নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে আর্নল্ড শোয়ার্জেনেগার অভিনীত সিরিজ ‘ফুবার’-এর দ্বিতীয় কিস্তি। সিরিজের প্রচার উপলক্ষে সম্প্রতি অ্যান্ডি কোহেনের শো ‘ওয়াচ হোয়াট হ্যাপেনস লাইভ’-এ হাজির হয়েছিলেন অভিনেতা। সেখানে তিনি কথা বলেছেন ক্যারিয়ারের সবচেয়ে লাভজনক সিনেমা নিয়ে। শোয়ার্জেনেগারের দেওয়া তথ্য শুনে চমকে গেছেন অনেকেই।
অভিনেতা জানান, ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত কমেডি ছবি টুইনস নাকি তাঁর ক্যারিয়ারের সবচেয়ে লাভজনক সিনেমা! বক্স অফিসে ‘টার্মিনেটর’ ফ্র্যাঞ্চাইজি যতটা সফল হোক না কেন, ‘টুইনস’ থেকে যা আয় হয়েছে, তার ধারেকাছেও নাকি আর কোনো ছবি আসতে পারেনি।

শোয়ার্জেনেগার বলেন, ‘“টুইনস”-এর জন্য আলাদা কোনো পারিশ্রমিক নিইনি, তবে ছবির লভ্যাংশে ভাগ ছিল। দারুণ এক চুক্তি।’

‘টুইনস’ সিনেমার পোস্টারে আর্নল্ড শোয়ার্জেনেগার। আইএমডিবি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ট ইনস

এছাড়াও পড়ুন:

আমিনবাজারে পুলিশের তল্লাশি

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন জনের বিচারের রায়কে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এরই অংশ হিসেবে সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে রাজধানীর অন্যতম প্রবেশ পথ ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

আরো পড়ুন:

পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে বাড়ানো হয়েছে নিরাপত্তা

চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি, ঢাকায় যান চলাচল স্বাভাবিক

পুলিশ জানায়, রায়কে কেন্দ্র করে কেউ যাতে নাশকতা করতে না পারে, সেজন্য সাভারের আমিনবাজারে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। সেখানে বাস, প্রাইভেটকার, মোটরসাইকেল তল্লাশি করা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তিদেরকেও তল্লাশি করা হচ্ছে। 

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা বলেন, “পথচারী ও যাত্রীদের  নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশ কাজ করছে। সাভারের আমিনবাজারে পুলিশের চেক পোস্ট বসানো হয়েছে। মোবাইল টিম সার্বক্ষণিক কাজ করছে। নাশকতারোধে পুলিশের অভিযান চলছে।”

ঢাকা/সাব্বির/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ