আঙিনায় বেড়া দিয়ে ৩০০ মুরগি থেকে শুরু, এখন মতিউরের বছরে আয় ৮ লাখ
Published: 27th, June 2025 GMT
দিনমজুরি করে পাঁচজনের সংসার চালাতেন মতিউর রহমান (৪৮)। অর্থাভাবে কোনো রকম দিন পার করতেন। সেই অবস্থায় সাত বছর আগে ১৫ হাজার টাকা দিয়ে ৩০০ মুরগির বাচ্চা কিনে খামার করেন। সেই খামারের মাধ্যমেই তাঁর ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। মুরগির পাশাপাশি দুই বছর ধরে মতিউর হাঁসও পালন করছেন। এখন তাঁর সুখের সংসার।
মতিউর রহমান (৪৮) নওগাঁর মহাদেবপুর উপজেলার বাগডোব গ্রামের বাসিন্দা। সেখানে তাঁর খামারে বর্তমানে ২ হাজার ২০০টি সোনালি মুরগি এবং ১ হাজার ৩০০টি ব্রয়লার মুরগি রয়েছে। এ ছাড়া ডিম উৎপাদনকারী ক্যাম্বেল জাতের ১ হাজার ২২০টি হাঁস ও মাংস উৎপাদনকারী পেকিং জাতের ৭৬৫টি হাঁস রয়েছে।
সম্প্রতি একদিন বেলা ১১টার দিকে উপজেলার বাগডোব বাজারসংলগ্ন হাঁসের খামারে গিয়ে মতিউর রহমানের সঙ্গে কথা হয়। তিনি জানান, ৩০০ মুরগির বাচ্চা কিনে বাড়ির আঙিনায় বেড়া দিয়ে লালন-পালন শুরু করেন। সেই মুরগি থেকেই তাঁর সংসারে সচ্ছলতা ফিরে আসে। এখন তিনটা মুরগির শেড ও একটা হাঁসের শেড হয়েছে। খামার থেকে বছরে আয় আসছে প্রায় ৮ লাখ টাকা। সেই আয় থেকে পাকা বাড়ি করেছেন, সাত বিঘা ফসলি জমি ও বাগডোব বাজারে মূল্যবান ১৫ কাঠা জমি কিনেছেন। খামারে কাজ করে চারজন শ্রমিকের সংসারও চলে। তিন ছেলেমেয়ের পড়ালেখার খরচ থেকে সবকিছুই করা হয় এই খামার থেকে।
১৫ হাজার টাকা দিয়ে শুরু করে এখন মতিউরের খামারে বিনিয়োগ দাঁড়িয়েছে প্রায় ৪০ লাখ টাকা। সম্প্রতি নওগাঁর মহাদেবপুর উপজেলার বাগডোব এলাকায়.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম রগ র
এছাড়াও পড়ুন:
চ্যাটজিপিটির স্বাস্থ্য পরামর্শ মানতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে
ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি এখন দৈনন্দিন নানা কাজে ব্যবহার করছেন অনেকেই। কেউ আবার চ্যাটজিপিটির কাছ থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ নিয়ে থাকেন। তবে সম্প্রতি চ্যাটজিপিটির পরামর্শে দৈনন্দিন খাবার থেকে লবণ প্রায় পুরোপুরি বাদ দিয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাসিন্দা ৬০ বছরের এক ব্যক্তি। এরপর বাধ্য হয়ে হাসপাতালে তিন সপ্তাহ চিকিৎসা নেন তিনি। হাসপাতালের চিকিৎসকেরা জানান, রোগী কয়েক সপ্তাহ দৈনন্দিন খাদ্যতালিকা থেকে সোডিয়ামের মাত্রা প্রায় শূন্যে নামিয়ে আনেন। এতে তাঁর শরীরে ‘হাইপোনাট্রেমিয়া’ নামের বিপজ্জনক অবস্থা তৈরি হয়। এর ফলে রক্তে সোডিয়ামের মাত্রা অস্বাভাবিকভাবে কমে যায়।
ওই ব্যক্তির পরিবারের দাবি, চিকিৎসকের পরামর্শ না নিয়েই তিনি সম্পূর্ণভাবে এআইভিত্তিক হেলথ প্ল্যানের ওপর নির্ভর করেছিলেন। তিন সপ্তাহ হাসপাতালে থাকার পর তিনি সুস্থ হন । ঘটনাটি সম্প্রতি আমেরিকান কলেজ অব ফিজিশিয়ানসের সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষকেরা সতর্ক করে বলেছেন, সোডিয়ামের মতো অপরিহার্য খনিজ এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদানসম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চিকিৎসকের তত্ত্বাবধান ছাড়া এআইয়ের পরামর্শ অনুসরণ করা গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কীভাবে খাবার থেকে সম্পূর্ণভাবে সোডিয়াম ক্লোরাইড বা সাধারণত খাবার লবণ বাদ দেওয়া যায়, তা ওই ব্যক্তি চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করেন। উত্তরে চ্যাটজিপিটি তাঁকে বিকল্প হিসেবে সোডিয়াম ব্রোমাইড ব্যবহারের পরামর্শ দেয়। চ্যাটজিপিটির পরামর্শ মেনে তিনি অনলাইনে সোডিয়াম ব্রোমাইড কিনে প্রায় তিন মাস রান্নায় ব্যবহার করেন। এর ফলে ধীরে ধীরে বিভ্রম, সন্দেহপ্রবণতা, অতিরিক্ত তৃষ্ণা, এমনকি পানি পান করতে অনীহার মতো উপসর্গ দেখা দেয়। এমনকি হাসপাতালে ভর্তি হওয়ার সময় তিনি বিভ্রান্ত ছিলেন এবং পানিকে দূষিত মনে করতেন।
চিকিৎসকেরা জানান, তাঁর শরীরে ‘ব্রোমাইড টক্সিসিটি’ বা ব্রোমিজম ধরা পড়েছে, যা এখন অত্যন্ত বিরল হলেও একসময় উদ্বেগ, অনিদ্রা ও নানা স্নায়বিক সমস্যার চিকিৎসায় ব্যবহার করা হতো। তাঁর শরীরে ব্রোমিজমের অন্যান্য উপসর্গও দেখা যায়। এর ফলে ত্বকে ব্রণের মতো ফুসকুড়ি এবং ‘চেরি অ্যাঞ্জিওমা’ নামে পরিচিত লাল দাগ দেখা যায়। চিকিৎসায় গুরুত্ব দেওয়া হয় শরীরে পর্যাপ্ত পানি ও ইলেকট্রোলাইটের ভারসাম্য ফিরিয়ে আনার ওপর।
বিশেষজ্ঞদের মতে, সাধারণ তথ্য জানার ক্ষেত্রে এআই কার্যকর হলেও স্বাস্থ্যসংক্রান্ত সিদ্ধান্তে চিকিৎসকের পরামর্শ অপরিহার্য। চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই তাদের শর্তাবলিতে স্পষ্ট করে উল্লেখ করেছে, ‘আমাদের সেবার আউটপুটকে একমাত্র সত্য বা নির্ভরযোগ্য তথ্য হিসেবে গ্রহণ করা উচিত নয় এবং এটি কখনোই পেশাদার পরামর্শের বিকল্প হতে পারে না। এই সেবা রোগ নির্ণয় বা চিকিৎসার উদ্দেশ্যে তৈরি করা নয়।’
সূত্র: টাইমস অব ইন্ডিয়া