ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের দড়িকান্দি এলাকা থেকে দুই যুবককে অপহরণ করে মুক্তিপের জন্য নির্যাতনের অভিযোগে ৫ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার সনমান্দি ইউনিয়নের কুমারচর এলাকার জজ মিয়ার ছেলে মো.স্বাধীন মিয়া, ভাটিরচর এলাকার আলমগীর হোসেনের ছেলে ফয়সাল মিয়া, নাজিরপুর এলাকার আক্কেল আলীর ছেলে রাব্বানী হোসেন মুন্না, বন্দর উপজেলার ছোটবাগ গ্রামের আসাদুজ্জামানের ছেলে মো.

সাজ্জাদ হোসেন ও গজারিয়া উপজেলার চর বাউশিয়া গ্রামের নান্নু মিয়ার ছেলে রাশেদ ওরফে রাসেল। 

গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (২৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে। এরআগে অপহরণের ঘটনায় ভূক্তভোগীর বড় বোন রেখা আক্তার বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। 

জানা যায়, দাউদকান্দি উপজেলার ময়নামতি মীরপুর গ্রামের মো. ফিরোজ মিয়ার ছেলে মো. শাকিল মিয়া ও তার বন্ধু মৌলরদী গ্রামের কবির হোসেনের ছেলে শাওন মিয়া গত রোববার বিকেলে মোটরসাইকেল যোগে বালু ব্যবসায়ের কাজে মহাসড়কের দড়িকান্দি এলাকায় যান। পরে অজ্ঞাতনাম ৪-৫জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে তাদের মোটরসাইকেল গতিরোধ করে।

এক পর্যায়ে তাদের জোরপূর্বক টেনে হেচড়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে আটক করে নির্যাতন করে। তাদের সঙ্গে থাকা ১ লাখ ৪৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এক পর্যায়ে মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে।  

পরে অপহৃতদের পরিবার তাদের বিকাশের মাধ্যমে দু’দফায় ২৫ হাজার টাকা দেয়। পরদিন সোমবার রাত ১১টার দিকে স্থানীয়রা টের পেয়ে স্বাধীন ও ফয়সাল নামের দুই অপহরণকারীকে আটক করে পুলিশে দেয়।

তাদের দেওয়া তথ্যে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই রাতেই রাব্বানী হোসেন মুন্না, সাজ্জাদ হোসেন, রাশেদ ওরফে রাসেলকে গ্রেপ্তার করে। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। 

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, অপহরণ করে দুই যুবককে নির্যাতন ও মুক্তিপন নেওয়ার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ অপহরণ গ র প ত র কর উপজ ল র স ন রগ

এছাড়াও পড়ুন:

মডেল গ্রুপের মাসুদুজ্জমানের বিএনপিতে যোগদান

নারায়ণগঞ্জের মডেল গ্রুপের মালিক মাসুদুজ্জামান বিএনপিতে যোগদান করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। এছাড়া উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি যুগ্ম মহাসচিব এ্যাড. আবদুস সালাম আজাদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু,  নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান দিপু ভুইয়া, সদস্য গিয়াস উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ। রুহুল কবির রিজভীর হাতে ফুল দিয়ে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন শিল্পপতি মাসুদুজ্জামান।

 

 


নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদের কেন্দ্রীয় বিএনপি কার্যালয়ে রুহুল কবির রিজভী আহমেদ কে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা বাবুল সাহেব সালাম সাহেব টিটু সাহেব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির  আহবায়কএড সাখাওয়াত হোসেন খান সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। মুস্তাফিজুর রহমান দিপু ভূইয়া বিএনপির কেন্দ্রীয় সদস্ সাবেক এমপি গিয়াস উদ্দিন, মাসুকুল ইসলাম রাজীব যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনো যুগ্ন আহবায় নেতা মনিরুল ইসলাম রবি,কাউন্সিলর দিনা বিএনপির নেতৃবৃন্দ

সম্পর্কিত নিবন্ধ

  • কুতুবপুর ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শনে এসপি জসিম উদ্দ
  • সোনারগাঁয়ে বেতন বৃদ্ধির দাবিতে মদিনা মেরিটাইমের শ্রমিকদের বিক্ষোভ
  • ফতুল্লায় বিদ্যুৎকেন্দ্রে ডাকাতির ৬৫ লাখ টাকার বৈদ্যুতিক সরঞ্জামসহ ৯ ডাকাত গ্রেপ্তার
  • সৌদি আরবে ফেনীর যুবক অপহৃত, ভিডিও পাঠিয়ে ৫ লাখ টাকা দাবি
  • ফতুল্লায় শহীদ তিতুমীর একাডেমীর ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
  • অপহরণের মামলায় ক্রিকেট ক্লাবের সংগঠক বোরহান উদ্দিন গ্রেপ্তার
  • মিশনপাড়া পঞ্চায়েত পরিষদ কার্যালয়ের শুভ উদ্বোধন 
  • নাসিক প্রশাসককে আমরা নাঃগঞ্জবাসী’র স্মারকলিপি পেশ
  • শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা
  • মডেল গ্রুপের মাসুদুজ্জমানের বিএনপিতে যোগদান