পিএসএল ফাইনালে কি সাকিব-রিশাদ-মিরাজকে একসঙ্গে দেখা যাবে
Published: 25th, May 2025 GMT
লাহোর কালান্দার্স ফ্র্যাঞ্চাইজি যেন এক টুকরা বাংলাদেশ। এই দলে এখন বিদেশি ক্রিকেটার আছেন ছয়জন, এর মধ্যে তিনজনই বাংলাদেশের—রিশাদ হোসেন, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। যদিও একসঙ্গে এখনো তিন বাংলাদেশিকে খেলতে দেখা যায়নি। কোয়েটা গ্লাডিয়েটরসের বিপক্ষে পিএসএল ফাইনালে কি এমন কিছু দেখা যেতে পারে?
এমনটা হলে এটা বিশেষ কিছুই হবে। কারণ, এমনিতেই বাংলাদেশের ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজি লিগে খুব একটা সুযোগ পান না। এক দলে সুযোগ তো পরের কথা।
আজকের পিএসএল ফাইনালের বাস্তবতাও কঠিনই। বাস্তবতা হচ্ছে, ফাইনালের একাদশে তিনজন বাংলাদেশিকে দেখার সম্ভাবনা নেই বললেই চলে।
দ্বিতীয় কোয়ালিফায়ারে লাহোরে বিদেশি হিসেবে খেলেছেন কুশল পেরেরা, ভানুকা রাজাপক্ষে, সাকিব ও রিশাদ। রাজাপক্ষে এলিমিনেটরে ১২ বলে ২৩ রানের অপরাজিত ইনিংসের পর দ্বিতীয় কোয়ালিফায়ারে করেন ১৩ বলে ২২ রান।
রান পাচ্ছেন কুশল পেরেরা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ ইন ল
এছাড়াও পড়ুন:
পাহাড়, সমুদ্র, চা–বাগান—একসঙ্গে দেখা যায় যে উপজেলায়
ছবি: প্রথম আলো