জাল সনদে চাকরির অভিযোগ, শিক্ষককে মাউশি’র নোটিশ
Published: 25th, June 2025 GMT
কুষ্টিয়ার ভেড়ামারায় এক প্রভাষকের জাল সনদের কারণে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
অভিযুক্ত প্রভাষক সামছুজ্জোহা রঞ্জু ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজের কম্পিউটার শিক্ষক। তিনি বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছেন।
এ নিয়ে অধ্যক্ষ ও কলেজ পরিচালনা কমিটির সভাপতির সাথে রেষারেষি চরমে পৌঁছেছে। প্রভাষক সামছুজ্জোহার বিরুদ্ধে কম্পিউটার শিক্ষা সনদ তদন্তে জাল অভিযোগ প্রমাণিত হওয়ার পর কেন বেতন বন্ধ করা হবে না জানতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে।
জানা গেছে, ২০০২ সালের ১ অক্টোবর তারিখে জাল কম্পিউটার সনদ দেখিয়ে তিনি কলেজে প্রভাষক পদে নিয়োগ পান এবং পরবর্তীতে এমপিওভুক্ত হয়ে দীর্ঘ সময় ধরে সরকার থেকে বেতন-ভাতা উত্তোলন করে আসছেন। সম্প্রতি তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদ জোর করে বাগিয়ে নেন।
বিষয়টি নিয়ে কলেজেরই অপর প্রভাষক মো.
তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়ার পর মে ২০২৫ সালে অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় (১২ মে ২০২৫, ক্রমিক ২৩) সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তে প্রভাষক সামছুজ্জোহা রঞ্জুকে জাল সনদের কারণে (স্টে পেমেন্ট) বেতন/ভাতা বন্ধ করার বিষয়ে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়। জবাবের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
মাউশির নোটিশে উল্লেখ করা হয়েছে, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ এর ১৭.৯ এবং ১৮.১(৬) অনুচ্ছেদ অনুযায়ী কেন তার এমপিও স্থগিতসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না-তা জানতে ৭ কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে হবে। পাশাপাশি কলেজের বৈধ অধ্যক্ষকে লিখিত ব্যাখ্যা এবং গভর্নিং বডির সভাপতিকে মতামত প্রদান করতে বলা হয়েছে।
এ বিষয়ে প্রভাষক সামছুজ্জোহা রঞ্জু বলেন, “আমার কম্পিউটার সনদ জাল নয়, এটি ষড়যন্ত্র।”
কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, “মাউশি কর্তৃক নোটিশ পেয়েছি ওই শিক্ষকের কম্পিউটার সনদ জাল। এ বিষয়ে কর্তৃপক্ষ প্রমাণ পেয়েছে। তবে কলেজে এই শিক্ষকের জল সনদে চাকরি করার বিষয়টি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে কানাঘুষা চলে আসছে।”
ঢাকা/কাঞ্চন/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর কল জ র ল সনদ এমপ ও
এছাড়াও পড়ুন:
রাত আড়াইটায় হাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদের রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাত আড়াইটার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে।
হাবিপ্রবি ট্রেজারার প্রফেসর ড. মো. আবু হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়েছে, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ছাত্র সংসদ সংক্রান্ত সংবিধি মহামান্য চ্যান্সেলর কর্তৃক অনুমোদন সাপেক্ষে আগামী ৬ নভেম্বর, ২০২৫ তারিখের মধ্যে এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় ব্যবস্থা কর্তৃপক্ষ গ্রহণ করবে।
সোমবার বিকেলে শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) আলোচনা সভার জন্য হাবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. এস এম এমদাদুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়, ‘HUCSTU’ নীতিমালা প্রণয়ন উপলক্ষ্যে অত্র বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও সেবামূলক ছাত্র সংগঠন প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। উক্ত মতবিনিময় সভা আগামী ২৪ সেপ্টেম্বর-২০২৫ খ্রী., রোজ- বুধবার টিএসসি’র ৩য় তলার সভা কক্ষে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সেমতে, সকল ছাত্র সংগঠনের সভাপতি ও সেক্রেটারিসহ মোট পাঁচজন করে প্রতিনিধিকে উপস্থিত থাকার জন্য বলা হলো।
ঢাকা/নাজমুল/এস