ইন্দোনেশিয়ায় পাথরখনি ধসে নিহত ১০, ধ্বংসস্তূপে আটকা অনেকে
Published: 31st, May 2025 GMT
ইন্দোনেশিয়ায় পাথরের খনি ধসে ১০ জন নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন অনেকে। দেশটির পশ্চিম জাভা প্রদেশের সিরেবন অঞ্চলের গুনুং কুদা খনিতে শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে। অন্তত ১০ জন নিহতের তথ্য নিশ্চিত করে ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, কতজন নিখোঁজ রয়েছে তা এখনও নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না। খবর-আলজাজিরা
অনলাইনে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারীরা বিধ্বস্ত এলাকা থেকে মরদেহ টেনে বের করার চেষ্টা করছেন। লোকজন আতঙ্কে দৌড়ে পালাচ্ছেন। বড় বড় পাথর সরাতে সেখানে খননযন্ত্র ব্যবহার করা হচ্ছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান চলছে। তিনটি খননযন্ত্রসহ ভারী যন্ত্রপাতি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। শনিবার পর্যন্ত উদ্ধার তৎপরতা চলবে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, এরই মধ্যে আহত ১২ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। ধসের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। খনি মালিক ও শ্রমিকদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। নতুন করে ধসের ঝুঁকি রয়েছে।
পশ্চিম জাভার গভর্নর ডেডি মুলিয়াদি বলেছেন, ঘটনাস্থলটি অত্যন্ত বিপজ্জনক। জীবন ও পরিবেশের জন্য হুমকি, পশ্চিম জাভার এমন চারটি খনি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইন দ ন শ য
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট