ছবির বাজেট বেশি নয়। তবে মুক্তির আগে ছবিটি নিয়ে এমনই নেতিবাচক প্রচারণা শুরু হয়, বাজেট যা-ই হোক, সেটাও উঠে আসবে কি না, আশঙ্কা তৈরি হয়। যার প্রভাব পড়ে অগ্রিম বুকিংয়েও। কিন্তু মুক্তির পর থেকে আমির খান অভিনীত ও প্রযোজিত ‘সিতারে জমিন পর’ সিনেমাটির প্রশংসা করতে থাকেন দর্শকেরা।

আরও পড়ুন১৮ বছর পর এত বড় ফ্লপ, হতবাক হয়ে গিয়েছিলাম: আমির খান২২ জুন ২০২৫

ধীরে ধীরে বাড়তে থাকে ছবির ব্যবসাও। গতকাল বৃহস্পতিবার ছবিটি মুক্তির এক সপ্তাহ পূর্ণ হয়েছে। সাত দিনে কত আয় করল ছবিটি? জেনে নেওয়া যাক হিন্দুস্তান টাইমস অবলম্বনে:

মুক্তির প্রথম দিনে দেশি বক্স অফিসে ১০ কোটি ৭ লাখ রুপি আয় করে। এর পর থেকেই আয় বেড়েছে সিনেমাটির।

‘সিতারে জমিন পর’ সিনেমার ট্রেলারে আমির খান। এক্স থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আমিনবাজারে পুলিশের তল্লাশি

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন জনের বিচারের রায়কে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এরই অংশ হিসেবে সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে রাজধানীর অন্যতম প্রবেশ পথ ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

আরো পড়ুন:

পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে বাড়ানো হয়েছে নিরাপত্তা

চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি, ঢাকায় যান চলাচল স্বাভাবিক

পুলিশ জানায়, রায়কে কেন্দ্র করে কেউ যাতে নাশকতা করতে না পারে, সেজন্য সাভারের আমিনবাজারে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। সেখানে বাস, প্রাইভেটকার, মোটরসাইকেল তল্লাশি করা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তিদেরকেও তল্লাশি করা হচ্ছে। 

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা বলেন, “পথচারী ও যাত্রীদের  নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশ কাজ করছে। সাভারের আমিনবাজারে পুলিশের চেক পোস্ট বসানো হয়েছে। মোবাইল টিম সার্বক্ষণিক কাজ করছে। নাশকতারোধে পুলিশের অভিযান চলছে।”

ঢাকা/সাব্বির/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ