আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়সীমা বাড়ছে। বিদ্যমান করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকা থেকে বেড়ে হচ্ছে ৩ লাখ ৭৫ হাজার টাকা। তবে করমুক্ত সীমার পর করদাতাদের জন্য আয়ের যেসব স্তর রয়েছে, সেখানে পরিবর্তন আসছে এবং করহার বাড়ানো হচ্ছে। এ পরিবর্তনে বর্তমান করদাতাদের ওপর চাপ বাড়বে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। 

বর্তমানে নিত্যপণ্যের সরবরাহ পর্যায়ে ১ শতাংশ উৎসে কর পরিশোধ করতে হচ্ছে। আগামী বাজেটে এটি কমিয়ে অর্ধেক অর্থাৎ শূন্য দশমিক ৫০ শতাংশ করা হচ্ছে। অন্যদিকে সরকারি ট্রেজারি বিল বা বন্ডে বিনিয়োগ করলে তার ওপর উৎসে কর বাড়তে পারে। এ খাতে বিনিয়োগের ওপর বিদ্যমান উৎসে কর ৫ থেকে বেড়ে ১০ শতাংশ হতে পারে।

সূত্র জানায়, বর্তমানে করমুক্ত আয়সীমার পরবর্তী ১ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ৫ শতাংশ কর দিতে হয়। আগামী বাজেটে ১ লাখ টাকার পরিবর্তে এই আয়সীমা বাড়িয়ে করা হচ্ছে ৩ লাখ ১০ হাজার টাকা এবং করহার বাড়িয়ে ১০ শতাংশ হচ্ছে। পরবর্তী ৪ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর বর্তমানে কর দিতে হয় ১০ শতাংশ। আগামী অর্থবছরে তা বেড়ে হচ্ছে ১৫ শতাংশ। পরবর্তী ৫ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর এখন কর রয়েছে ১৫ শতাংশ, যা আগামী অর্থবছরে বেড়ে হচ্ছে ২০ শতাংশ। এর পরবর্তী ৫ লাখ টাকা পর্যন্ত একটি স্তর চলতি অর্থবছরে রয়েছে, যা থাকছে না। এই স্তরে ২০ শতাংশ হার ছিল। পরবর্তী ২০ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর কর থাকবে ২৫ শতাংশ। এর বেশি আয় হলে তার ওপর কর দিতে হবে ৩০ শতাংশ।

সূত্র আরও জানায়, প্রথম স্তরের পরিবর্তনে পরবর্তী সময়ের স্তরগুলো এখনকার মতো থাকবে না। ফলে উল্লেখযোগ্য অঙ্কের বিদ্যমান করদাতার ওপর প্রযোজ্য হার বাড়বে। প্রত্যক্ষ কর থেকে রাজস্ব আয় বাড়ানোর জন্য এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। আয়ের ওপর বর্তমানে সাতটি স্তর রয়েছে। আগামী বাজেটে ছয়টি স্তর হচ্ছে। সব মিলিয়ে বর্তমানে যারা যে স্তরে রয়েছেন, তার একটি বড় অংশ সেখানে থাকবেন না। ফলে তাদের এখনকার চেয়ে বাড়তি কর দিতে হবে। 

জানা গেছে, নারী, মুক্তিযোদ্ধাসহ অন্য করদাতাদের ক্ষেত্রেও করমুক্ত আয়সীমায় পরিবর্তন আসছে। বর্তমানে নারী করদাতা এবং ৬৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী করদাতাদের করমুক্ত আয়সীমা এখন ৪ লাখ টাকা। আগামী অর্থবছরে এই করমুক্ত আয়সীমা বেড়ে হচ্ছে ৪ লাখ ২৫ হাজার টাকা। বর্তমানে তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী করদাতার করমুক্ত আয়সীমা ৪ লাখ ৭৫ হাজার টাকা, যা আগামী বাজেটে বেড়ে হচ্ছে ৫ লাখ টাকা। গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা থেকে বেড়ে হচ্ছে ৫ লাখ ২৫ হাজার টাকা। 

ন্যূনতম কর অপরিবর্তিত থাকছে

আগামী অর্থবছরে ন্যূনতম কর অপরিবর্তিত থাকছে। ব্যক্তির মোট আয় করমুক্ত সীমা অতিক্রম করলে ঢাকার উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ন্যূনতম কর দিতে হয় ৫ হাজার টাকা। এটি বহাল থাকছে। অন্যান্য সিটি করপোরেশনের আয়করদাতাদের ন্যূনতম কর ৪ হাজার টাকা অপরিবর্তিত থাকছে। আর সিটি করপোরেশনের বাইরের এলাকার জন্য ন্যূনতম কর ৩ হাজার টাকাই থাকছে। 

পারকুইজিটে করমুক্ত সীমা বাড়ছে 

বেসরকারি চাকরিজীবীদের প্রতি কিছুটা সদয় হচ্ছে সরকার। বর্তমানে যারা বেসরকারি চাকরি করেন, তাদের পারকুইজিট বা পারিতোষিক (বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত ও মহার্ঘ ভাতা, বাসস্থান সুবিধা, গাড়ি সুবিধা ইত্যাদি) ১০ লাখ টাকা পর্যন্ত করমুক্ত। আগামী অর্থবছরে এই সীমা দ্বিগুণ অর্থাৎ ২০ লাখ টাকা হচ্ছে। এ ছাড়া ব্যক্তি শ্রেণির করদাতাদের করমুক্ত ভাতা সাড়ে ৪ লাখ টাকা থেকে বেড়ে হচ্ছে ৫ লাখ টাকা। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র করম ক ত আয়স ম করদ ত দ র র ওপর ব পরবর ত কর দ ত সরক র

এছাড়াও পড়ুন:

মাইলস্টোনে দগ্ধ ৩৩ জন এখনো ভর্তি, আইসিইউতে ৩

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের অবস্থা অপরিবর্তিত রয়েছে জানিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেছেন, “দগ্ধ রোগীদের ফিজিক্যাল ইনজুরির চিকিৎসার পাশাপাশি মানসিক চিকিৎসায়ও গুরুত্ব দেওয়া হচ্ছে।”

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, “এখন ৩৩ জন রোগী এখানে ভর্তি রয়েছে। ৩ জন গুরুতর অবস্থায় আইসিইউতে রয়েছে।তাদের চাইতে একটু কম গুরুতর অর্থাৎ সিভিয়ার ক্যাটাগরিতে রয়েছে ৮ জন। ১৯ জন কেবিনে ও বাকিরা অন্যান্য ওয়ার্ড ভর্তি রয়েছে। তবে গতকাল থেকে এখন পর্যন্ত তাদের সবার অবস্থা অপরিবর্তিত রয়েছে।”

আরো পড়ুন:

বার্ন ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে ১ জন, আইসিইউতে ৩ জন

মাইলস্টোন ট্র্যাজেডি: হুমায়রার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

ইনস্টিটিউটের পরিচালক বলেন, “আজ কাউকে ছুটি দেওয়া হচ্ছে না। তবে চলতি সপ্তাহে পর্যায়ক্রমে কয়েকজনকে ছাড়পত্র দেওয়া হবে। দগ্ধ সব রোগীকে ফিজিক্যাল ইনজুরির চিকিৎসার সঙ্গে মানসিক চিকিৎসায় গুরুত্ব দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি। এ বিষয়ে নিয়মিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে, স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আলোচনা করা হচ্ছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।”

তিনি আরো বলেন, “যাদেরকে ছাড়পত্র দেওয়া হচ্ছে, তারা পরবর্তীকালে ফলোআপ চিকিৎসার জন্য আসবে। তাদের পরবর্তীকালে অপারেশনও লাগতে পারে।”

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • সবজির দামে স্বস্তি, মজুরি বৃদ্ধির হার এখনো কম
  • এলডিসি উত্তরণের পরবর্তী প্রস্তুতি নিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন
  • ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের লভ্যাংশ ঘোষণা
  • গ্যাস অপচয়ে বছরে ক্ষতি ৩ হাজার কোটি টাকার বেশি: পেট্রোবাংলা
  • ‘আগামীর বাংলাদেশে মিডিয়াকে দালাল হিসেবে দেখতে চাই না’ 
  • সার আমদানি ও জমি হস্তান্তরের প্রস্তাব অনুমোদন
  • মাইলস্টোনে দগ্ধ ৩৩ জন এখনো ভর্তি, আইসিইউতে ৩
  • হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘোষণা
  • জুলাইয়ের ২৭ দিনে ৯ ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি
  • বিদেশি ঋণ শোধে রেকর্ড, এক বছরে ৪০৯ কোটি ডলার দিল বাংলাদেশ