পাঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ বিবাদের মধ্যে ক্রমে জড়িয়ে পড়ছেন। ‘সরদারজি ৩’ ছবির ট্রেলার মুক্তির পর থেকে দিলজিৎকে নিয়ে বিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। কারণ, এই ছবিতে তিনি পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে অভিনয় করেছেন।

আরও পড়ুনবিতর্কিত এই ভারতীয় গায়ককে নিয়ে কোর্স চালু করছে কানাডার বিশ্ববিদ্যালয়২৪ জুন ২০২৫

পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে অভিনয়ের কারণে চরম বিতর্কের মুখে এই পাঞ্জাবি তারকা। আর এ বিবাদের পানি অনেক দূর পর্যন্ত গড়িয়ে চলেছে। এবার নাকি দিলজিৎ ‘বর্ডার ২’ ছবি থেকে বাদ পড়তে চলেছেন। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) ‘বর্ডার ২’ ছবির নির্মাতাদের চিঠি লিখে দিলজিতের কাস্টিং নিয়ে ভাবনাচিন্তা করার কথা জানিয়েছে।

এফডব্লিউআইসিইর অভিযোগ, ‘সরদারজি ৩’ ছবির নায়িকা হানিয়া আমির সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিকবার ভারতবিরোধী পোস্ট করেছেন। ফেডারেশনের বক্তব্য যে পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর সারা দেশ পাকিস্তানের বিরুদ্ধে একজোট হয়েছে, আর এ সময়ে একজন ভারতীয় অভিনেতার পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে কাজ করা মানে রাষ্ট্রীয় চেতনার বিরুদ্ধাচরণ করা। আর তাই এফডব্লিউআইসিই ‘বর্ডার ২’ ছবির অভিনেতা ও প্রযোজক সানি দেওল, টিসিরিজের চেয়ারম্যান ভূষণ কুমারকে আলাদা আলাদা চিঠি লিখে দিলজিৎকে ছবি থেকে বাদ দেওয়ার দাবি তুলেছেন।

দিলজিৎ দোসাঞ্জ। গায়কের ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মাসসেরা হওয়ার রেকর্ডও এখন শুবমান গিলের

ইংল্যান্ড সফরটা কী দুর্দান্তই না কেটেছে শুবমান গিলের। এক সিরিজে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড ছোঁয়া গিল সেই সিরিজের পারফরম্যান্স দিয়ে আইসিসির জুলাই মাসের মাসসেরা ক্রিকেটার হয়েছেন। চতুর্থবারের মতো মাসসেরা হয়ে নতুন রেকর্ডও গড়লেন ভারত অধিনায়ক। গিলই পুরুষ ক্রিকেটে প্রথম খেলোয়াড়, যিনি চারবার জিতলেন আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার।

জুলাইয়ে ইংল্যান্ড সফরে তিন টেস্টে ৯৪.৫০ গড়ে ৫৬৭ রান করেছেন গিল। এর আগে তিনি ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে জিতেছিলেন এই পুরস্কার। নারী ক্রিকেটে অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার ও ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুসও সমান চারবার করে মাসসেরা হয়েছেন।

এজবাস্টনে দ্বিতীয় টেস্টে গিলের জোড়া সেঞ্চুরি (২৬৯ ও ১৬১) সিরিজে ভারতকে ১-১ সমতায় ফেরায়। ওই ম্যাচে গিলের ৪৩০ রান টেস্ট ইতিহাসে এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ। ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টে তাঁর দ্বিতীয় ইনিংসের ১০৩ রান ম্যাচ বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অ্যান্ডারসন–টেন্ডুলকার সিরিজে চতুর্থ সেঞ্চুরির পর ভারত অধিনায়ক শুবমান গিল

সম্পর্কিত নিবন্ধ