আঙিনায় বেড়া দিয়ে ৩০০ মুরগি থেকে শুরু, এখন মতিউরের বছরে আয় ৮ লাখ
Published: 27th, June 2025 GMT
দিনমজুরি করে পাঁচজনের সংসার চালাতেন মতিউর রহমান (৪৮)। অর্থাভাবে কোনো রকম দিন পার করতেন। সেই অবস্থায় সাত বছর আগে ১৫ হাজার টাকা দিয়ে ৩০০ মুরগির বাচ্চা কিনে খামার করেন। সেই খামারের মাধ্যমেই তাঁর ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। মুরগির পাশাপাশি দুই বছর ধরে মতিউর হাঁসও পালন করছেন। এখন তাঁর সুখের সংসার।
মতিউর রহমান (৪৮) নওগাঁর মহাদেবপুর উপজেলার বাগডোব গ্রামের বাসিন্দা। সেখানে তাঁর খামারে বর্তমানে ২ হাজার ২০০টি সোনালি মুরগি এবং ১ হাজার ৩০০টি ব্রয়লার মুরগি রয়েছে। এ ছাড়া ডিম উৎপাদনকারী ক্যাম্বেল জাতের ১ হাজার ২২০টি হাঁস ও মাংস উৎপাদনকারী পেকিং জাতের ৭৬৫টি হাঁস রয়েছে।
সম্প্রতি একদিন বেলা ১১টার দিকে উপজেলার বাগডোব বাজারসংলগ্ন হাঁসের খামারে গিয়ে মতিউর রহমানের সঙ্গে কথা হয়। তিনি জানান, ৩০০ মুরগির বাচ্চা কিনে বাড়ির আঙিনায় বেড়া দিয়ে লালন-পালন শুরু করেন। সেই মুরগি থেকেই তাঁর সংসারে সচ্ছলতা ফিরে আসে। এখন তিনটা মুরগির শেড ও একটা হাঁসের শেড হয়েছে। খামার থেকে বছরে আয় আসছে প্রায় ৮ লাখ টাকা। সেই আয় থেকে পাকা বাড়ি করেছেন, সাত বিঘা ফসলি জমি ও বাগডোব বাজারে মূল্যবান ১৫ কাঠা জমি কিনেছেন। খামারে কাজ করে চারজন শ্রমিকের সংসারও চলে। তিন ছেলেমেয়ের পড়ালেখার খরচ থেকে সবকিছুই করা হয় এই খামার থেকে।
১৫ হাজার টাকা দিয়ে শুরু করে এখন মতিউরের খামারে বিনিয়োগ দাঁড়িয়েছে প্রায় ৪০ লাখ টাকা। সম্প্রতি নওগাঁর মহাদেবপুর উপজেলার বাগডোব এলাকায়.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম রগ র
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের কাছে হারের কারণ ব্যাখ্যায় যা বললেন রশিদ খান
এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশের কাছে হারল আফগানিস্তান। কাল শারজাতে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছে রশিদ খানের দল। এই হারে দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগকেই দুষছেন আফগান অধিনায়ক রশিদ খান।
আফগানিস্তানের ১৫১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটি তুলেছে ১০৯ রান। তখন জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু আচমকাই বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামে। ১১.৪ ওভার থেকে ১৫.৪ ওভারের মধ্যে ২৪ বলে বাংলাদেশ ৯ রানে ৬ উইকেট হারালে ম্যাচে ফেরে আফগানিস্তান। কিন্তু এভাবে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা।
আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় ভূমিকা ছিল রশিদের। ১৮ রানে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। এর মধ্য দিয়ে দারুণ এক কীর্তিও গড়েন তিনি। অধিনায়ক হিসেবে এ নিয়ে পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট নিলেন রশিদ।
টেস্ট খেলুড়ে দেশগুলোর অধিনায়কদের মধ্যে টি–টোয়েন্টিতে আর কোনো অধিনায়ক এতবার ইনিংসে ৪ উইকেট নিতে পারেননি। বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা দুবার করে ইনিংসে ন্যূনতম ৪ উইকেট নিয়েছেন।
কাল ৪ উইকেট নিয়েছেন রশিদ