ছবির বাজেট বেশি নয়। তবে মুক্তির আগে ছবিটি নিয়ে এমনই নেতিবাচক প্রচারণা শুরু হয়, বাজেট যা-ই হোক, সেটাও উঠে আসবে কি না, আশঙ্কা তৈরি হয়। যার প্রভাব পড়ে অগ্রিম বুকিংয়েও। কিন্তু মুক্তির পর থেকে আমির খান অভিনীত ও প্রযোজিত ‘সিতারে জমিন পর’ সিনেমাটির প্রশংসা করতে থাকেন দর্শকেরা।

আরও পড়ুন১৮ বছর পর এত বড় ফ্লপ, হতবাক হয়ে গিয়েছিলাম: আমির খান২২ জুন ২০২৫

ধীরে ধীরে বাড়তে থাকে ছবির ব্যবসাও। গতকাল বৃহস্পতিবার ছবিটি মুক্তির এক সপ্তাহ পূর্ণ হয়েছে। সাত দিনে কত আয় করল ছবিটি? জেনে নেওয়া যাক হিন্দুস্তান টাইমস অবলম্বনে:

মুক্তির প্রথম দিনে দেশি বক্স অফিসে ১০ কোটি ৭ লাখ রুপি আয় করে। এর পর থেকেই আয় বেড়েছে সিনেমাটির।

‘সিতারে জমিন পর’ সিনেমার ট্রেলারে আমির খান। এক্স থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি

উপকরণ

ময়দা: ২ চামচ

আটা: দেড় চামচ

চিনি: ১ চা-চামচ

ঘি: ১ চা-চামচ

তেল: ১ চা-চামচ।

প্রণালি

সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।

আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ