‘রাজনীতি মুক্ত থাকবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল’
Published: 30th, June 2025 GMT
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া বলেছেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের হলে সম্পূর্ণভাবে রাজনীতি নিষিদ্ধ থাকবে। এমনকি সামাজিক শান্তি বিঘ্নিত হয় এমন কার্যক্রমও সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।”
রবিবার (২৯ জুন) রাতে রাইজিংবিডি ডটকমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের বিষয়ে জানতে চাইলে এসব কথা বলেন।
তিনি বলেন, “হল নির্মাণের মূল কাজ শেষ। এখন শেষ মুহূর্তের কাজ চলছে। আমাদের কিছু ফার্নিচার এসেছে, বাকীগুলো জুলাইয়ে আসবে। মূলত অফিস সেটআপ জুলাইয়ে এবং শিক্ষার্থীরা আগস্ট-সেপ্টেম্বর থেকে উঠতে পারবে।”
আরো পড়ুন:
গাছ কাটার প্রতিবাদে জাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি
পাবিপ্রবিতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
আবেদন প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, “ইউজিসির নীতিমালা অনুসারে ৫০ শতাংশ সিট পাবে প্রথম বর্ষের শিক্ষার্থীরা। বাকি পঞ্চাশ শতাংশ সিট পাবে অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা। এ ক্ষেত্রে দূরত্ব ও মেধাকে প্রাধান্য দেওয়া হবে।”
তিনি আরো বলেন, “হলে মৌলিক সুবিধার মধ্যে বিদ্যুৎ ও ক্যান্টিন থাকবে। তবে জেনারেটর বা আইপিএস থাকবে কিনা তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে। জরুরি চিকিৎসাসেবা বা ফাস্ট এইডের ব্যবস্থা থাকবে কিনা এ বিষয়ে হল প্রশাসন সিদ্ধান্ত নেবে।”
হলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উপ-উপাচার্য বলেন, “হলে উন্নত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সম্পূর্ণ হল সিসিটিভির আওতাধীন থাকবে। পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে গার্ড ও আনসার সদস্যরা নিয়োজিত থাকবে। এখনো প্রাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়নি। তবে জুলাইয়ে নিয়োগ দেওয়া হবে।”
প্রতিষ্ঠার দীর্ঘ ৮ বছর পর সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ভিত্তিতে আবাসিক ছাত্র হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম শুরুর সময় থেকেই শিক্ষার্থীরা অস্থায়ীভাবে বিভিন্ন ভাড়া বাসা ও মেসে অবস্থান করছিলেন, যা তাঁদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলছিল।
বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থায়ী হল নির্মাণের জন্য ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) তৈরি করে ইউজিসিতে জমা দেয় এবং ইউজিসির নির্দেশনাক্রমে অস্থায়ী ভিত্তিতে হল নির্মাণ শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রথম পর্যায়ে ১১০ জন শিক্ষার্থী হল সুবিধা পাবেন। প্রতিটি কক্ষে ২-৩ জন শিক্ষার্থী থাকতে পারবেন। তবে অস্থায়ী ভিত্তিতে নির্মিত হলের পরিধি কম থাকায় থাকছে না লাইব্রেরি বা পাঠকক্ষ।
বিশ্ববিদ্যালয়ের তত্বাবধানে ৩৫ আসনের একটি ছাত্রী হল পরিচালিত হলেও ছাত্রদের জন্য কোনো হল ছিল না।
২০১৮ সালে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে দুটি অনুষদের অধীনে তিনটি বিভাগে-স্নাতক (সম্মান) শ্রেণিতে ১১৩ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে পাঁচটি বিভাগে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১ হাজার।
ঢাকা/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হল ন র ম ণ
এছাড়াও পড়ুন:
টানা তৃতীয়বার বিশ্বকাপ না খেলার শঙ্কায় ইতালি, ২৮ বছর পর নরওয়েকে বিশ্বকাপে ফেরালেন হলান্ড
সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করতে নরওয়ের বিপক্ষে গতকাল রোববার রাতে ইতালিকে জিততে হতো বড় ব্যবধানে। কিন্তু বড় ব্যবধানে দূরে থাক, উল্টো নরওয়ের বিপক্ষে পাত্তাই পায়নি ইতালি। ঘরের মাঠে উড়ে গেছে ৪-১ গোলের বিশাল ব্যবধানে।
এই হারের পর ইতালির এখন আর সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ নেই। প্লে-অফের পরীক্ষায় পাস করতে হবে। অন্য দিকে বাছাইপর্বে অবিশ্বাস্য নৈপুণ্য দেখিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে ফিরল নরওয়ে। এর আগে সর্বশেষ ১৯৯৮ সালে বিশ্বকাপ খেলেছিল দেশটি। এবার আর্লিং হলান্ড-আলেক্সান্দার সরলথদের হাত ধরে বিশ্বকাপে ফেরার স্বপ্ন পূরণ করল দেশটি।
সান সিরোতে গতকাল গোলের শুরুটা অবশ্য ইতালিই করেছিল। ফ্রান্সিসকো পিও এসপোসিতোর গোলে ১১ মিনিটে এগিয়ে যায় তারা। এরপর ম্যাচের ৬৩ মিনিট পর্যন্ত এই ব্যবধান ধরে রাখতে পারে ‘আজ্জুরি’রা। কিন্তু ৬৩ মিনিট থেকে দেখা মেলে অন্য এক নরওয়ের। প্রথমে গোল করে নরওয়েকে সমতায় ফেরান আন্তোনিও নুসা। এরপর এক মিনিটের ব্যবধানে দুই গোল করেন হলান্ড। আর যোগ করা সময়ে ইতালির জালে চতুর্থবার বল জড়ান স্ট্রান্ড লারসেন।
আরও পড়ুনহলান্ড এখন মেসি–রোনালদোর পর্যায়ে০৩ নভেম্বর ২০২৫এই ম্যাচ দিয়ে শেষ হয়েছে গ্রুপ ‘আই’-এর বিশ্বকাপ বাছাইয়ের লড়াই। যেখানে ৮ ম্যাচের সব কটিতে জিতে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল নরওয়ে। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ইতালি আছে দুইয়ে।
এর ফলে ২০১৮ ও ২০২২–এর পর এখন ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়েও শঙ্কায় পড়ল ইতালি। চারবারের বিশ্বকাপজয়ীদের প্লে-অফ অভিজ্ঞতাও কিন্তু সুখকর নয়। ২০১৮ বিশ্বকাপে ওঠার লড়াইয়ে প্লে-অফে তারা সুইডেনের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ১-০ ব্যবধানে হেরেছিল। চার বছর পর ২০২২ বিশ্বকাপে খেলার স্বপ্নও ভেঙে যায় প্লে-অফে উত্তর মেসিডোনিয়ার কাছে ১-০ গোলের হারে।
হলান্ডদের উদ্যাপন