খাগড়াছড়ির মাটিরাঙ্গার তাইন্দংয়ের তানাক্কাপাড়া দিয়ে আবারও নিয়ম বহির্ভূতভাবে ১৩ ব্যক্তিকে ঠেলে দিয়েছে ভারত। 

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে তাদের হেফাজতে নিয়ে স্থানীয় ডিপি পাড়া আচালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

তিনি জানান, বুধবার রাতে মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়নের তানাক্কাপাড়া এলাকার সীমান্ত দিয়ে ১৩ ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেয় ভারতের বিএসএফ। খবর পেয়ে সকালে যামিনী পাড়া বিজিবি জোন ও পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।

ভারতের মহারাষ্ট্র থেকে তাদের আটকের পর বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ। বর্তমানে সবাই স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে।

প্রসঙ্গত, এ নিয়ে খাগড়াছড়িতে ১৪৫ জনকে অবৈধভাবে ঠেলে দিয়েছে ভারত।

ঢাকা/রূপায়ন/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছুঁড়া ছররা গুলিতে আলমগীর হোসেন নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

সোমবার (৪ আগস্ট) সকালে সীমান্তের লহ্মীদাড়ী এলাকায় ঘটনাটি ঘটে। আহত আলমগীর লহ্মীদাড়ী গ্রামের মৃত শেখ সাঈদ উদ্দীনের ছেলে।  

আহতের ভাগ্নে বেলাল হোসাইন জানান, সীমান্তে তার মামা আলমগীরের একটি মৎস্য ঘের রয়েছে। সোমবার ভোরে ঘেরে যান তিনি। এ সময় ভারত থেকে কয়েকজন লোক দৌঁড়ে আসছিল। তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি ছুঁড়ে। তার মামার ডান পাশের ঘাড়ে ও মাথায় গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আরো পড়ুন:

ছবি তুলতে গিয়ে সীমান্ত অতিক্রম, দুই কিশোরকে ফেরত দিল বিএসএফ 

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২ বাংলাদেশির মরদেহ উদ্ধার

সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. এবিএম আক্তার মারুফ জানান, ছররা গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শরীরের ডান পাশের কয়েকটি স্থানে ছররা গুলি রয়েছে। চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি শঙ্কা মুক্ত।

সাতক্ষীরা ৩৩ বিজিবির ভোমরা ক্যাম্পের কমান্ডার জহির উদ্দীন বলেন, “আলমগীর গত ৩০ জুলাই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে তার আত্নীয়ের বাড়িতে যান। আজ সোমবার অবৈধভাবে বাংলাদেশের আসার পথে বিএসএফর গুলিতে তিনি আহত হয়েছেন।”

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • সাতক্ষীরার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
  • ভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত