পাকিস্তানি অভিনেত্রীর কারণেই কি সিনেমা থেকে বাদ পড়তে চলেছেন দিলজিৎ
Published: 26th, June 2025 GMT
পাঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ বিবাদের মধ্যে ক্রমে জড়িয়ে পড়ছেন। ‘সরদারজি ৩’ ছবির ট্রেলার মুক্তির পর থেকে দিলজিৎকে নিয়ে বিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। কারণ, এই ছবিতে তিনি পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে অভিনয় করেছেন।
আরও পড়ুনবিতর্কিত এই ভারতীয় গায়ককে নিয়ে কোর্স চালু করছে কানাডার বিশ্ববিদ্যালয়২৪ জুন ২০২৫পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে অভিনয়ের কারণে চরম বিতর্কের মুখে এই পাঞ্জাবি তারকা। আর এ বিবাদের পানি অনেক দূর পর্যন্ত গড়িয়ে চলেছে। এবার নাকি দিলজিৎ ‘বর্ডার ২’ ছবি থেকে বাদ পড়তে চলেছেন। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) ‘বর্ডার ২’ ছবির নির্মাতাদের চিঠি লিখে দিলজিতের কাস্টিং নিয়ে ভাবনাচিন্তা করার কথা জানিয়েছে।
এফডব্লিউআইসিইর অভিযোগ, ‘সরদারজি ৩’ ছবির নায়িকা হানিয়া আমির সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিকবার ভারতবিরোধী পোস্ট করেছেন। ফেডারেশনের বক্তব্য যে পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর সারা দেশ পাকিস্তানের বিরুদ্ধে একজোট হয়েছে, আর এ সময়ে একজন ভারতীয় অভিনেতার পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে কাজ করা মানে রাষ্ট্রীয় চেতনার বিরুদ্ধাচরণ করা। আর তাই এফডব্লিউআইসিই ‘বর্ডার ২’ ছবির অভিনেতা ও প্রযোজক সানি দেওল, টিসিরিজের চেয়ারম্যান ভূষণ কুমারকে আলাদা আলাদা চিঠি লিখে দিলজিৎকে ছবি থেকে বাদ দেওয়ার দাবি তুলেছেন।
দিলজিৎ দোসাঞ্জ। গায়কের ইনস্টাগ্রাম থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গোপালগঞ্জে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যাচেষ্টা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ দিন বয়সী সন্তানকে বর্ণি বাওড়ের পানিতে ফেলে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন মা রিয়া বিশ্বাস।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে উপজেলার বর্নি ইউনিয়নের বর্ণি বাওরের মধ্যপাড়া খেয়াঘাট এলাকায় ঘটানাটি ঘটে।
আরো পড়ুন:
খুলনায় গলাকেটে বাবাকে হত্যার অভিযোগ ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে
শরীয়তপুরে জমি নিয়ে বিরোধে শিশু তায়েবা খুন: এসপি
রিয়া বিশ্বাস টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর উত্তরপাড়ার হরিচাদ বিশ্বাসের স্ত্রী। তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, হরিচাদ বিশ্বাসের স্ত্রী রিয়া বিশ্বাস কন্যা সন্তান জন্ম নেওয়ার পর থেকে অস্বাভাবিক আচরণ শুরু করেন। গতকাল সন্ধ্যার পর তিনি তার ১০ দিন বয়সী কন্যাকে নিয়ে বাড়ি থেকে বের হন। বর্নি মধ্যপাড়া খেয়াঘাট এলাকায় বর্ণি বাওড়ে নিজের সন্তানকে পানিতে ফেলে হত্যার পর নিজে আত্মহত্যা করতে পানিতে ঝাঁপ দেন রিয়া। এসময় এলাকার কয়েকজন লোক তাকে পানিতে ভাসতে দেখে নৌকা নিয়ে উদ্ধার করেন। তাদের কাছে মেয়েকে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা চালান বলে জানান রিয়া।
তিনি আরো জানান, পুলিশে ঘটনাস্থলে গিয়ে বাওড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। শিশুটির মাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
ঢাকা/বাদল/মাসুদ