেজার বোলিংয়ে। দ্বিতীয় দিন শেষে তাদের স্কোরবোর্ডের চিত্র এরকম, ৯৭/৭। হাতে ৩ উইকেট নিয়ে তাদের লিড কেবল ৬৩ রান।
জাদেজা ৪ ও কুলদীপ পেয়েছেন ২ উইকেট। অক্ষরের শিকার ১টি। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া জসপ্রিম বুমরাহ এখন পর্যন্ত উইকেটশূন্য।
প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা ২৯ ও করবিন বোস ১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। আউট হওয়া ৭ ব্যাটসম্যানের মধ্যে কেবল রায়ান রিকেলটন ও উইয়ান মুল্ডার দুই অঙ্কের ঘরে যেতে পারেন। দুজনই ১১ রান করে করেন।
এর আগে, দিনের শুরুতে ভারত হোঁচট খায় গিলকে হারিয়ে। ঘাড়ের চোটে মাঠ ছেড়ে গিল উঠে যান ৪ রানে। এরপর যারা এসেছেন কেউ ভরসা হয়ে উঠতে পারেননি। রিশাভ পান্ত ও জাদেজা ২৭ রানের দুটি ইনিংস খেলে। সুন্দরের ব্যাট থেকে আসে ২৯ রান। এছাড়া ধ্রুব জুরেল ১৪ ও অক্ষর পাটেল ১৬ রান করেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে বোলিংয়ে ৪ উইকেট নেন সাইমন হারমার। ৩ উইকেট পেয়েছেন মার্কো জানসেন।
ইডেনের ফাটল ধরা ২২ গজে প্রথম দুদিনেই ২৬ উইকেট নেই। সামনে কী অপেক্ষা করছে বোঝাই যাচ্ছে।
ঢাকা/ইয়াসিন