গাজীপুরে পিকআপচাপায় সাবেক ছাত্রদল নেতা নিহত
Published: 5th, June 2025 GMT
গাজীপুরের শ্রীপুরে পিকআপভ্যানের চাপায় আসাদুজ্জামান রাজীব (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাজীব ময়মনসিংহের পাগলা উপজেলার মধ্যলামকাইল গ্রামের বাসিন্দা এবং পাঁচভাগ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় ভাড়া বাসায় থেকে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রঙিলা বাজার থেকে এমসি বাজারের দিকে যাওয়ার সময় রাজীবের সঙ্গে এক পিকআপচালকের বাকবিতণ্ডা হয়। আদিব ডায়িং কারখানার সামনে পৌঁছালে সেই পিকআপটি পেছন থেকে রাজীবকে বহনকারী মোটরসাইকলকে চাপা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন এবং পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা তাৎক্ষণিক পিকআপচালককে আটক করে পুলিশে সোপর্দ করে।
আরো পড়ুন:
ঈদের কেনাকাটায় বেরিয়ে প্রাণ গেল মা-বাবা ও ছেলের
ঝিনাইদহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত
মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী বলেন, ‘‘পিকআপ ও চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/রফিক/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন
এছাড়াও পড়ুন:
দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।
আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।