কুষ্টিয়ার ভেড়ামারায় এক প্রভাষকের জাল সনদের কারণে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

অভিযুক্ত প্রভাষক সামছুজ্জোহা রঞ্জু ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজের কম্পিউটার শিক্ষক। তিনি বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছেন।

এ নিয়ে অধ্যক্ষ ও কলেজ পরিচালনা কমিটির সভাপতির সাথে রেষারেষি চরমে পৌঁছেছে। প্রভাষক সামছুজ্জোহার বিরুদ্ধে কম্পিউটার শিক্ষা সনদ তদন্তে জাল অভিযোগ প্রমাণিত হওয়ার পর কেন বেতন বন্ধ করা হবে না জানতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে।

জানা গেছে, ২০০২ সালের ১ অক্টোবর তারিখে জাল কম্পিউটার সনদ দেখিয়ে তিনি কলেজে প্রভাষক পদে নিয়োগ পান এবং পরবর্তীতে এমপিওভুক্ত হয়ে দীর্ঘ সময় ধরে সরকার থেকে বেতন-ভাতা উত্তোলন করে আসছেন। সম্প্রতি তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদ জোর করে বাগিয়ে নেন। 

বিষয়টি নিয়ে কলেজেরই অপর প্রভাষক মো.

আব্দুল কাইয়ুম কর্তৃক দাখিল করা এক লিখিত অভিযোগের ভিত্তিতে মাউশি তদন্ত শুরু করে।

তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়ার পর মে ২০২৫ সালে অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় (১২ মে ২০২৫, ক্রমিক ২৩) সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তে প্রভাষক সামছুজ্জোহা রঞ্জুকে জাল সনদের কারণে (স্টে পেমেন্ট) বেতন/ভাতা বন্ধ করার বিষয়ে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়। জবাবের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। 

মাউশির নোটিশে উল্লেখ করা হয়েছে, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ এর ১৭.৯ এবং ১৮.১(৬) অনুচ্ছেদ অনুযায়ী কেন তার এমপিও স্থগিতসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না-তা জানতে ৭ কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে হবে। পাশাপাশি কলেজের বৈধ অধ্যক্ষকে লিখিত ব্যাখ্যা এবং গভর্নিং বডির সভাপতিকে মতামত প্রদান করতে বলা হয়েছে।

এ বিষয়ে প্রভাষক সামছুজ্জোহা রঞ্জু বলেন, “আমার কম্পিউটার সনদ জাল নয়, এটি ষড়যন্ত্র।”

কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, “মাউশি কর্তৃক নোটিশ পেয়েছি ওই শিক্ষকের কম্পিউটার সনদ জাল। এ বিষয়ে কর্তৃপক্ষ প্রমাণ পেয়েছে। তবে কলেজে এই শিক্ষকের জল সনদে চাকরি করার বিষয়টি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে কানাঘুষা চলে আসছে।”

ঢাকা/কাঞ্চন/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কল জ র ল সনদ এমপ ও

এছাড়াও পড়ুন:

প্রশ্ন: গুণিতক ও গুণনীয়ক কাকে বলে?

# গুণিতক কী:

গুণিতক হলো কোনো সংখ্যাকে ১ থেকে শুরু করে যেকোনো ‘পূর্ণ সংখ্যা’ দিয়ে গুণ করলে যে ফল পাওয়া যায়।

উদাহরণ: ৩–এর গুণিতকগুলো হলো ৩, ৬, ৯, ১২ ইত্যাদি।

# গুণনীয়ক কী:

গুণনীয়ক হলো সেই সব সংখ্যা, যা দিয়ে কোনো নির্দিষ্ট সংখ্যাকে ভাগ করলে কোনো ‘ভাগশেষ’ থাকে না, অর্থাৎ নিঃশেষে ভাগ করা যায়।

উদাহরণ:

১০-এর গুণনীয়ক: ১, ২, ৫ ও ১০

১২-এর গুণনীয়ক: ১, ২, ৩, ৪, ৬ ও ১২

১৩-এর গুণনীয়ক: ১ ও ১৩

আরও পড়ুনমৌলিক সংখ্যা কাকে বলে, দেখুন উদাহরণসহ১৯ অক্টোবর ২০২৫

# গুণিতক কাকে বলে?

কোনো সংখ্যাকে ১, ২, ৩, ৪... ইত্যাদি যেকোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যেসব সংখ্যা পাওয়া যায়, সেগুলোই ওই সংখ্যার গুণিতক।

উদাহরণ: ৩-এর গুণিতক ৩, ৬, ৯, ১২, ১৫...ইত্যাদি।

সহজভাবে বলতে গেলে বলা যায়, গুণিতক হলো একটি ‘সংখ্যার নামতা’।

# গুণনীয়ক কাকে বলে?

কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেই সব সংখ্যাকে ওই নির্দিষ্ট সংখ্যার গুণনীয়ক বলা হয়।

গুণনীয়কের অপর নাম উৎপাদক।

উদাহরণ: ১২–এর গুণনীয়কগুলো হলো ১, ২, ৩, ৪, ৬ ও ১২। কারণ, এসব সংখ্যা দিয়ে ১২-কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না।

লেখক: রতন কান্তি মণ্ডল, সিনিয়র শিক্ষক, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা

আরও পড়ুনসংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ বাদ দেওয়ার বিষয়ে যে ব্যাখ্যা দিল অন্তর্বর্তী সরকার০৪ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকা বোর্ডের দ্বাদশের ইটিসি-বিটিসি-বিষয়-গ্রুপ-ছবি পরিবর্তন, সময় বৃদ্ধি ৩০ নভেম্বর পর্যন্ত
  • আজ টিভিতে যা দেখবেন (৮ নভেম্বর ২০২৫)
  • যৌন হয়রানি: বেরোবি শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি
  • ফিফা দ্য বেস্ট ২০২৫: বছরের সেরা খেলোয়াড়ের মনোনয়ন ঘোষণা
  • এক ঝলক (৭ নভেম্বর ২০২৫)
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
  • প্রশ্ন: গুণিতক ও গুণনীয়ক কাকে বলে?
  • সোনারগাঁয়ে ভূমি অফিসে গ্রাহক হয়রানী, দেড় মাস ধরে বন্ধ নামজারী
  • জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তাসহ ১০ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা
  • হাইকোর্টের বিচারপতি খুরশীদ আলম সরকার অপসারিত