চামড়ার দাম কম পাওয়া যাচ্ছে, এ তথ্য সঠিক নয়: বাণিজ্য উপদেষ্টা
Published: 10th, June 2025 GMT
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ব্যবসায়ীরা চামড়ার দাম কম পাচ্ছে এ তথ্যগুলো সঠিক নয়। সরকার যে চামড়ার মূল্য নির্ধারণ করেছে তা হলো লবণযুক্ত চামড়া। লবণ ছাড়া বা আধাপঁচা চামড়ার দাম পাওয়া যাবে না এটাই স্বাভাবিক।
মঙ্গলবার বগুড়া শহরের জামিল মাদ্রাসায় সংরক্ষণ করা চামড়া পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, মাদ্রাসায় লবণ দিয়ে সংরক্ষণ করা চামড়া সরকারি মূল্যর চেয়েও বেশি মূল্য আশা করছেন এবং মাদ্রাসার শিক্ষকদের আস্থা আছে যে, উনারা এটা পাবেন।
উপদেষ্টা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি লবণবিহীন চামড়ার কথা বলে থাকেন, আধাপঁচা চামড়ার কথা বলে থাকেন তাহলে তো সেটার সঙ্গে এটার কোনো তুলনাই হয় না। সরকার তো আধাপঁচা চামড়ার মূল্য নির্ধারণ করেনি। বাজার অনুসারে যে যেটা মনে করছে উপযুক্ত মূল্য, সেভাবে লেনদেন করেছে। এ বিষয়ে তো আমাদের সরকারের কোনো কিছু করার নেই।
উপদেষ্টা আরও বলেন, রমজান পরবর্তী প্রধান উপদেষ্টা আমাকে নির্দেশনা দিয়েছিলেন যে, আমরা যেন চামড়ার বাজারে একটা স্বস্তি নিশ্চিত করি। চামড়াকে উপযোগী করার ক্ষেত্রে সরকার বাংলাদেশের ইতিহাসে প্রথম এবার সাড়ে ৭ লাখ মণ লবণ বিনামূল্য সারাদেশে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানাসহ বিভিন্ন জায়গায় বিতরণ করেছে।
তিনি চামড়া ব্যবসায়ী ও টেনারি মালিকদের সঙ্গে পাওনা ও লেনদেনের বিষয়ে বলেন, চামড়া ব্যবসায়ীদের সঙ্গে ট্যানারি মালিকদের একটা ঘাটতি রয়েছে। এখানে ব্যবসায়ী টু ব্যবসায়ীর একটা সম্পর্ক রয়েছে। এখানে সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। আপনি টাকা পাবেন একজনের কাছে আপনি মামলা করেন তার নামে, তখন সরকার এর ব্যবস্থা নিবে। যতক্ষণ পর্যন্ত আপনি মামলা না করছেন ততক্ষণ পর্যন্ত আমি সন্ত্রাসীর ভূমিকা নিতে পারব না। আমি একজনকে এমনিতেই বলতে পারব না আপনি টাকা দিচ্ছেন না কেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক হোসনা আফরোজ, পুলিশ সুপার জেদান আল মুসা, জামিল মাদ্রাসার মাওলানা আতাউল্লাহ নিজামী প্রমুখ।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব ণ জ য উপদ ষ ট ব যবস য় উপদ ষ ট সরক র
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন