‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ স্লোগানে পাঁচ শতাধিক বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

বুধবার (৯ জুলাই) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল চত্বরে বৃক্ষরোপণের মধ্য দিয়ে তারা এ কর্মসূচি শুরু করেন।  

এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, যুগ্ম-আহ্বায়ক আবু দাউদ, রুকন উদ্দিন, সদস্য রাফিজ আহমেদ, নূর উদ্দিন, রুকনুজ্জামান, রাকিব হাসান সাক্ষর, তৌফিক, আল আমিন, রিয়াজ, হাফিজ, শাহরিয়ার নিলয়,রেজাউল ও আলী নূর প্রমুখ।

জানা যায়, ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটি বিভিন্ন ফলদ ও বনজ গাছ রোপণ করেছে। কয়েক ধাপে তারা এসব গাছ রোপণ করবেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবরে একটি ফুল ও ফলের বাগান করার পরিকল্পনা নিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।

আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “জুলাই-আগস্টে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতার ওপর স্বৈরাচার শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছিল, সেই শহীদের স্মরণে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি। আমরা বিশ্ববিদ্যালয়ের লেকের পাশে একটি বাগান তৈরি করব। এছাড়াও ক্যাম্পাসে বৃক্ষরোপণ করব এবং বৃক্ষ বিতরণ করব।”

তিনি বলেন, “জিয়া ট্রি রোপণের মাধ্যমে আজ থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমরা একটি সাম্য মানবিক মর্যাদার সুন্দর বাংলাদেশ চাই। আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে জুলাই শহীদদের ধারণ করব এবং জুলাই চেতনাকে ধারণ করব। সেই সঙ্গে আমরা একটি নিরাপদ ক্যাম্পাস এবং নিরাপদ জনজীবন প্রত্যাশা করি।”

ঢাকা/তানিম/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব শ বব দ য ছ ত রদল

এছাড়াও পড়ুন:

এনসিপির জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা, কেন্দ্রীয় নেতৃত্বে জাহিদ–বাকের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রে সভাপতি হয়েছেন জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে সভাপতি ও আল আমিন সরকারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আজ শুক্রবার রাত ১০টায় এই দুই কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) থেকে নাম বদলে জাতীয় ছাত্রশক্তি হওয়ার এক সপ্তাহের মাথায় সংগঠনটির চার সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলো। আর সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি তিন সদস্যের।

জাতীয় ছাত্রশক্তির নতুন কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার—দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জাহিদ এর আগে বাগছাসের কেন্দ্রীয় সদস্যসচিব আর বাকের সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। চার সদস্যের আংশিক কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন দুজন। সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) পদে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তৌহিদ মো. সিয়াম আর সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহির আলমকে। সাত কার্যদিবসের মধ্যে তাঁদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হবে।

ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী ও সাধারণ সম্পাদক আল আমিন সরকারও বাগছাসের রাজনীতিতে যুক্ত ছিলেন। এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. সাইফুল্লাহকে। তাঁদেরও সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়েছে।

তাহমিদ আল মুদ্দাসসির

সম্পর্কিত নিবন্ধ

  • এনসিপির জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা, কেন্দ্রীয় নেতৃত্বে জাহিদ–বাকের